"প্রকৃতির অপরিসীম সৌন্দর্য্যের সৃষ্টির ছবি"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

আজ বিকালে আকাশের অবস্থা ভালোই ছিল।আর বিকেলে প্রকৃতির অসাধারণ সৃষ্টিগুলি চোখের সামনে দিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছিল।একবার এদিক থেকে ওদিক আবার কখনো বা ঘাসের উপর আবার কখনো সবজি বাগান গুলির উপর। এতক্ষণ ধরে কাকে নিয়ে ভাট বকছি সেটাই ভাবছেন তো? হ্যাঁ, আমি প্রকৃতির সমস্ত রং দিয়ে সাজানো ডানা মেলে উড়ে চলা প্রজাপতির কথা বলছি।যার রংয়ে বিমোহিত করে সকলকে।রং চেনাতে সাহায্য করে আর জাদুর রং গায়ে মেখে মধু পান করে।সেই রংধনুর রংকে এবং প্রকৃতির অপরিসীম সৌন্দর্য্যের সৃষ্টি প্রজাপতিকে ফোনে ধারণ করতে ঘর থেকে বেরিয়ে আসলাম পুকুর পাড়ে।প্রজাপতির পিছনে ঘুরতে ভালোই লাগে।তো তারই কিছু ছবি তুলে ধরলাম আপনাদের মাঝে।

IMG_20210727_151732.jpg

IMG_20210727_151724.jpg

IMG_20210727_151736.jpg

এখানে বিভিন্ন ধরনের প্রজাপতির মেলা বসেছে।আর প্রতিদিনই আমাদের বাড়িতে বিকেলে বিভিন্ন রঙয়ের ফড়িং এবং প্রজাপতির মেলা বসে ফুলে কিংবা পুকুর পাড়ে জলের উপর ঘাসে।আজ ও বসেছিল অন্যান্য দিনের মতোই।

IMG_20210727_151643.jpg

IMG_20210727_151713.jpg

IMG_20210727_151615.jpg

আসলে প্রত্যেকটা প্রজাপতির সৌন্দর্য্য আলাদা আলাদা হয়ে থাকে।কিন্তু আমরা সাধারণ ভাবে দুই ধরনের প্রজাপতি এখানে ধরে নিতে পারি।একটি সাদা এবং অন্যটি রঙ্গিন।

IMG_20210727_151611.jpg

IMG_20210727_151557.jpg

IMG_20210727_151548.jpg
পুকুরের অন্য পাশে অনেক সাদা রঙের প্রজাপতির মেলা বসেছিল।কিন্তু জলের উপর সাদা প্রজাপতির ছবি ঠিক ফুটে উঠবে না ।এইজন্য ছবি তুলতে গিয়ে ও ফিরে আসলাম ঘরেতে।

IMG_20210727_180236.jpg
আশা করি আমার তোলা ছবিগুলি সকলের ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।

ক্যামেরা: poco m2

ফটোগ্রাফি: @green015
অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু 👍💞

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য ☺️😊

 3 years ago 

এটা খুবই দুষ্কর জাতীয় একটা কাজ, ফড়িং অথবা প্রজাপতি এদের ফটোগ্রাফি সহজে করা যায় না। সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি । ধন্যবাদ

 3 years ago 

হ্যাঁ, ভাইয়া। এরা আমাদের বাড়ির সদস্য।সবসময় ঝাঁকে ঝাঁকে বাড়িতে থাকে।দেখতে ভালোই লাগে।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আপনার সুন্দর মুল্যবান মন্তব্য করার জন্য।

 3 years ago 

ছবিগুলো সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য এবং আপনার মুহুর্ত শেয়ার করার জন্য আমার ভালো লেগেছে

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

 3 years ago 

প্রজাপতি অনেক ভালো লাগে আমার দিদি।যদিও এখন আর তেমন একটা দেখা যায় না।ভালো লিখেছেন।ধন্যবাদ দিদি।

 3 years ago 

আমাদের বাড়িতে অনেক প্রজাপতি দাদা।সুযোগ বুঝে বিভিন্ন ধরনের প্রজাপতির ছবি আবার তুলে ধরবো আপনাদের সামনে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধরিয়েন আপু।প্রজাপতি আমার খুব ভালো লাগে।

 3 years ago 

প্রকৃতির জীবকে প্রকৃতির মাঝেই বেশি শোভা পায়।আর তাকে ধরা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ হবে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66705.81
ETH 3626.46
USDT 1.00
SBD 2.93