Diy-এসো নিজে করি-"দেশলাই কাঠি দিয়ে তৈরি চায়ের কাপ ও পেয়ালা"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন।আজ আমি আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধেয় @rme দাদা আয়োজিত সপ্তাহব্যাপী diy প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।আর সেটি হলো -"দেশলাই বা মেঝের কাঠি দিয়ে চায়ের কাপ এবং পেয়ালা তৈরি"।

CollageMaker_20211009_200844583.jpg
আমার লোকেশন

বন্ধুরা, চায়ের কাপ বা পেয়ালা আমাদের দৈনন্দিন জীবনে নিত্য দিনের সঙ্গী।যার গুরুত্ব অপরিসীম।সকাল ও সন্ধ্যা সবসময় আমাদের খাওয়ার কাজে ব্যবহার করা হয়।এটি আমাদের জীবনের একটি অংশ হিসেবে কাজ করে বলা যায়।চায়ের কাপ ও পেয়ালা বিভিন্ন মানুষের বা অতিথি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের বিনোদন হিসেবে তৃষ্ণা মেটাতে।এমন অনেক মানুষ আছেন যারা দিনে অনেক বার চা পান করেন ফলে দিনের সব সময় চায়ের কাপ বা পেয়ালাকে কাজে লাগান।যাইহোক আর কথা না বাড়িয়ে চলে যাবো দেশলাই কাঠি দিয়ে জিনিস তৈরি করতে।বন্ধুরা, আমাদের জীবনের কোনো কিছুই ফেলনা নয়,সব ছোট ছোট জিনিসের গুরুত্ব রয়েছে।যদি আমরা তার সঠিক মূল্য দিতে পারি।তো চলুন শুরু করা যাক----

★উপকরণ:

1.দেশলাই বা মেঝের কাঠি
2.শাড়ীর কাগজের সিল
3.আঠা
4.কেচি
5.জুতার বাক্সের কাগজ
6.আকাশি রঙের কাগজ
7.বড়ো চুমকি
8.ছোট চুমকি

★পদ্ধতি:

ধাপঃ 1

CollageMaker_20211009_192758160.jpg
আমার লোকেশন

●প্রথমে আমি চায়ের কাপ ও পেয়ালা তৈরির জন্য সব উপকরণগুলি নিয়ে নিলাম।যেমন- দেশলাই কাঠি,শাড়ির কাগজের সিল ,কেচি, আঠা ইত্যাদি।

ধাপঃ 2

CollageMaker_20211009_193020588.jpg

●এবার শাড়ির কাগজের সিল নিয়ে তার সাদা অংশে আঠা লাগিয়ে নিলাম চারিপাশে।এরপর একটি করে দেশলাই কাঠি নিয়ে আঠার উপর লাগিয়ে দেব।

IMG_20211009_104318.jpg
আমার লোকেশন

ধাপঃ 3

CollageMaker_20211009_193148430.jpg

●সাদা কাগজের মধ্যে বৃত্তের মতো দূরত্ব রেখে দেশলাই কাঠি সাজিয়ে বসিয়ে দেব।

ধাপঃ 4

IMG_20211009_110813.jpg
আমার লোকেশন

IMG_20211009_111701.jpg

●একটি একটি দেশলাই কাঠি নিয়ে ঘুরিয়ে চারিপাশ আঠার সাহায্যে বসিয়ে নেব।

ধাপঃ 5

IMG_20211009_112756.jpg
আমার লোকেশন

CollageMaker_20211009_193330825.jpg

●তো আমার পেয়ালার নিচের অংশ বানানো হয়ে গেছে।সব কাঠি কাগজের গায়ে বসিয়ে দিয়ে।

ধাপঃ 6

CollageMaker_20211009_193542242.jpg

●এরপর আমি দেশলাই কাঠির সাদা অংশে একটু আঠা লাগিয়ে আগে তৈরি করা দুটি দেশলাই কাঠির মাঝখানে বসিয়ে দেব একটু শূন্যের পরে উঁচু করে।

ধাপঃ 7

IMG_20211009_210802.jpg
আমার লোকেশন

●তো এভাবে চারিপাশ ঘুরিয়ে কাঠি বসিয়ে নেব।

ধাপঃ 8

CollageMaker_20211009_193808836.jpg

●এভাবে একটি কাঠির মাথায় আঠা দিয়ে দুটি বারুদ ফাঁকা করে নিয়ে তার মাঝে উঁচু করে বসিয়ে দেব কাঠিটি।

