"বানর সমাচার"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।

বানর সমাচার:

IMG_20230719_200624.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে একটি অনুভূতি শেয়ার করবো।আসলে আচমকা বন-বাদারের কোনো প্রাণী শহর ও গ্রামে ঢুকে পড়লে তাকে দেখে যে অনুভূতিটা হয় মানুষের মনে সেটাই প্রকাশ করবো আজ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।যাইহোক তো চলুন শুরু করা যাক----



মাঝে মাঝেই পড়তে যাওয়ার জন্য আমাকে বেরিয়ে পড়তে হয় খুবই সকালে।মেঘলা আকাশ,আবহাওয়ার গতিবিধি ঠিক নেই।এমন সময়ে চোখে পড়লো এই বানরটিকে।সাধারণত এটাকে আমরা হনুমান বলি কিন্তু এরাও বানরের একটি প্রজাতি।মেঘলা আকাশ তাই একটু অন্ধকার হয়ে রয়েছে প্রকৃতি।বানরটি ঘরের চালে বসে ছিল অন্যদিকে ফিরে।তারপর আমি ছবি তোলার জন্য ফিরতে বললাম,বানরটিও ওমনি ফিরে তাকাল।তারপর খড়ের চাল থেকে নেমে দৌড়ে পালালো।

IMG_20230719_200601.jpg
হঠাৎ করেই এই প্রাণীগুলোকে দেখলে খুবই ভালো লাগে।আগে গ্রামে প্রায় বানর দেখতাম ছোট প্রজাতির।কিন্তু এই হনুমান এখন প্রায়ই চোখে পড়ে।কখনো একটি, কখনো দুইটি কখনো আবার পাঁচটি দলবেঁধে এলাকায় ঢুকে পড়ে।দক্ষিনেশ্বরে খুবই হনুমান দেখা যায়।যাইহোক একবার তো কলকাতার বারাসাতে থাকতে তিনটি বানর একসঙ্গে আসলো।বানরগুলি এই বাড়ির ছাদ থেকে ঐ বাড়ির ছাদে লাফ মারলো।বানরগুলি খুবই উপদ্রব করে।এইসব প্রাণীরা হঠাৎ করেই এলাকায় ঢুকলে চেঁচামেচি শুরু হয়ে যায়।রীতিমতো ওইদিন বিকেলেও হলো--এক বুড়ির বাড়িতে সিমগাছ লাগানো ছিল।একটি বানর বসে বসে গপাগপ সিমের পাতা ছিড়ে মুখে পুরতে লাগলো।বুড়ি তো চেঁচামেচি করা শুরু করে দিল---।

কেউ কেউ আবার ঘর থেকে রুটি ,কলা ও বিস্কুটের প্যাকেট বের করে ছুড়ে দিল ছাদে।বানররাও বিস্কুটের প্যাকেট ছিড়ে খেতে লাগলো।এরপর একজন বৌদি বানরকে বুড়ির গাছ থেকে সিম পাতা নিয়ে খেতে দিল।বানরটি উল্টে আচর দিতে আসলো।বৌদি তো ভয়ে দৌড় দিল।কিন্তু আমি সেই ছড়ানো ছিটানো পাতা তুলে বানরের দিকে এগিয়ে দিলাম বানরটি আমার হাত থেকে নিয়ে সিম পাতা খেয়ে নিল।

ছোট ছোট বাচ্চারা আবার বানর দেখলেই ঢিল ছোড়া শুরু করে দেয়।আর গাছে পাখিগুলো ও কিচিরমিচির করে ডেকে পাগল করে দেয়।তেমনি কুকুরগুলি ঘেউ ঘেউ করতেই থাকে।নতুন অতিথি এলাকায় আসলে যেন কেউ মেনে নিতেই চায় না।☺️☺️একবার তো শুনেছিলাম, একটি বানর দল ছাড়া হয়ে কলার ট্রাকে করে এসে গ্রামে ঢুকে পড়েছে।তারপর কলা গাছের কলা,মানুষের ঘরের আলুও রুটি চুরি করে খেয়ে নিয়েছে।জানি না কতটা সত্যতা আছে তার।

IMG_20230719_200644.jpg
কয়েকদিন আগের কথা।বাবা বাড়িতে নেই,আমরা সবাই ঘরের ভিতরে।হঠাৎ আমাদের ঘরের চালে ভর করে হাঁটার শব্দ শোনা গেল।ঘরের চাল যেন কেঁপে উঠছে সেই শরীরের ভারে এমন অনুভব হলো।এই অনুভবটা তখনই হয় যখন বাবা মাঝে মাঝেই ঘরের চালে ওঠে বিভিন্ন প্রয়োজনে।কিন্তু বাবা তো বাড়িতে নেই তাই সবাই ভাবলাম হঠাৎ এমন হাঁটার শব্দ কে করছে ঘরের চালে।বাইরে বের হয়ে ঘরের চালে তাকাতেই দেখলাম কেউ নেই।ততক্ষনে বানর মশাই চাল থেকে মাঠে নেমে পড়েছে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের পোষ্টটি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

💐💐ধন্যবাদ সকলকে💐💐

পোস্ট বিবরণ:

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58522.85
ETH 2614.85
USDT 1.00
SBD 2.43