"এসো নিজে করি"বিশেষ ক্রিসমাস সপ্তাহ-"রঙ্গিন কাগজ ও তুলা দিয়ে এক বৃদ্ধার পুতুল তৈরি"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?আশা করি সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের সামনে আবার ও diy নিয়ে হাজির হলাম।সেটি হলো- "রঙ্গিন কাগজ ও তুলা দিয়ে এক বৃদ্ধার পুতুল তৈরি"।
যাইহোক মেরি ক্রিসমাস উপলক্ষে diy প্রতিযোগিতায় এটি আমার পঞ্চমতম অংশগ্রহণ।এছাড়া মেরি ক্রিসমাস উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী যে সুন্দর diy প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কমিউনিটি কর্তৃক।এইজন্য কমিউনিটির প্রতি রইলো আমার অফুরন্ত ভালোবাসা ও সম্মান।💝💝

CollageMaker_20211229_225116993.jpg

যেকোনো নতুন কিছু আমাদেরকে তৈরির মাধ্যমে নতুনভাবে শিক্ষা দেয়।আমাদের চিন্তাশক্তির পরিবর্তন ঘটায়, জ্ঞান বৃদ্ধি করে এবং নতুন কাজের দক্ষতাকে উজ্জ্বল করে।কোনো কিছু নিজে তৈরির মধ্যে অফুরন্ত এক সুখ অনুভূত হয় সেটা যদি ভালো ও নিখুঁত না ও হয়।নিজের সৃজনশীলতা বজায় রাখতে নিজের করা কাজই উত্তম বলে আমি মনে করি।যাইহোক আজ আমি রঙ্গিন কাগজের পোশাক পরিহিত এক বৃদ্ধা বয়সের পুতুল তৈরির চেষ্টা করেছি।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো চলুন শুরু করা যাক-----

IMG_20211229_223132.jpg

উপকরণ:


1.গোলাপি ও আকাশি রঙের কাগজ
2.কেচি
3.আঠা
4.রঙ্গিন পেন
5.কার্পাস তুলা
6.সোনালী রঙের রশ্মি(এক টুকরো)

পদ্ধতিসমূহ:


ধাপঃ 1


IMG_20211229_222421.jpg

●প্রথমে আমি উপকরণগুলি নিয়ে নিলাম।

ধাপঃ 2


IMG_20211229_222436.jpg

●গোলাপি রঙের কাগজ নিয়ে নিলাম।

ধাপঃ 3


CollageMaker_20211229_223623512.jpg

●কাগজটি রোল করে ভেঁজে তারপর ছোট ছোট ভাঁজ দিয়ে নেব।

ধাপঃ 4


CollageMaker_20211229_223801182.jpg

●একটি দাগ টেনে নিয়ে কেচি দিয়ে টোপরের মতো করে কেটে নেব কাগজটি। এরপর একপাশে আঠা লাগিয়ে আটকে নেব।

ধাপঃ 5


CollageMaker_20211229_223847983.jpg

●এবার একটি কালো পেন দিয়ে ডিজাইন করে নেব কাগজটির গায়ে।

ধাপঃ 6


IMG_20211229_222655.jpg

●কাগজের দুইপাশে রঙিন পেন দিয়ে একে ডিজাইন করে নিলাম।

ধাপঃ 7


CollageMaker_20211229_223923184.jpg

●আমি দুইপাশে দুই রকম ডিজাইন করে নিলাম।

ধাপঃ 8


IMG_20211229_222723.jpg

●একটি পাশে ছোট ছোট পাতার ডিজাইন করে নিয়েছি।

ধাপঃ 9


IMG_20211229_222745.jpg

●কাগজের অন্য পাশে ছোট ছোট বলের ডিজাইন করে নিলাম।

ধাপঃ 10


IMG_20211229_222753.jpg

●রঙ্গিন পেন দিয়ে একে নেওয়ার ফলে খুব সুন্দর ফুটে উঠেছে আকাগুলি।এটি পুতুলের পোশাকের নিচের অংশ/গাউন হলো।

ধাপঃ 11


CollageMaker_20211229_224059226.jpg

●এবার কিছু কার্পাস তুলা নিয়ে নিলাম এবং সেগুলোর দানা বেছে ফেলে দিলাম।

ধাপঃ 12


IMG_20211229_223013.jpg

●এবার কিছু তুলা নিয়ে একটু লম্বা সেপ দিয়ে মাঝবরাবর একটি সোনালী রঙের রশ্মি বেঁধে নিলাম।তারপর কাগজের তৈরি পোশাকের উপরের অংশে বসিয়ে দিলাম আঠা দিয়ে আটকে।

ধাপঃ 13


IMG_20211229_223037.jpg

●আবারও একটু তুলা নিয়ে দুই হাতের তালুতে গোল সেপ দিয়ে আঠা দিয়ে আটকে নেব একবারে উপরে।এটি পুতুলের মাথা।

ধাপঃ 14


CollageMaker_20211229_223959341.jpg

●এরপর আমি একটি কালো রঙের পেন দিয়ে ভ্রূ একে নেব আকাশি রঙের কাগজে।একটি কেচি দিয়ে দাগের পাশ দিয়ে কেটে নেব।

ধাপঃ 15


CollageMaker_20211229_224027221.jpg

●এরপর আমি একটি কালো রঙের পেন দিয়ে নাক ও চোখ একে নেব আকাশি রঙের কাগজে।ঠোঁট গোলাপি রঙের পেন দিয়ে একে নেব।একটি কেচি দিয়ে দাগের পাশ দিয়ে কেটে নেব।