ধাপঃ 9

IMG_20211009_210843.jpg
আমার লোকেশন

●চারিপাশ একইভাবে বসিয়ে নিলাম।

ধাপঃ 10

CollageMaker_20211009_193940065.jpg

●তো আমার পেয়ালা তৈরী করা হয়ে গেছে পুরোপুরি।

IMG_20211009_210937.jpg
আমার লোকেশন

●এই যে আমার সম্পূর্ণ তৈরি পেয়ালাটি।

ধাপঃ 11

CollageMaker_20211009_194251236.jpg

●এবার আমি একটি জুতার বাক্সের পুরো কাগজ নিয়ে কিছুটা অংশ কেটে নিলাম কেচি দিয়ে।কাগজের উপরের সাদা প্লেইন অংশ ছিড়ে ফেলে দিয়ে ভিতরের ঢেউ অংশের কাগজটি নিলাম।এরপর আকাশি রঙের কাগজ নিয়ে কেচি দিয়ে কেটে আঠা দিয়ে কাগজের গায়ে লাগিয়ে নেব।

ধাপঃ 12

CollageMaker_20211009_194400098.jpg
আমার লোকেশন

●আমি এরপর কেচি দিয়ে কিছু দেশলাই কাঠি মাঝ বরাবর কেটে ছোট করে নেব।তারপর কাপের কাগজের গায়ে আঠা লাগিয়ে বসিয়ে দেব দুই পাশ বরাবর।একটি বারুদ উপরে ও একটি নীচে এভাবে চারিপাশ দেশলাই কাঠি বসিয়ে শেষ প্রান্তে একটি ডিজাইন তৈরি করে নেব কাপের গায়ে।

ধাপঃ 13

CollageMaker_20211009_194503957.jpg

●এবার আমি কিছু চুমকি নেব ছোট ও বড়ো সাইজের।বড়ো সাইজের চুমকিগুলি বেছে নিয়ে কাপের গায়ের মাঝখানে সাদা অংশে ঘুরিয়ে চারিপাশে বসিয়ে নিলাম আঠা দিয়ে।

ধাপঃ 14

IMG_20211009_211802.jpg
আমার লোকেশন

●আমার কাপের গায়ের শেষপ্রান্তে ডিজাইন দেশলাই কাঠি দিয়ে ।

ধাপঃ 15

IMG_20211009_211819.jpg

IMG_20211009_211832.jpg

●চায়ের কাপের উপরের অংশে ছোট চুমকিগুলি আঠা দিয়ে চারিপাশে বসিয়ে দিলাম।

ধাপঃ 16

CollageMaker_20211009_194627268.jpg
আমার লোকেশন

●তো চুমকিগুলি চারিপাশে আঠার সাহায্যে বসানো হয়ে গেল।

ধাপঃ 17

CollageMaker_20211009_194832684.jpg

●আবার একটুকরো নীল কাগজ কেটে ঢেউ কাগজের উপর জড়িয়ে কাপের হাতল তৈরি করে নিলাম এবং কাপের হাতলের গায়ে তিনটি বড়ো সাইজের চুমকি বসিয়ে দিলাম আঠা দিয়ে।

ধাপঃ 18

CollageMaker_20211009_194936654.jpg
আমার লোকেশন

●আবারো নীল রঙের কাগজ কাপের নিচের মাপে গোল করে কেটে নিয়ে তার উপরে আঠা লাগিয়ে দিলাম চারিপাশে।

ধাপঃ 19

CollageMaker_20211009_195107485.jpg

●এবার চায়ের কাপের নিচে আঠা লাগানো কাগজটি লাগিয়ে নিলাম।

ধাপঃ 20

CollageMaker_20211009_195311760.jpg
আমার লোকেশন

●তো তৈরি হয়ে গেল আমার চায়ের কাপটি সম্পূর্ণভাবে।

ধাপঃ 21

IMG_20211009_211849.jpg

CollageMaker_20211009_195836355.jpg
আমার লোকেশন

●চায়ের কাপটি পেয়ালার উপর বসিয়ে দিলাম।তো আমি চায়ের কাপ ও পেয়ালা দুটোই বানিয়ে ফেললাম।

ধাপঃ 22

IMG_20211009_211933.jpg

●চায়ের কাপ ও পেয়ালার বেশ কিছু ছবি তুললাম ইচ্ছে মতো।এটি কাপের সামনের ডিজাইন।

ধাপঃ 23

IMG_20211009_212010.jpg
আমার লোকেশন

●হাতে ধরা শুধুই চায়ের কাপ।

ধাপঃ 24

CollageMaker_20211009_195924728.jpg

●বিভিন্ন ভাবে চায়ের কাপ ও পেয়ালার ছবিগুলো।

ধাপঃ 25

IMG_20211009_212027.jpg
আমার লোকেশন

●হাতে ধরা চায়ের কাপ ও পেয়ালা।

IMG_20211009_211955.jpg
আমার লোকেশন

শেষমেশ আমি একটি চায়ের কাপ ও একটি পেয়ালা তৈরি করলাম দেশলাই কাঠি দিয়ে।

আশা করি আমার" দেশলাই বা মেঝের কাঠি দিয়ে তৈরি চায়ের কাপ ও পেয়ালাটি" আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো এবং সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

