"Diy"এসো নিজে করি -"দেবী মা সরস্বতীর চিত্ৰ অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি একটি অঙ্কন শেয়ার করবো আপনাদের সঙ্গে।সেটা হলো-"দেবী মা সরস্বতীর চিত্ৰ"।

IMG_20220205_091100.jpg

আমি গতকাল সকালে একটি মা সরস্বতী দেবীর চিত্ৰ অঙ্কন করেছিলাম।কিন্তু অনেক ব্যস্ত থাকার কারণে ছবি আপলোড করা সত্ত্বেও পোষ্ট করা হয়নি।আবার পূজা দেখে এসে সন্ধ্যায় ভাবলাম আজকের কাটানো মুহূর্তটিই শেয়ার করি।আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ,যাইহোক গতকাল দেবী মা সরস্বতীর পূজা ছিল।কিন্তু এইবছর তিথি অনুযায়ী আজকের সকাল 7 টা থেকে 9 পর্যন্ত পূজার সময় ছিল।গতকাল পূজা হয়েছে ঠিকই কিন্তু তার রেশ আজকের পুরো দিনও থাকবে।কারণ আজ অনেক জায়গায় সবাইকে খিচুড়ি প্রসাদ বিতরন করা হয় মায়ের নামে।তো চলুন অঙ্কন শুরু করা যাক---

IMG_20220206_083645.jpg

উপকরন:

●পেন্সিল
●রবার
●কালো বলপেন
●লাল রঙের মাইক্রোটিভ পেন
●সাদা রঙের কাগজ
●স্কেল
●কাঁটা কম্পাস
●আকাশি রঙের পেন্সিল

অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20220205_090815.jpg

●প্রথমে আমি অঙ্কনের উপকরণগুলি নিয়ে নেব।

ধাপঃ 2

IMG_20220205_090830.jpg

●এবারে একটি স্কেল দিয়ে দুটো দাগ টেনে নেব একটু ফাঁকা রেখে পেন্সিলের সাহায্যে।

ধাপঃ 3

IMG_20220205_090848.jpg

●এবারে দ্বিতীয় ফাঁকা দাগটি ঘুরিয়ে বড়ো হাতের "ডি" চিহ্নের মতো মিলিয়ে দেব।এভাবে বিনা তৈরি করে নেব।

ধাপঃ 4

IMG_20220205_090858.jpg

●এরপর এটি পেন্সিল দিয়ে স্পষ্ট করে নেব।

ধাপঃ 5

IMG_20220205_090909.jpg

●এরপর বীনার মধ্যে একটি "অ" চিহ্নের মতো আঁকিয়ে নেব।তারপর দুটি করে দাগ দিয়ে নেব দুই জায়গায়।

ধাপঃ 6

IMG_20220205_090920.jpg

●বীনার মাথাটি বেঁকিয়ে একে নেব এবং দুটি বৃত্ত একে নেব।

ধাপঃ 7

IMG_20220205_090929.jpg

●এবারে বীনার মাথায় একটি গোল লক্ষ্মীঘটের মতো আঁকিয়ে নেব।

ধাপঃ 8

IMG_20220205_090940.jpg

●তো আমার বীনা আকানো হয়ে গেল এবং একটু ডিজাইন করে নেব ।

ধাপঃ 9

IMG_20220205_090952.jpg

●এবারে পেন্সিল সেপ করে নেব প্রতিটি দাগের ভিতরে।

ধাপঃ 10

IMG_20220205_091006.jpg

●এরপর দেবী সরস্বতী মায়ের একটি চোখ ও ভ্রু একে নেব।

ধাপঃ 11

IMG_20220205_091016.jpg

●এবারে দুটি চোখ ও ভ্রু একে নেব ।এবারে মায়ের নাকটি বীনার সঙ্গে লাগোয়া করে একে নেব।

ধাপঃ 12

IMG_20220205_091025.jpg

●এরপর কালো বলপেন দিয়ে ভ্রু ও চোখে একটু দাগিয়ে নেব।ভ্রুর মধ্যে পেন্সিল দিয়ে সেপ দিয়ে নেব।দেবী মায়ের কপালে লাল টিপ একে নিয়ে তার নিচে কালো ছোট টিপ একে নেব।

