আমার স্বরচিত কবিতা"ক্ষরণ"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।
আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি কবিতা নিয়ে আপনাদের মাঝে।সেটি হলো -"ক্ষরণ"।

sundew-drosera-fishing-journal-tentacle.jpg
সোর্স

কোনো কোনো সময় মানব জীবন এতটাই বিদীর্ণ বা ক্ষয় হয় যা কাউকে দেখানো যায় না,এটি শুধুই অন্তরের মধ্যে সীমাবদ্ধ থাকে।তাছাড়া আমরা একটি অভিনয় জগতের মধ্যে বাস করি যেখানে হাজার মানুষের কন্ঠ উদ্বেলিত হয়।অল্প ভালোবাসার মধ্যে কটুকথা শোনায়।যে ব্যাথাগুলি বৃষ্টি হয়ে ঝরে পড়ে মানুষের অন্তরালে।তখনই কবিতার ছন্দ, গানের সুর ও কল্পনার জগৎ আবিস্কার হয় মানুষের মনে।যেখানে সাজানো থাকে গুচ্ছ গুচ্ছ দ্রৌপদীর বস্ত্রহরনের মতো অন্তরের দগ্ধ যন্ত্রণা বা ক্ষরণ।তো এই ভাবনাতে লিখে ফেললাম কয়েক লাইন।তো চলুন শুরু করা যাক---

ক্ষরণ

বজ্রপাতের ধ্বনি
শুনেছো?
ওকি সত্যি ধ্বনি?
অভিনয়ের জগতে কলরব?
তুমি কি কিছুটা ও
তুমি কি কিছুটা ও বুঝেছো?
না,কি শুধু রঙিন আকাশ দেখেছো.....
হ্যাঁ আকাশ।
শুধু আকাশকে ভালোবাসে।
অল্পেই ভালোবেসেছো.....
অধিক করেছো অনির্বচনীয় কথা।
কিন্তু বোঝার চেষ্টা করোনি বৃষ্টির ব্যাথা।
আরও কবিতার ছন্দ....
প্রাণ মাতানো গানের সুর।
ওরাও জানে অভিনয়....
ওরাও ভাবে কল্পনায়।
ওরাও পড়েছে মহাভারত....
দেখেছে দ্রৌপদীর বস্ত্রহরণ
আর তুমি শুধু দেখলে আকাশ
অন্তরের ক্ষরণ।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  

অধিক করেছো অনির্বচনীয় কথা।
কিন্তু বোঝার চেষ্টা করোনি বৃষ্টির ব্যাথা।

অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রতিটি লাইন ছিলো অসাধারন। আমার খুব ভালো লেগেছে আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্যের জন্য।স্বাগতম আপনাকে💐.

 2 years ago 

অসাধারণ একটি কবিতা আমাদের সামনে উপস্থাপন করেছেন আপনি। সত্যিই মুগ্ধ হয়ে গেলাম আপনার কবিতা পড়ে। আসলে আমি নিজে কখনো এভাবে কবিতা লিখতে পারিনা। অসাধারণ ভাষা ছিল আপনার কবিতার লাইনের। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সত্যিই অনেক অনুপ্রেরণা পাই আপনাদের কাছ থেকে।অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কথা গুলো যেমন আমার কাছে খুব ভালো লেগেছে তেমনই কবিতাটিও আসলে খুব ভালো লেগেছে। আপনি ঠিক বলেছেন আসলে কখনো কখনো আমাদের জীবনে এতটাই বিদীর্ণ বা ক্ষয় হয় যা আসলে কাউকে দেখানো যায়না এটা আসলে মনের ভিতরে সীমাবদ্ধ থাকে। খুব সুন্দর একটি কবিতা লিখেছিলাম।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66625.38
ETH 3619.34
USDT 1.00
SBD 2.89