অসম্ভব সুন্দর এবং কঠিন একটি কাজ করেছেন আপনি, বেশ সময় লেগেছে এটা চোখ বুঝেই বলে দেয়া যায়। কারন আমি জানি এগুলো খুব সহজ বিষয় না। আপনার দক্ষতা এবং ধৈর্যশক্তির প্রশংসা করতেই হবে আপু। বেশ বানিয়েছেন, আমার কাছে দারুণ লেগেছে। ধন্যবাদ

 3 years ago 

হ্যাঁ ভাইয়া, সময় একটু লেগেছে বটে।কিন্তু আপনাদের ভালো লাগা এবং মূল্যবান মন্তব্যে আমার বানানো জিনিসটি স্বার্থক হয়েছে বলে আমি মনে করি।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়ার জন্য।

 3 years ago 

এবারের ডাই ইভেন্টে এখন পর্যন্ত যতগুলো প্রজেক্ট তৈরি হয়েছে তার ভেতর অন্যতম সেরা হচ্ছে আপনার এই জিনিসটি। চমৎকার হয়েছে দেখতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার মূল্যবান মন্তব্য দ্বারা আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

বাহ্! দারুন সৌন্দর্যমন্ডিত একটা হাতের কাজ দেখছি। দিয়াশলাই এর কাঠিগুলো চারিদিকে সার্কেল এর মতো এইটা বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। পেয়ালা আর চায়ের কাপটা অনেক সুন্দর হয়েছে। ভেরি গুড।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা, আপনার মূল্যবান মন্তব্য শুনে অনুপ্রাণিত হলাম।

 3 years ago 

ওয়াও সত্যিই আপু অসাধারণ হয়েছে আপনার কাপ ও পেয়ালা।এটি তৈরি করতে প্রচুর সময় লেগেছে দেখেই বোঝা যাচ্ছে।আপনার বর্ণনাও ছিল খুবই সুন্দর।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

খুব সুন্দর তৈরী করেছেন কাপ প্লেট টি। এক কথায় অসাধারন। অনেক কষ্ট হয়েছে বোঝা যাচ্ছে কর্ম প্রক্রিয়া টি দেখে। ভাল থাকবেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।আপনি ও ভালো থাকবেন।

 3 years ago 

সৃজনশীলতা কাকে বলে ডাই ইভেন্ট প্রতিযোগিতা না থাকলে বুঝতাম নাহ।প্রত্যেকে বিভিন্ন ধরনের প্রতিভা নিয়ে হাজির হয়েছে।আপনি দিয়াশলাই কাঠি দিয়ে একটি চায়ের কাপ তৈরি করে ফেলেছেন। অসম্ভব সুন্দর হয়েছে আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া।অনেকের সুন্দর সুন্দর প্রতিভা ফুটে উঠেছে।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু চা কি ঠান্ডা খাওয়া যাবে নাকি গরম করে খেতে হবে সেটা একটু বলেন হাহাহা । সত্যি বলতে অনেক সুন্দর একটি চায়ের কাপ তৈরি করেছেন আপু। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আরও সামনের দিকে এগিয়ে যান ইনশাল্লাহ আমরা সবসময় পাশে থাকবো।

 3 years ago 

ঠান্ডা ও গরম চা দুই ভাবেই খাওয়া যাবে ভাইয়া।আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও আপু!!
এতো বেশি সুন্দর হয়েছে যে কি আর বলবো! জাস্ট অসাধারণ।
বুঝতেই পারছি আপনার অনেকটা সময় আপনি এই কাজে দিয়েছেন। অনেক বেশি সুন্দর লাগছে আর ইউনিক ও।

 3 years ago 

হ্যাঁ আপু,সময় একটু বেশি লেগেছে বটে।কিন্তু আপনাদের কাছে ভালো লেগেছে এটি জেনে আমি খুবই আনন্দিত।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

দেশলাই কাঠি দিয়ে তৈরি চায়ের কাপ ও পেয়ালা গুলো অনেক সুন্দর হয়েছে দিদি।আপনার মধ্যে সত্যি অনেক ক্রিয়েটিভিটি লুকিয়ে আছে মনে হচ্ছে আমার।আমার অনেক ভালো লাগলো দিদি।আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি দাদা।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

দিয়াশলাই কাঠি দিয়েছে এত সুন্দর চায়ের কাপ আপনি তৈরি করেছেন , এটা আমি কখনোই ভাবতেই পারিনি দিয়াশলাই দিয়ে এত সুন্দর জিনিস হয়। আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

হ্যাঁ ভাইয়া ,দেশলাই কাঠি দিয়ে আরো সুন্দর জিনিস তৈরি করা যায়।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুচিন্তিত মতামত জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64623.67
ETH 3421.73
USDT 1.00
SBD 2.51