"প্রকৃতির কিছু আলোকচিত্র"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম "প্রকৃতির কিছু আলোকচিত্র" নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।বেশ কিছুদিন ধরে খুবই ভ্যাপসা গরম পড়ছে।গতকাল দীর্ঘ প্রতীক্ষা শেষে একটু বৃষ্টির মুখ দেখেছিলাম ।সেটিও আবার গুড়িগুড়ি,পরিবেশ কিছুটা শীতল হয়েছিল।যাইহোক চলুন আলোকচিত্রগুলি দেখে নেওয়া যাক---

IMG_20220712_111901.jpg

IMG-20220708-WA0001.jpg
লোকেশন

পরশুদিন একটু হাঁটতে বেরিয়েছিলাম প্রকৃতির কোলে।আমাদের বাড়ির সামনের মেঠো পথ ধরে হেঁটে গেলাম দাদার সঙ্গে মাঠের বড়ো তালবনে।প্রকৃতি যেন এখানে আপন মনে খেলা করছে ,দুধের মতো সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক।মনে হচ্ছিল যদি একটু মেঘ চাদরে চেপে উড়ে যেতে পারতাম স্বপ্নপুরীতে। সাদা মেঘের ভেলা জড়ো হচ্ছিল আর পাশের তালগাছটি মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল।সুন্দর দেখতে লাগছিল দৃশ্যটি।আবার কিছু তালগাছ সারি সারি দাঁড়িয়ে ,গাছের তাল এখনো পাক ধরেনি।

IMG_20220712_112000.jpg

মেঠো রাস্তার পাশে একটি ক্যানেল যাতে এখন কচুরিপানা ভর্তি হয়ে গেছে।ক্যানেলের ঐপাড়ে বিনাযত্নে বেড়ে ওঠা কিছু তাল গাছের চারা।নীল আকাশ জুড়ে সাদা মেঘের পাগলামিতে প্রকৃতি যেন নতুন রূপে সেজে উঠেছিল যা আমাকে মুগ্ধ করেছিল।

IMG-20220708-WA0005.jpg
লোকেশন

IMG_20220712_112025.jpg
লোকেশন

তালবনের পাশ দিয়েই অন্য ধর্মাবলম্বীদের প্রচুর জমি রয়েছে এই মাঠে।তাই তারা জমিতে সারি সারি ধানের বীজপাতা ফেলেছে।বীজপাতাগুলি বেশ বড়ো হয়ে গেছে।এইরকম নার্সারি করে ধানের সবুজ বীজপাতা দেখতে সত্যিই অসাধারণ লাগে।মনে হয় মাঠ জুড়ে নরম বিছানার চাদর। মাঠের মধ্যে কারেন্ট লাইন চলে গেছে সেলোমেশিন দিয়ে জল মাটির গভীর থেকে উপরে তোলার জন্য।এটা শুধুমাত্র চাষের জন্য ব্যবহার করা হয়।আর দূরে রাখাল কিছু গরু-ছাগলও চড়াচ্ছিল।

IMG_20220712_111940.jpg

IMG_20220712_112054.jpg
লোকেশন

প্রকৃতির মাঝে সময় কাটাতে কাটাতে কখন যে সন্ধ্যা হয়ে এলো তা ঠিক ঠাওর করতে পারলাম না।তাই সূর্যডোবার পূর্ব মুহুর্ত উপভোগ করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম।সময়টা ভালোই উপভোগ করেছিলাম প্রকৃতির ছায়ায়।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা:redmi note 10 pro max

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

প্রকৃতি ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রকৃতির ফটোগ্রাফি গুলো সবুজের সমারোহ যা দেখে অনেক ভালো লাগছে। এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

 2 years ago 

ধন্যবাদ আপু ।

 2 years ago 

গতকাল দীর্ঘ প্রতীক্ষা শেষে একটু বৃষ্টির মুখ দেখেছিলাম

আসলে এখন প্রকৃতি এমনই একটা আকার ধারণ করেছে কখন বৃষ্টি হচ্ছে বা কখন প্রচুর পরিমাণে গরম পরছে তাও বোঝা অনেক কষ্ট।

প্রকৃতির মাঝে থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে তাল গাছের ফটোগ্রাফি এবং ধান ক্ষেতের মধ্য দিয়ে আকাশের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

আপু আপনার আজকের ফটোগ্রাফি গুলো অসাধারন লাগছে।আসলে আপনি অনেক চমৎকার করে ক্যাপচার করছেন।দেখে আমি মুগ্ধ হলাম।ফটোগ্রাফী সাথে সাথে উপস্থাপনা দারুন। অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

প্রকৃতির সৌন্দর্য দেখলে মন ভরে যায়। আপনার আজকের ফটোগ্রাফার গুলো ভীষন ভালো লাগলো। মাঝখানে একটি তালগাছ থাকার কারণে ফটোগ্রাফি গুলো দেখতে আরো বেশি চমৎকার দেখাচ্ছে। প্রথম ধাপের কয়েকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you.💝

 2 years ago 

আপনার প্রাকৃতিক আলোকচিত্র দেখে আমার কাছে অসাধারণ লেগেছে। খুব সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করেছেন। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

 2 years ago 

আপু ঠিকই বলেছেন, ধানের সবুজ পাতা দেখতে মনে হচ্ছে মাঠ জুড়ে নরম বিছানার চাদর। খুবই চমৎকার আলোকচিত্র উপস্থাপন করেছেন। আপনার আলোকচিত্র গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ানো সেই সাথে অবারিত সবুজের মাঠ এক কথায় দারুন। অসাধারণ সুন্দর এই আলোচিত্র গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 2 years ago 

অসাধারণ কিছু আলোকচিত্র ক্যামেরাবন্দি করেছেন আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে ফটোগ্রাফি গুলা আসলে কোনটা থেকে কোনটাকে ভালো বলবো বুঝতে পারছি না তবে প্রথম ফটোটা দেখে ছোটবেলায় যখন উইন্ডোজ এক্সপি চালাতাম তখনকার কথা মনে হয়ে গেল ফটোটা একদমই এক্সপি ওয়ালেট এর মত।।

 2 years ago 

আপনার কাছে ছবিগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি অনেক চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার আমাদের মাঝে। আপনার প্রতিটি ফটোগ্রাফি আসলেই অসাধারণ। আকাশ আর গাছ যেন মিলেমিশে একাকার হয়ে আছে। ধন্যবাদ আমাদের মাঝে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,মিশ্রিত প্রকৃতি।অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60881.23
ETH 2600.77
USDT 1.00
SBD 2.56