"দেবী মা সরস্বতী পূজায় কাটানো কিছু মুহূর্ত"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

সকলকে মা সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

নমস্কার, বন্ধুরা কেমন আছেন আপনারা?আশা করি দেবী মায়ের আশীর্বাদে সকলেই ভালো ও সুস্থ আছেন।আজ আমি কোনো রেসিপি বা কোনো অঙ্কন শেয়ার করবো না বরং সরস্বতী পূজাই কাটানো কিছু সুন্দর মুহূর্তের অনুভূতি শেয়ার করবো।

আজ দেবী মা সরস্বতী পূজা।প্রত্যেক বছর মাঘ মাসের বসন্তকালের শুক্লা পঞ্চমী তিথিতে করা হয় মা সরস্বতী পূজা।একে বসন্ত পঞ্চমী ও বলা হয়।মা সরস্বতী বিদ্যার দেবী,সুরের দেবী ,জ্ঞানের দেবী, বুদ্ধির দেবী এবং শিল্পের দেবী ।সুর ও সংগীতের দেবী বলে সরস্বতী মায়ের আরেকটি নাম বিনাপানি।এই পূজার দিন ছোট ছোট ছেলেমেয়েদের হাতে খড়ি দেওয়া হয় মানে প্রথম হাত ধরে অক্ষর লেখানো হয়।এইদিন মা দেবীসরস্বতী শ্বেত হংসে বা সাদা হাঁসের পিঠে চেপে পৃথিবীতে আগমন করেন।আকাশে বাতাসে নতুন আগমনী বার্তা দেখা যায়।গাছে গাছে ফোটে পলাশ ফুল।

IMG_20220205_183642.jpg
লোকেশন

পূজায় কাটানো অনুভূতি:

আমাদের বাড়ি থেকে প্রায় দেড় থেকে 2 কিলোমিটার দূরে একটি দশালী সরস্বতী পূজা উদযাপন হয়।আমরা ও সেই দশালী পূজার সঙ্গে যুক্ত।তবে পূজায় অঞ্জলি দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না।কারন কয়েকদিন ধরে আবহাওয়া খুব খারাপ।তবে আজ আবহাওয়া বেশ ভালো ছিল।তাছাড়া আমাদের দশালী পূজার ঠাকুর আসবে দুপুর ২টার সময় ফলে অনেকটা পর পূজা শুরু হবে।আমার মাঝে মাঝে রাতে খাওয়া হয় না, গতকাল রাতে ও আমার ভাত খাওয়া হয় নি।তাই ভাবলাম পূজা যখন অনেকটা দেরিতে তাহলে অঞ্জলিটা ভালোভাবেই দেওয়া যাবে।কারণ সববছর পূজা সকাল সকাল হয় তাই ঠান্ডায় অঞ্জলি দেওয়া ভারী মুশকিল হয়ে যায়।তাই গতকাল রাত থেকে না খেয়ে অঞ্জলি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম।যেমন ভাবা তেমন কাজ,হঠাৎ পরিকল্পনা আরকি!

IMG_20220205_184519.jpg

সমস্যাটি হলো আমি কি পরে যাবো সেটি নিয়ে।আমাদের বাড়ি একটু ফাঁকা জায়গায়।তারপর আমি শাড়ি পড়তে পারি না, মাও অন্য কাউকে শাড়ি পড়াতে পারে না।কি আর করা,ইউটিউব ভিডিও দেখে নিলাম একবার।তারপর লেগে পড়লাম নিজেই শাড়ি পড়তে।সচরাচর শাড়ি পরা হয় না, যদিও আগে হতো দুই একবার সেটিও অন্য কাউকে দিয়ে।যাইহোক কোনোরকম দুইবার চেষ্টার পর তিনবারের বার কোনোরকম পড়তে সক্ষম হলাম।এই প্রথমবার আমার শাড়ি পড়ার অভিজ্ঞতা হলো।তারপর একটু সাজুগুজু করে মা ও বাবার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পূজা দেখতে।রাস্তায় ঝড়ো হাওয়া বইছিল, আমাদের বাড়ি থেকে দুই কিলোমিটার পায়ে হেঁটে গেলাম পূজায় অঞ্জলি দিতে।

