"ভিন্নস্বাদে কলার মোচাফুলের বড়া রেসিপি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?

আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো "ভিন্নস্বাদে কলার মোচাফুলের বড়া রেসিপি"।

IMG_20220131_181427.jpg

বড়া খাওয়ার ধুম

বন্ধুরা, শীতকাল মানেই গরম গরম বড়া বা পাকোড়া খাওয়ার ধুম পড়ে যায়।আর শীতকালে যেহেতু প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায়, তাই শীতকালে বিভিন্ন ধরনের সবজি দিয়ে পাকোড়া খেতে দারুণ স্বাদের হয়।কিন্তু আজ আমি কলার মোচা ফুলের বড়া তৈরি করেছি।যেটি সারাবছর পাওয়া যায়।তবে মোচা খাওয়ার পদ্ধতি অনেকে না জানার ফলে এবং মোচাতে আঠা থাকায় অনেকে এটি খেতে চান না।তবে মোচা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আজ আমি যে বড়া তৈরি করেছি সেটি ভাত দিয়ে ও খাওয়া যাবে।তো চলুন শুরু করা যাক---

IMG_20220131_180823.jpg

উপকরণসমূহ

উপকরণপরিমাণ
কলার মোচা ফুলের পাপড়ি9 টি
বেসন4 টেবিল চামচ
লবণ1/2 টেবিল চামচ
হলুদ1/3 টেবিল চামচ
গোটাজিরে1/3 টেবিল চামচ
লাল মরিচের গুঁড়া1 টেবিল চামচ
পেঁয়াজ কুচি1টি
কাঁচা মরিচ4 টি
সরিষার তেল60 গ্রাম
জলপরিমাণ মতো

প্রস্তুত প্রণালী

ধাপঃ 1

IMG_20220131_181714.jpg

●প্রথমে আমি কলার মোচার ফুল নিয়ে নেব।

ধাপঃ 2

IMG_20220131_174008.jpg

●এরপর মোচার খোলগুলি ছাড়িয়ে ফেলে দেব কিছু অংশ এবং মোচার সাদা অংশ বের করে নেব।

ধাপঃ 3

CollageMaker_20220131_174927342.jpg

IMG_20220131_174215.jpg

●মোচার পাপড়িগুলি বের করে নিয়ে একটি ছুরির সাহায্যে কেটে নেব ঠিক এভাবে।

ধাপঃ 4

IMG_20220131_174235.jpg

CollageMaker_20220131_175053103.jpg

●আবার একটা গোটাপাপড়ি নিয়ে প্রত্যেকটি পাপড়ির থেকে শক্ত ডাটি ফেলে দিয়ে নেব।

ধাপঃ 5

IMG_20220131_181307.jpg

IMG_20220131_174323.jpg

●তো এভাবে আমি সব পাপড়ির মধ্যে থাকা শক্ত ডাটি ছাড়িয়ে ফেলে দেব।

ধাপঃ 6

IMG_20220131_174416.jpg

●পাপড়িগুলো গোটা ধুয়ে নেব জল দিয়ে।

ধাপঃ 7

CollageMaker_20220131_175217186.jpg

●এবার আমি বটির সাহায্যে একটি পেঁয়াজ বড়ো করে কুচি করে নিয়ে লঙ্কাগুলি একটু চিরে নেব।

ধাপঃ 8

IMG_20220131_174453.jpg

●এরপর বেসন,লবণ ও হলুদসহ উপকরণগুলি নিয়ে নেব।

ধাপঃ 9

IMG_20220131_181329.jpg

●সব উপকরনে হালকা জল দিয়ে একটি বাটার তৈরি করে নেব।

ধাপঃ 10

IMG_20220131_174532.jpg

●এবারে বাটারের মধ্যে পাপড়িগুলি ডুবিয়ে রাখবো 30 মিনিট মতো।

ধাপঃ 11

CollageMaker_20220131_181238109.jpg

●30 মিনিট পর চুলায় একটি কড়াই ধুয়ে বসিয়ে দেব।কড়াইতে তেল দিয়ে গরম করে নেব।এরপর তেল গরম হলে তার মধ্যে মোচার পাপড়িগুলো দিয়ে দেব।

ধাপঃ 12

IMG_20220131_174810.jpg

●এরপর উল্টেপাল্টে ভেঁজে নেব বাদামি রঙের করে।

ধাপঃ 13

IMG_20220131_174821.jpg

●আমি এখানে কম বেসন যুক্ত করেছি কারন এটি ভাত দিয়ে পরিবেশন করবো বলে।তো আপনারা চাইলে বেশি বেসন ও যুক্ত করতে পারেন।মোচা ফুলের পাপড়িগুলি ভেঁজে নিয়ে একটি পাত্রে তুলে নেব।

ধাপঃ 14

IMG_20220131_181346.jpg

●এরপর আমি কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি হালকা করে ভেঁজে নেব।

সর্বশেষ ধাপ

IMG_20220131_180937.jpg

●এবারে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কাগুলি সাজিয়ে দেব প্লেটে।তো তৈরি করা হয়ে গেল আমার "গরম গরম কলার মোচা ফুলের বড়া রেসিপি"।এবারে এটি ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে, চাইলে এমনিও খাওয়া যায়।এটি কিন্তু খুবই মজার খেতে ,একদম ভিন্ন স্বাদের।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