ধাপঃ 16


IMG_20211229_223054.jpg

●আঠা দিয়ে পুতুলের মুখে ভ্রু ও চোখ বসিয়ে দেব।

ধাপঃ 17


IMG_20211229_223132.jpg

●এরপর পুতুলের নাক আটকে নিলাম আঠা দিয়ে।কিছু তুলা নিয়ে গোল করে ঝুটি করে পুতুলের মাথায় বসিয়ে দেব আঠা দিয়ে।পুতুলের চুলের ঝুটি একপাশে দিয়ে নিলাম।

ধাপঃ 18


IMG_20211229_223224.jpg

●সবশেষে পুতুলের ঠোঁট আটকে দিলাম।তো বৃদ্ধা পুতুলটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেল।

ধাপঃ 19


CollageMaker_20211229_224944886.jpg

●পুতুলের তিনটি ধাপের ছবি একসঙ্গে দিয়ে দিলাম এখানে।

ধাপঃ 20


IMG_20211229_223251.jpg

IMG_20211229_223313.jpg

●তো আমি বানিয়ে ফেললাম "রঙ্গিন কাগজের পোশাক পরিহিত এক বৃদ্ধা বয়সের পুতুল "।

আশা করি আমার আজকের তৈরি diy টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।ধন্যবাদ সবাইকে।💐💐

(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)🐺🦊

ক্যামেরা: poco m2


অভিবাদন্তে: @green015


Sort:  
 3 years ago 

রঙিন কাগজ ও তুলা দিয়ে তৈরি পুতুলটি বেশ ভালো লাগছে। পুতুলটি কিভাবে তৈরি করতে হয় তা প্রতিটি ধাপে সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

🌹🌹🌹

 3 years ago 

😊💐

 3 years ago 
  • রঙ্গিন কাগজ ও তুলা দিয়ে এক বৃদ্ধার পুতুল তৈরি অনেক সুন্দর হয়েছে। দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার দক্ষতা দেখে আমি অবাক।আপনি খুবই সুন্দরভাবে তৈরি করেছেন। আপনার এই পুতুল তৈরি দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা।
 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

অসাধারন একটি আইডিয়া। তুলা ব্যবহার করে মানুষের প্রতিকৃতি তুলে ধরা। চোখ নাক মুখ সব ঠিকঠাক। তৈরীর প্রক্রিয়া টি ও সুন্দরভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ বোন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙ্গিন পেপার আর গাছের তুলা দিয়ে অনেক সুন্দর একটা বিদ্যা মানুষের পুতুল বানিয়েছেন দেখতে তো অনেক ভালো লেগেছে আমার। দেখে মনে হচ্ছে যেন সত্যি কারের একটা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। এক কথায় অসাধারণ হয়েছে আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ওয়াও আপু আপনি রঙিন কাগজ এবং তুলা দিয়ে খুব সুন্দর বৃদ্ধার পুতুল তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি তুলো দিয়ে অসাধারণ একটা কারুকাজ করেছেন যা সত্যিই অবাক করার মত। আপনি তুলো দিয়ে সুন্দর সুন্দর কারু কাজ আমাদেরকে উপহার দেয় এবং তারই ধারাবাহিকতা বজায় রেখে ক্রিসমাস সপ্তাহ উপলক্ষে আমাদের সামনে হাজির করেছেন বৃদ্ধের পুতুল বানিয়ে সত্যি অসাধারন ছিল আপনার হাতের কারুকাজ। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া,আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 
আপু রঙিন কাগজ এবং তুলা দিয়ে পুতুল তৈরির কনসেপ্টটি বেশ দারুণ লেগেছে আমার কাছে। খুব সুন্দর হয়েছে বৃদ্ধা পুতুল এর শোপিসটি। ধন্যবাদ আপনাকে পুতুল তৈরির ধাপগুলি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু।
 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

গ্রীন আপু আপনার প্রতিটি কাজই আমার ভীষণ ভালো লাগে। কোনো কিছু তৈরি করতে আপনার বেশ মুনশিয়ানা আছে। বৃদ্ধার পুতুল এবং রঙিন পোশাক 2 টি অত্যন্ত চমৎকার হয়েছে কিন্তু কেন যেন আমার মনে হল দুইটি এডজাস্ট করছে না। সবশেষে সুন্দর একটি কাজের জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসাভরা সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ এবং তুলা দিয়ে অনেক সুন্দর একটি বৃদ্ধ পুতুল তৈরি করলেন আপু। আমার কাছে তো দেখে বেশ ভালো লাগলো। ওপরের অংশে সাদা রংয়ের তোলা এবং নিচের জামাটা রঙিন কাগজের দেখতে বেশ ভালো লাগছে। সব মিলিয়ে অসাধারণ একটি পুতুল তৈরি করেছেন।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু রঙ্গিন কাগজ এবং তুলা দিয়ে অসাধারণ সুন্দর ভাবে বৃদ্ধার পুতুল তৈরি করেছেন। রঙ্গিন কাগজ এবং তুলা দিয়ে বৃদ্ধার পুতুল তৈরির প্রতিটি ধাপের বর্ণনাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। সত্যি আপু আপনি অসাধারণ প্রতিভার অধিকারী। আপনার প্রতিটি কাজ আমাকে অবাক করে। এত সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর উৎসাহমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64768.36
ETH 3436.88
USDT 1.00
SBD 2.51