ধাপঃ 13

IMG_20220205_091033.jpg

●এরপর বীনার সঙ্গে লাগোয়া করে একটি হাঁসের মুখ একে নিয়ে হালকা আকাশি রং করে নেব।হাঁসের চোখ একে নেব কালো রঙের বলপেন দিয়ে।

সর্বশেষ ধাপ

IMG_20220205_091046.jpg

●সবশেষে আমি একটি কাঁটা কম্পাস দিয়ে অঙ্কনের চারিপাশে বৃত্ত একে নিয়ে অঙ্কনের নিচে আমার নাম লিখে নিলাম।তো আমার অঙ্কন করা হয়ে গেল"দেবী মা সরস্বতীর চিত্ৰ"।

★দেবীমা সরস্বতী সকলের মঙ্গল করুক★

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের অঙ্কনটি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

আপনি অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপু। আসলে আমি তো এই চিত্র গুলো সম্পর্কে বেশ বুঝিনা কিন্তু দেখেই আমার কাছে ভালো লেগেছে। মনে হচ্ছে সুন্দর করেই এঁকেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

  • আপনি খুব সুন্দর ভাবে এটি চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্র অংকন তুই আমার খুবই ভালো লেগেছে। পেন্সিল দিয়ে অঙ্কন করে এগুলো ফুটিয়ে তুলতে অভিজ্ঞতার প্রয়োজন হয়। আর আপনার অভিজ্ঞতা খুব ভালো রয়েছে। শুভকামনা রইল আপনার জন্য
 3 years ago 

@Narocky71 ভাইয়া,মনে হয় আপনি মন্তব্য করার আগে চেক করে নেননি।পরবর্তীতে অবশ্যই একবার পড়ে চেক করে নেবেন ।অনেক ধন্যবাদ আপনাকে, অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য।

 3 years ago 
দিদি মনি আপনি খুবই সুন্দর করে দেবী মাসরস্বতীর চিত্ৰ অঙ্কন করেছেন।জয় সত্যিই প্রশংসনীয় অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য এত চমৎকার একটি অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য।অন্তহীন ভালোবাসা সব সময়♥♥
 3 years ago 

অনেক ধন্যবাদ আপু,আপনার জন্য ও ভালোবাসা রইলো।💝

দেবী মাসরস্বতীর চিত্ৰ অঙ্কন টি ভালো হয়েছে। সুন্দর করে উপস্থাপন করায় আরো ভালো লেগেছে আমার কাছে। শুভকামনা দিদি।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া💐।

 3 years ago 

আপনার চিত্রাংকন টি খুব সুন্দর হয়েছে। আপনি প্রতিটি ধাপ বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার কাছে চিত্রটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ।ধন্যবাদ ও স্বাগতম আপনাকে💐।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

Thank you so much.💝💝

 3 years ago 

আপু আপনি পেন্সিল দিয়ে সুন্দর আর্ট করতে পারেন তা দেখে বোঝা যাইতেছে। আপু আপনি পেন্সিল দিয়ে দেবী মাসরস্বতীর চিত্ৰ অঙ্কন করেছেন। দেখতে অসাধারণ লাগতেছে আপু। সুন্দর একটি অংকন আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, অনুপ্রেরণা দেওয়ার জন্য।

 3 years ago 

আপনার চিত্রাংকন অনেক সুন্দর হয়েছে এবং চিত্রাংকনের প্রতিটি ধাপের ছবি দিয়ে যেভাবে বর্ণনা দিয়েছেন তাতে আপনার চিত্রাংকন সম্পর্কে ধারণা পেয়েছি।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

দিদি আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে দেবী মা সসরস্বতীর চিত্রাঙ্কন করছেন |মা স্বরস্বতীর হাতের বাঁশিটি খুবই সুন্দর লাগছে দেখতে দিদি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ❤️

 3 years ago 

ভাইয়া এটি বাঁশি নয়,বীনা।অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60699.39
ETH 2655.06
USDT 1.00
SBD 2.59