আপু আপনার রেসিপিগুলো বরাবরই একটু ভিন্ন ধরনের। সবসময়ই আনকমন কিছু দেয়ার চেষ্টা করেন আপনি। যেমন আজকের এই কলার মোচার রেসিপি। কলার মোচা আমরা সাধারণত কুচি কুচি করে কেটে ভাজি হিসেবে খেয়ে থাকি। ফুলের চপ বা বড়া কখনো খাওয়া হয়নি। চমৎকার এই রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে কখনো কলার মোচা আনলে অবশ্যই এই পদ্ধতিতে খেয়ে দেখব।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, আমি একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করি প্রতিনিয়ত।তবে আমি ও সবসময় কুঁচি করে মোচা ভাজি খাই,এটি এই প্রথম করলাম।অবশ্যই এভাবে খেয়ে দেখবেন ভাইয়া,অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

যেকোনো বড়া খেতে খুব ভালো লাগে। কিন্তু মোচার ফুলের বড়া আমার কাছে একদম ইউনিক একটা রেসিপি। আপনি অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। আমার তো এই রেসিপিটি দেখেই ভালো লাগলো। মনে হচ্ছে খেতে অনেক সৃষ্টি হয়েছে। আমাদের মাঝে ইউনিট একটা রেসিপি নিয়ে আসার জন্য অনেক ভালো।

 2 years ago 

হ্যাঁ আপু,খেতে খুবই মজা হয়েছিল, খেয়ে দেখবেন এভাবে একদিন।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বেশ অনেকদিন বাদে কলার মোচা দেখতে পেলাম। কলার মোচা আমার খুবই পছন্দের। কলার মোচা ভাজি খেয়েছি, রান্না খেয়েছি তবে কলার মোচার ফুল দিয়ে যে বড়া বানানো যায় তা আজ প্রথম দেখলাম। কলার মোচার বড়া গুলো দেখেই জিভে পানি চলে আসলো। অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া, এটি আমার ও খুবই পছন্দের।আপনি এভাবে ট্রাই করতে পারেন।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
  • মোচাফুলের বড়া রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হয়েছে।তাই বারবার খেতে ইচ্ছা করছে আমি কলার মোচা ভাজি খেয়েছি কিন্তু এভাবে বড়া তৈরি করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম।পরবর্তীতে আমি তৈরি করব।আপনার জন্য রইল শুভকামনা।
 2 years ago 

হ্যাঁ ভাইয়া, খুবই সুস্বাদু।অবশ্যই তৈরি করে দেখবেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমাদের দিকে কলার মোচাকে তরুয়া বলে চিনে দিদি । তরুয়া খেতে খুবই মজার হয় আমি খেয়েছি অনেকবার । তবে এইভাবে বড়া বানিয়ে খাওয়া হয়নি । আপনার বড়া রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে । ধন্যবাদ দিদি আপনাকে

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, খুবই সুস্বাদু খেতে।তবে আপনার মাধ্যমে এর নতুন নাম জেনে ভালো লাগলো।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি কলার মোচা দিয়ে ভাজি খেয়েছি ।তবে এইরকম বড়া প্রথম দেখলাম।খুব ভালো লাগলো রেসিপিতি।প্রতিটি ধাপের অনেক সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া, এটি আমিও প্রথম তৈরি করলাম ।আপনি এভাবে ট্রাই করতে পারেন।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

কলার মোচা দিয়ে বড়া তৈরি করা যায় এটা আমি কখনোই জানতাম না। শুনেছিলাম কিন্তু আজকে দেখলাম আমার প্রিয় আপুর কাছ থেকে। সত্যিই অনেক ভালোলাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। মনে হচ্ছে খুব মচমচে হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 2 years ago 

ভাইয়া, এটি একটু কম মুচমুচে করেছি,ভাত দিয়ে খাওয়ার জন্য।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

নিঃসন্দেহে কলার মোচা অনেক মজাদার একটি খাবার। তবে আমি এভাবে কখনো কলার মোচা খাইনি। আমি সবসময় কলার মোচা আলু দিয়ে ভাজি করে খেয়েছি। কারণ এরকম খেতে আমার অনেক ভালো লাগে। আজ আপনার কাছ থেকে কলার মোচার নতুন একটা রেসিপি শিখলাম। ধন্যবাদ আপু আপনাকে শেয়ার করার জন্য

 2 years ago 

আমি কলার মোচা প্রায় ভাজি খাই,তবে আলু দিয়ে কখনো খাওয়া হয় নি।অনেক ভালো লাগলো জেনে,অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

  • ইউনিক ইউনিক সব রেসিপি দেখতে পারি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে। এমন আমার রেসিপি কখনো চিন্তাও করিনি, এ ধরনের রেসিপি হতে পারে। আপনার রেসিপিটি খুব ইউনিক ছিল। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপনার আজকের রেসিপি। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59190.13
ETH 3187.58
USDT 1.00
SBD 2.45