"শিক্ষক দিবস পালনে কাটানো সুন্দর কিছু মুহূর্ত"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়। আমি আজ হাজির হয়েছি আপনাদের মাঝে আমার কাটানো সুন্দর কিছু মুহূর্ত ও অনুভূতি শেয়ার করার জন্য।সেটি হলো-"শিক্ষক দিবস পালনে কাটানো সুন্দর কিছু মুহূর্ত"।

গতদিন ৫-ই সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস।এই দিনে গোটা ভারতবর্ষ জুড়ে শিক্ষক দিবস পালিত হয়। এই দিনটি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে দেশ জুড়ে শিক্ষক দিবস পালিত হয়।তাই এই মহান মানুষকে স্মরণ করে এই দিনটি আমরাও শিক্ষক দিবস পালন করেছি আমাদের কলেজে।তবে আমরা শুধুমাত্র আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্ট মিলে এই শিক্ষক দিবস পালন করেছি।

IMG_20220906_184742.jpg
লোকেশন

জীবনের প্রথম শিক্ষক হলেন মা এবং বাবা।প্রতিটি মুহূর্তে মুহূর্তে একটি পা চলার ক্ষেত্রে মা-বাবার অবদান অনস্বীকার্য। মা-বাবাই আমাদের প্রাথমিক শিক্ষা দিয়ে থাকেন এবং পৃথিবীর আলো দেখান।তাদের হাত ধরেই একটু একটু উঠে দাঁড়ানো,বেড়ে ওঠা ও পথ চলা সবকিছুই।তাই এই দিনে আমার মা-বাবাকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই।মা-বাবার পরেই আমাদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলেন শিক্ষক ,যিনি জ্ঞানের আলো জাগিয়ে তোলেন আমাদের মনে।আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শিক্ষকদের ভূমিকা ও অপরিসীম।তাই আমি শিক্ষক দিবসে সকল শিক্ষকদেরকে প্রণাম ও সম্মান জানাই।

IMG_20220906_185916.jpg
লোকেশন

শিক্ষক দিবস যেমন শিক্ষকদের জন্য একটি বিশেষ দিন তেমনি সকল ছাত্র-ছাত্রীর জন্য ও খুবই স্পেশাল।এই দিনে কোনো বাঁধাধরা নিয়ম মেনে চলতে হয় না।সবাই সুন্দর সুন্দর শাড়ি পড়ে সাজুগুজু করে আসে।আমার ও খুবই ইচ্ছা ছিল শাড়ি পড়ার এই দিনে।কিন্তু ট্রেন ,বাস,টোটো করে অনেকটা পথ পাড়ি দিতে হবে তাই আর পড়ে যায়নি।তাছাড়া কয়েকদিন রেল লাইনে কাজ চলছে ,কোনো কোনো সময় ট্রেন অবরোধ চলছে আবার কখনো বা হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ করে দিচ্ছে।সবদিক বিবেচনা করেই 3 ঘন্টা অপেক্ষা করার পর আমি ট্রেন না পেয়ে বাস ধরে গেলাম গতদিন কলেজে।বাসে ও খুবই ভিড় ঠেলে যেতে হলো,যাইহোক সেদিক থেকে আমি শাড়ি না পড়েই ভালো করেছি।

IMG_20220906_194315.jpg

IMG_20220906_194338.jpg

IMG_20220906_194402.jpg
লোকেশন

আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্ট এ সকলে দিদিদের সঙ্গে কক্ষ সাজিয়েছিল বেলুন দিয়ে ।কেউ আবার ব্ল্যাক বোর্ডে সুন্দর করে ফুল একে আবার কেউ বাড়ি থেকে শিক্ষক দিবসের ওয়ালমেট তৈরি,ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবি,রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র অঙ্কন করে নিয়েছিল বাড়ি থেকে।তারপর 12 টার দিকে শুরু করা হয় শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠান,একে একে সকল স্যার ও ম্যামরা কক্ষে প্রবেশ করলে তাদের সম্মান জানিয়ে শুরু করা হয় রবীন্দ্রসংগীত গাওয়া,নৃত্য পরিবেশন করা।কখনো আবার ফিরিঙ্গি গানে নাচ পরিবেশন ,আবার কখনো ভাটিয়ালি গান গাওয়া।আবার একজন দিদি কবিতা আবৃত্তি ও করেছিল।শুনতে ও দেখতে বেশ ভালোই লাগছিল।আর এইসবই আমাদের সেমিস্টারের মেয়েরা ও আমাদের সিনিয়র দিদিরা পরিবেশন করেছিল।

