"জীবনকে নতুনভাবে সাজানো"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম ভিন্ন কোনো অনুভূতি বা জীবনের গল্প নিয়ে।সেটি হলো-"জীবনকে নতুনভাবে সাজানো"

pexels-photo-401213.jpeg
সোর্স

জীবন সর্বদাই পরিবর্তনশীল।
মানুষের গতিশীল জীবনে কখনো চলার পথ ধীর হয়, রুদ্ধ হয় বা কখনো নিরাশায় জর্জরিত হয়ে থেমেও যায়।আবার কখনো সফলতার দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছায়।জীবনের কখনো কোনো স্থায়িত্ব নেই।মানুষের জীবনে হাজারো গল্প আছে।যে গল্পগুলো আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায়।গল্পের শুরুটাকে আমরা চাইলেই বদলাতে পারি না, কিন্তু গল্পের শেষকে আমরা নতুনভাবে সাজিয়ে তুলতে পারি।কিন্তু আমরা সব সময় পুরোনো চিন্তা-ভাবনা বা অতীতকে নিয়ে সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়ি। অতীতে ঘটা ঘটনাগুলো জীবনের একটি কোণের অংশ যা এক একটি স্মৃতি।আর স্মৃতি কখনো মলিন হয় না ,না তো ধুয়ে মুছে পুরাতন হয়ে যায়।

অধিকাংশ সময় আমাদের জীবনে ঘটে যাওয়া তিক্ত অনুভূতি নিয়ে আমরা বেশি ভাবতে শুরু করি।তিক্ত অনুভূতিগুলি মনকে কুরে কুরে খায়,মনকে বার বার উঠে দাঁড়ানো থেকে বাঁধা দেয় বা প্রতিহত করে।কিন্তু জীবনের গল্পগুলোকে যদি প্রতিনিয়ত জীবন্ত করে তুলে ধরা যায় তাহলে সেটাকে নতুনভাবে রূপ দেওয়াও সম্ভবপর হয়।কোনো গল্প শুরু থেকে শেষ করাটা খুবই সহজসাধ্য হলেও শেষ থেকে শুরু করাটা বেশ কঠিন বলে মনে হয় আমার।তার জন্য প্রয়োজন একাগ্রতা ও কঠোর পরিশ্রম।

জীবনের অনেক গল্প মাঝপথে এসে থেমে যায় আর এই থমকে দাঁড়ানো গল্পগুলো জীবনকে অর্থহীন ও সংজ্ঞাহীন করে তোলে।কিন্তু ওই থেমে যাওয়া থেকে যদি নতুন কিছু অনুভব করে এগিয়ে যাওয়া যায় তাহলে জীবনের থেকে ঝরে যাওয়া গল্পগুলো নতুন প্রাণ ফিরে পাবে।একইসঙ্গে জীবনের বাকি গল্পগুলোর মোড় ঘুরিয়ে দেবে।একটি ছোট্ট চারাও বারবার পদদলিত হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, চেষ্টা করে সংগ্রাম করে বেঁচে থাকার।তাই আমরা আমাদের পরিবর্তনশীল জীবনকে নতুন আঙ্গিকে সাজিয়ে নতুন মাত্রায় পৌঁছে দিতে পারি।যেখানে সকল বাঁধা পেরিয়ে থাকবে শুধুই সফলতার গল্পগুলো।

আশা করি আমার আজকের লেখা জীবনের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  

Nice post keep it up buddy.
Hope you got the 100 STEEM & 1000 TAKI Airdrop, if not get it quickly before the campaign ends.
go to this official taki announcement how to get the airdrop CLICK HERE

 2 years ago 

আপনি সত্যি বলেছেন মানুষের জীবনে অনেক গল্প থাকে যা আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায়।গল্পের শুরুটাকে আমরা চাইলেই বদলাতে পারি না, কিন্তু গল্পের শেষকে আমরা নতুনভাবে সাজিয়ে তুলতে পারি। আসলে সবকিছুর মূলে রয়েছে একাগ্রতা ও কঠোর পরিশ্রম।ছোট্ট চারা গুলো ও পদদলিত হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, চেষ্টা করে সংগ্রাম করে বেঁচে।প্রতিটি মানুষই এমন করা উচিত । আপনার গল্পটা পড়ে অনেক ভালো লাগল, ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু,বিষয়টি অনুধাবন করার জন্য।

 2 years ago 

আপনি আপনার পোষ্টের মাধ্যমে এমন কিছু কথা তুলে ধরেছেন যা প্রতিটি মানুষের বাস্তবতার সাথে মিলে যায়। বেশিরভাগ মানুষ সফলতার একদম কাছে গিয়েও সফলতা আনতে পারে না। তাই বলে ভেঙ্গে পরা যাবে না। আবার অনেকেই আছে জীবনে প্রতিটি মুহূর্তেই বাধার সম্মুখীন হয় এবং অতীতের বাধাগুলো বা কষ্টের স্মৃতিগুলোর কথা বারবার মনে করে ভেঙে পড়ে। ফলে সামনের দিকে এগুতে পারে না, বাধাপ্রাপ্ত হয়। যদিও বলাটা অনেক সহজ কিন্তু যদি এই বাধাগুলোকে বা এই তিক্ত অতীতগুলোকে আমরা বারবার নতুনভাবে চিন্তা করে ভুলগুলো শুধরে সামনে আগানোর চেষ্টা করি আমার মনে হয় সফলতা আমাদের আসবেই। ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, আমি বাস্তবতা নিয়ে লিখতে পছন্দ করি, আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনার শেষ কথা বেশ ভালো লাগলো,আসলেই একটা ছোট চারগাছটা বারবার পদদলিতে বারবার চেষ্টা করে উঠে দাড়াতে।অথচ আমরা সহজেই ধৈর্য হারিয়ে ফেলি।আসলেই আমরা অতীত নিয়ে ভাবতে ভাবতে সময় শেষ করি,অতীতের তিক্ততা আমাদেরকে কুড়ে কুড়ে খায়।যাই হোক সবকিছু অতিক্রম করে আমাদের বর্তমান নিয়ে ভাবা উচিত।ধন্যবাদ

 2 years ago 

ধৈর্য্য হারিয়ে ফেলা যাবে না ঠিক বলেছেন আপু,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছোট্ট এই জীবন জীবনটা বড়ই অদ্ভুত ৷ অথচ এই ছোট্ট জীবনে সর্বদাই পরিবর্তনশীল। জীবনে চলার পথে কত শত বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত পার করতে হয় ৷
জীবনে পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক ৷দিনশেষে জীবনের জন্য সংগ্রাম করে বারংবার উঠে দাড়াতে হবে ৷
যা হোক দিদি প্রতিটি কথার লাইন সত্যি অনেক চমৎকার করে লিখেছেন ৷ প্রতিটি কথার ভিতরে লুকিয়ে আছে হাজারও কথা ৷
ধন্যবাদ দিদি এতো সুন্দর কিছু মানবিক কথা শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আপনার এত সুন্দর সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63977.42
ETH 2760.27
USDT 1.00
SBD 2.65