IMG_20220205_183528.jpg

IMG_20220205_183157.jpg

পূজামণ্ডপে গিয়ে এক বোনের সঙ্গে দেখা হলো।তারপর আমরা সবাই মায়ের অঞ্জলী দিলাম ।পূজা শেষে মাকে প্রণাম করে আমার মনোবাসনার কথা জানালাম।তারপর ঠাকুরদা/পুরোহিতের কাছ থেকে সিঁদূরের ফোঁটা নিলাম কপালে।তারপর দেবীমাকে ছবি তুললাম ও বোনের সঙ্গে ছবি তুললাম কয়েকটি।সবশেষে মায়ের প্রসাদ নিয়ে সবার সঙ্গে কথা বলে বাড়ি চলে আসলাম হেঁটে হেঁটে।বেশ কেটেছিল পূজার মুহূর্তটি।

IMG_20220205_224413.jpg

IMG_20220205_184709.jpg
লোকেশন

দেবী মা সরস্বতী সকলের চেতনাকে জাগ্রত করুক এই কামনায় শেষ করছি আজকের মতো ব্লগটি।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।ধন্যবাদ সবাইকে।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

স্বরসতি পুজার শুভেচ্ছা রইল দিদি।

উৎসব মানেই আনন্দ আপনি অসাধারন দারুন একটি মুহুর্ত কাটিয়েছেন।আর আপনাকে অনেক মিষ্ট লাগছে দিদি।শুভ কামনা

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।

 2 years ago 

মা সরস্বতীর চেতনায় বিকশিত হোক সকল জ্ঞানের ভান্ডার। জাগ্রত হোক সকল সু বিবেকের। এমন প্রত্যাশা সকলের।


সরস্বতী পূজায় খুব দারুন মুহুর্ত কাটিয়েছেন। আপনার আনন্দঘন মুহূর্তের বর্ণনা দেখেই বোঝা যাচ্ছে, দিনটি আপনার কাছে ছিল খুবই চমৎকার এবং উৎসব মুখর।
  • √ধন্যবাদ এমন সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন। ভালোবেসে পাশাপাশি থাকা হোক সকলের।
 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 
  • √শুভকামনা ও ভালবাসা রইলো।
 2 years ago 

আপনার জন্য ও শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

ভালবাসা অবিরাম শ্রদ্ধেয়।

 2 years ago 

💐

 2 years ago 

🥳

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো সাথে সুন্দর সুন্দর ছবিগুলো পোস্টকে আরো আকষর্নীয় করে তুলেছে। আপনি অনেক ভালো সময় কাটিয়েছেন আপনাকে দেখেই বুঝা যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ দিদি আপনার সুন্দর মুহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, দারুণ সময় কেটেছিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

দেবি মা সরস্বতী পূজায় আজকে আমি ও গিয়েছিলাম আপু, আমি কখনো এই পূজা দেখিনি তাই আর দেখার খুব ইচ্ছে হলো তাই আর কি গেলাম। আপনার পূজায় কাটানোর মহত্ত্ব গুলো মনে হয় অনেক ভালো ছিলো।আপনাদের পূজায় বেশ মজাই হয়। আপনি পরিবারের সাথে খুব সুন্দর করে পূজার আনন্দ উপভোগ করেছেন। দেখে খুবই ভালো লেগেছে। আপনার সুন্দর মহত্ত্বের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আশা করি আপনিও দারুণ সময় কাটিয়েছিলেন আপু,অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দেবী মাসরস্বতী ভালো সময় কাটিয়েছেন দিদি । তবে আপনার মনের বাসনা যেন পূর্ণ হয় সেই কামনাই করি দিদি । আর আপনাকে হলুদ শাড়িতে অনেক সুন্দর লাগছে দিদি ধন্যবাদ আপনাকে ❤️

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67475.08
ETH 3475.54
USDT 1.00
SBD 2.65