IMG_20220906_194435.jpg

IMG_20220906_195542.jpg

IMG_20220906_204320.jpg
লোকেশন

এরপর একে একে আমাদের স্যার ও ম্যামরা গান গাইলেন,বক্তৃতা দিলেন এবং সুন্দর কবিতা আবৃত্তি করলেন।সব স্যারদের ও ম্যামদেরকে গিফট দেওয়া হলো সম্মানপূর্বক।সবশেষে স্যার ও ম্যামদের সঙ্গে আলাদা আলাদা করে ছবি তুলে এবং আমাদের সেমিস্টারের সকলে মিলে ছবি তুলে অনুষ্ঠান শেষ করা হলো।এরপর শুরু হলো সকলের ছবি তোলার ধুম।

IMG_20220906_190022.jpg

IMG_20220906_191542.jpg

IMG_20220906_191635.jpg
লোকেশন

সবাই মিলে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়ে ছবি তোলা শুরু করলো।যদিও আমি তেমন নিজের ছবি তুলতে পছন্দ করি না।তবুও সকলে মিলে বেশ হাসি,ঠাট্টাও মজা করেই ছবি তুললো।সবাই মিলে এ রুম থেকে ও রুমে ঘুরতে ঘুরতে ফাঁকা রুমে ছবি তোলা শুরু করে দিল।বেশ আনন্দময় ছিল গতদিনের মুহূর্তগুলো।

IMG_20220906_185752.jpg

IMG_20220906_185604.jpg
লোকেশন

তো এভাবেই আমরা শিক্ষক দিবস পালনের সঙ্গে সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিলাম।প্রতিটি ছাত্র -ছাত্রীর মনে সর্বদা শিক্ষকদের জন্য ভালোবাসা,শ্রদ্ধা ও সম্মান জাগ্রত থাকুক এই কামনায় শেষ করছি আজকের ব্লগটি।

আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

আপু আপনার শিক্ষক দিবসের গল্প পড়ে অনেক ভালো লাগল। আপনি ঠিক বলেছেন জীবনের প্রথম শিক্ষক হলো বাবা -মা পরে হলো শিক্ষক ,যিনি জ্ঞানের আলো জাগিয়ে তোলেন।শিক্ষক দিবসে শিক্ষকের যেমন বিশেষ দিন তেমনি সকল ছাত্র-ছাত্রীর জন্য ও খুবই স্পেশাল।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যের জন্য আপু।

 2 years ago 

মা-বাবার পরেই শিক্ষকের স্থান। শিক্ষক দিবস উপলক্ষে আপনার কাটানো মুহূর্তটুকু জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে। পাশাপাশি আপনার শ্রদ্ধার শিক্ষক এবং আপনার বন্ধু-বান্ধবীদের সাথে তোলা ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আমাদের সকলের উচিত আমাদের শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন করা এবং তাদের দেখিয়ে দেওয়া পথ অনুসরণ করে চলা।

 2 years ago 

আমাদের সকলের উচিত আমাদের শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন করা এবং তাদের দেখিয়ে দেওয়া পথ অনুসরণ করে চলা।

ঠিক বলেছেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত তুলে ধরার জন্য।

 2 years ago 

আপনাদের শিক্ষক দিবস পালন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন দেখে আমি বিমোহিত। আপনি শাড়ি না পরলেও আপনাকে খুব সুন্দর দেখাচ্ছিল। টিচারদের সাথে এত ভাল মুহুর্ত কাটানো আসলে ভাগ্যের ব্যপার। আপনাদের টিচারদের প্রতি শ্রদ্ধা দেখে আমার খুবই ভাল লাগছে। সবাই গান, আবৃতি, নাচ করেছে দেখতে ভাল লাগছে। সকল টিচারদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। ধন্যবাদ দিদি।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য,অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে শিক্ষক দিবসের দিন টা আমার কাছে সত্যিই স্মরণীয় একটি দিন। আর আপনারা এত সুন্দর ভাবে পালন করেছেন দেখে আরও বেশি ভালো লাগলো। একটি কথা ঠিকই বলেছেন আসলে শাড়ি পড়ে আসলে বিভিন্ন গাড়িতে করে আসলে কিন্তু অসুবিধা হয়। কিন্তু আপনাদের ওইখানে এমনিতেই ট্রেনের ঝামেলা চলছে। জামা পড়েছেন দেখেও আপনাকে বেশ সুন্দর দেখাচ্ছে। শিক্ষক এবং বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। বেশ ভালো লাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু,আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41