আমার স্বরচিত কবিতা: "বাবা মানেই সকল পূর্ণতা"
নমস্কার
যাইহোক আজ একটি বিশেষ দিন আমাদের সকলের জন্য। প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় ফাদার্স ডে।বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দিবস পালিত হয়।তবে আজ 18-ই জুন ভারতে পালিত হচ্ছে ফাদার্স ডে। প্রত্যেক বছর জুন মাসের তৃতীয় রবিবার ভারতে ফাদার্স ডে পালিত হয়।কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।তাই প্রত্যেক সপ্তাহে নিজের অনুভূতি দ্বারা একটি করে কবিতা লিখে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি।বাবাকে নিয়েই আজ একটি কবিতা লিখে ফেললাম।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।
শুভ বাবা দিবসের শুভেচ্ছা।💐💐
বাবা আমাদের বটবৃক্ষ।তার ছায়ায় একটু একটু করে বেড়ে ওঠা আমাদের।সকল কষ্ট সহ্য করে,রোদ-বৃষ্টির সঙ্গে লড়াই করে বাবাই আমাদের সকল অন্যায় আবদারগুলো পূরণ করেন,বায়না পূরন করেন হাসিমুখে।তবুও মুখ ফুটে কখনো নিজের কষ্টগুলো প্রকাশ করেন না।ভালোবাসার অন্য নাম বাবা।পৃথিবীর সকল বাবাই ভালো থাকুক এই প্রত্যাশা করি।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
বাবা মানেই সকল পূর্ণতা
বাবা মানেই বটবৃক্ষ
সতেজ ভালোবাসা,
বাবা মানেই ধুলোমাখা বিকেল
আমার পুতুল খেলা।
বাবা মানেই বিশাল আকাশ
ভালো থাকার দিন,
বাবা মানেই গভীর সমুদ্র
জমানো আমার অফুরন্ত ঋণ।
বাবা মানেই রঙিন হাসি
স্নিগ্ধ-শীতল মায়া,
বাবা মানেই সহজ সমাধান
সকল উত্তর পাওয়া।
বাবা মানেই কোমলতা
নতুন ছন্দে গড়া,
বাবা মানেই সকল পূর্ণতা
আকাশ ভরা তারা।
বাবা মানেই অনেক পাওয়া
আমার কবিতার ভাষা,
বাবা মানেই সকল আনন্দ
কুড়িয়ে পাওয়া আশা।
বাবা মানেই অভিমানী
নইকো আমি পুরোনো,
বাবা মানেই ভীষণ দামী
আমার সকালগুলো।।
আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
টুইটার লিংক
বাবাকে নিয়েও যে এত সুন্দর অনুভূতি প্রকাশ করা যায় কবিতার মাধ্যমে সেটা তোমার কবিতা না পড়লে হয়তো বুঝতে পারতাম না। আমাদের কাছে বাবা আসলেই বট বৃক্ষের মতো, যে সব সময় চেষ্টা করে আমাদের সকলকে সেফ এবং ছায়া দিয়ে রাখার জন্য। সত্যিই খুব সুন্দর লিখেছ কবিতাটা। আমি খুব মনোযোগ দিয়েই পড়েছি।
দাদা তোমার মন্তব্য পেয়ে খুশি হলাম, চেষ্টা করেছি বাবাকে নিয়ে সামান্য অনুভূতি প্রকাশ করার।ধন্যবাদ তোমায়।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার নিজের লেখা স্বরচিত কবিতা বাবা মানে সকল পূর্ণতা। আপনি একদম ঠিক বলেছেন আপু একজন বাবা থাকলে তার ছেলে-মেয়েকে সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করে। একজন বাবার পূর্ণতা আর কোন ব্যক্তি দিতে পারে না। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
একদমই তাই👍ভাইয়া, বাবা আমাদের কাছে বটবৃক্ষের মতো।
বাবাকে নিয়ে যে অনুভূতিগুলো প্রকাশ করেছেন সেই অনুভূতিগুলো প্রতিটা মানুষের মধ্যে বিরাজমান। বাবা আমাদের জীবনের অনেক বড় ছায়া যেটা অন্য কোন কিছু দিতে পারেনা। সত্যিই ভালো লাগলো অনেক সুন্দর হয়েছে আপনার লেখা কবিতা।
আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।
দিদি প্রথমেই আপনাকে বাবা দিবসের শুভেচ্ছা। বাবাকে কেন্দ্র করে চমৎকার একটি কবিতা লিখেছেন। বাবা মানেই সকল পূর্ণতা একদম ঠিক বলেছেন। কবিতার লাইন গুলো হৃদয় ছুঁয়ে গেলো। চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি।
আমার কবিতা আপনার হৃদয় ছুঁতে পেরেছে এতেই আমার লেখনীর সার্থকতা ভাইয়া,অনেক ধন্যবাদ আপনাকে।
আসলে আপনি ঠিকই বলেছেন, বাবা হচ্ছে বট বৃক্ষের মতো। পৃথিবীর সকল বাবা তার সন্তানদেরকে ছায়ার মত আগলে রাখে। বাবারা সবসময় চায় সন্তান যেন ভালো থাকে এবং সুখে থাকে। প্রতিবছর জুন মাসের তৃতীয় সপ্তাহে ফাদার্স ডে পালিত হয়। আপনি বাবাকে নিয়ে খুবই সুন্দর সুন্দর অনুভূতি কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। বাবাকে নিয়ে লিখতে গেলেও শেষ হবেনা। সবাই নিজেদের বাবাকে অনেক বেশি ভালোবাসে। যদিও কখনো সেই ভালোবাসার কথা মুখ ফুটে বলা যায় না। যাইহোক সব মিলিয়ে খুব সুন্দর একটা কবিতা ছিল বলতে হয়।
ঠিক বলেছেন আপু👍,বাবাকে নিয়ে যাই লেখা হোক না কেন তা খুবই সামান্য।ধন্যবাদ আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য।
আসলে আমাদের সবার জীবনে বাবা অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। কারো যদি বাবা না থাকে তাহলে সে বাবার অভাবটা উপলব্ধি করতে পারে। বাবা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারে। বাবার ভালোবাসা সবার থেকে আলাদা, একেবারেই অপরিসীম। আমরা সবাই বাবাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু মুখ ফুটে কখনোই বলতে পারিনা। আপনি বাবার ভালোবাসাকে তুলে ধরেছেন এই কবিতাটির মাধ্যমে। খুব ভালো লাগলো কবিতাটা পড়ে।
একদমই তাই👍ভাইয়া, ধন্যবাদ আপনার গঠনমূলক মতামতের জন্য।
বাবাকে নিয়ে আপনার লেখা কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে বাবা হল একটি মধুর অনুভূতির নাম। পৃথিবীতে বাবার সাথে কারো তুলনা হয় না। বাবা হল সন্তানের জন্য সকল কাজের এবং সর্বক্ষেত্রের সাহায্যকারী। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।
বাবাকে ঘিরে এত সুন্দর অনুভূতিমূলক একটি কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনার এই কবিতা পড়ে যেন মনের মধ্যে ভালোবাসা জন্মালো পিতা-মাতার প্রতি নতুন করে আরো যেন সৃষ্টি হল গভীরতা। সুন্দর আপনার এই কবিতা লেখার ধরন, কবিতার প্রত্যেকটা লাইন ছিল অসাধারণ।
আপনার প্রশংসামূলক মন্তব্য পড়ে উৎসাহ পেলাম ভাইয়া,ধন্যবাদ।