এলোমেলো অনুভূতিতে "অন্তর্দৃষ্টি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।যাইহোক আজ আমি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো।মাঝে মাঝেই এলোমেলো অনুভূতিগুলো শেয়ার করতে ভালোই লাগে।সেটি হলো-"অন্তর্দৃষ্টি"।

IMG_20220730_183839.jpg
সোর্স

অন্তর্দৃষ্টি

আমার চিন্তাভাবনা বলে অন্তর্দৃষ্টি হলো অন্তর বা মনের যে দৃষ্টি।যে দৃষ্টি দ্বারা নিজের ভিতরকে সূক্ষ্মভাবে উপলব্ধি বা অনুভব করা যায়।নিজের চিন্তাশক্তিকে মন থেকে জাগ্রত করা যায়।আর অন্তর্দৃষ্টি হলো নিজের মনের সুপ্ত বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া, যা কখনো কোনো সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।এক্ষেত্রে অন্তর্দৃষ্টি মানে শুধুমাত্র দেখা নয়,বোঝার ক্ষমতা ও শোনার ক্ষমতা ও বিদ্যমান বলে আমার ধারণা।তাই যেকোনো বিষয়গুলিকে মনের ভিতর থেকে উপলব্ধি করা উচিত।

◆সবকিছুর সঙ্গে অন্তর বা মন সংযুক্ত:

মানুষের দেখার মতো দৃষ্টি থাকলে বাড়ির আশপাশ থেকেও সুন্দর সুন্দর জিনিসকে উপলব্ধি করা যায়।এক্ষেত্রে তার শুধু দৃষ্টির প্রয়োজন তা কিন্তু নয়,দৃষ্টির সঙ্গে সঙ্গে সুন্দর মনের প্রয়োজন যা তার মস্তিষ্ককে পরিচালনা করবে।আর মন ও মস্তিস্ক মিলে কোনো কিছু দেখার প্রতি আগ্রহবোধ জাগবে,যা সেটি দৃষ্টি দ্বারা মেলে দেখার সুযোগ সৃষ্টি করবে। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর সূক্ষ্ণ জিনিস আছে যার আসল সৌন্দর্য্য আমরা দেখতে পারি না বা বুঝতে অনেকটা দেরি হয়ে যায়।কোনো সময় আবার নগন্য বা তুচ্ছ হিসেবে গণ্য করে এড়িয়ে যাই কারন আমাদের দেখার মতো অন্তর্দৃষ্টি থাকে না আমরা ভিতর থেকে অনুভব করি না।তাই কিছু দেখতে হলেও সুন্দর মনের প্রয়োজন।

pexels-photo-12705148.jpeg
সোর্স

আবার দেখুন, অনেক সময় আমাদের কাছে অনেক কথা জটিল বা কঠিন মনে হয়।কিন্তু আমরা সেটিকে সহজভাবে গ্রহণ করি না বা বোঝার চেষ্টা করি না।কারন আমাদের মনঃসংযোগ সেদিকে স্থির হতে সাহায্য করি না কিন্তু আমরা আমাদের অন্তর্দৃষ্টি দ্বারা যদি কঠিনকে সহজভাবে নেওয়ার চেষ্টা করি তাহলে কিছুটা সফলতা অবশ্যই পাওয়া যাবে। তখন বোঝার মত মন থাকলে কঠিন কথা সহজভাবে নিমিসেই বোঝা যাবে।

এরপর চলে আসি শ্রবণশক্তি অর্থাৎ কানে শোনার বিষয়ে।আমাদের অন্তর বা মন পরিচালিত হয় মস্তিস্ক দ্বারা।তাই মস্তিষ্কের সঙ্গে সকল বিষয় জুড়ে আছে।সবকিছুই একে অপরের পরিপূরক।কিন্তু কোনো কিছু শোনার মতো ইচ্ছেশক্তি ও মন থাকা খুবই জরুরী।আর শোনার মতো ইচ্ছে থাকলেই দূরের কথা কাছ থেকেও স্পষ্ট শুনতে পাওয়া যাবে।আর সবকিছুরই সঙ্গে অন্তর্দৃষ্টির সামঞ্জস্যতা রাখা উচিত।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা এলোমেলো অনুভূতিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59893.00
ETH 2414.92
USDT 1.00
SBD 2.43