Diy-"মাদুরের পাড় বাঁধানো"(10% বেনিফেসিয়ারী প্রিয় লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

শুভ দুপুর,কেমন আছেন বন্ধুরা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।
আজ আমি আবারো হাজির হলাম সম্পূর্ণ নতুন একটি diy নিয়ে আপনাদের মাঝে।সেটি হলো -"মাদুরের পাড় বাঁধানো"।

IMG_20220420_083411.jpg

আসলে যেকোনো দীর্ঘস্থায়ী জিনিস কিনলেই তার দায়িত্ব ফুরিয়ে যায় না কেনার সঙ্গে সঙ্গেই।সেগুলো দীর্ঘ থেকে আরো দীর্ঘস্থায়ী করে তোলার দায়িত্ব আমাদের।যেমনটা বহুল প্রচলিত একটি বাক্য- "স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন"।তেমনি মাদুর কিনে এভাবে ব্যবহার করলে এটি বেশিদিন স্থায়ী হবে না কারণ এগুলোর পাড় খুবই সাধারণভাবে সেলাই করা থাকে।এতে করে সময়ের পূর্বেই খুলে যায়।এইজন্য যাতে মাদুরটি বেশিদিন টিকিয়ে রাখা যায় তার জন্য এর পাড় বাঁধানো উচিত।আর গরমের সময় তো পাতির মাদুর খুবই আরামদায়ক, গরমে প্রকৃতির মাঝে গাছপালার সঙ্গে সঙ্গে মাদুরই একমাত্র সঙ্গী আমাদের।তাই সকাল সকাল লেগে পড়লাম কাজে।এখানে অবশ্যই সুতি কাপড় ছাড়া অন্য যেকোনো শক্ত কাপড়ের পাড় ব্যবহার করতে হবে।না হলে সুতি কাপড় নরম হওয়ার ফলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।তো চলুন দেখে নেওয়া যাক---

■উপকরণ:

1.মাদুর
2.শক্ত সাদা সুতা
3.সুই
4.কেচি
5.বিভিন্ন রঙের কাপড়ের সরু পাড়

■ তৈরির পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20220419_102331.jpg

●প্রথমে আমি একটি সাদা কাগজের উপর মাদুরটি বিছিয়ে পেতে নেব সমান করে।

ধাপঃ 2

CollageMaker_20220419_103722249.jpg

●এবারে আমি বিভিন্ন উপকরণগুলি নিয়ে নেব।যেমন- সুই ,সুতা ,কেচি ও কাপড়ের সরু পাড়।

ধাপঃ 3

CollageMaker_20220419_103751778.jpg

●এবারে আমি নির্দিষ্ট পরিমাপ করে সুতা কেটে নিয়ে সুইতে দুই ভাঁজ করে গেঁথে নিলুম।একটি কাপড়ের সরুপাড় নিয়ে একপাশ বেশি করে ভাঁজ করে নিলুম।

ধাপঃ 4

CollageMaker_20220419_103842936.jpg

●এরপর ভাঁজের কাপড়টি মাদুরের নিচে রেখে উপরে আবারো সরু করে ভেঁজে টাইট করে সেলাই করে নিলুম ঠিক এইভাবে।যাতে কাপড় কোথাও গুটিয়ে না থাকে।

ধাপঃ 5

CollageMaker_20220419_103928439.jpg

●এবারে মাদুরের পাশে অনেক সময় বাড়তি পাতি থাকে সেইগুলো সমান করে কেটে নেব কেচি দিয়ে।এছাড়া মাঝে মাঝেই সুইতে সুতা গেঁথে নিতে হবে।

ধাপঃ 6

IMG_20220419_104234.jpg

●তো এইভাবে আমি মাদুরের একপাশ সেলাই করে নিলুম।এরপর লাল পাড়ের কাপড় ফুরিয়ে গেলে আলাদা রঙের আর একটি কাপড় জুড়ে নিয়ে সেটিও একইভাবে সরু ও টাইট করে সেলাই করতে হবে।

ধাপঃ 7

IMG_20220419_103050.jpg

●সবথেকে মাদুরের চার কোন সেলাই করা খুবই কঠিন।এক্ষেত্রে আমি দুইপাশের কাপড় সমানভাবে না দিয়ে হালকা বেশি করে নিয়ে তেকোনা করে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি।

ধাপঃ 8

IMG_20220419_103119.jpg

●তো তেকোনা ভাঁজ করার ফলে আমার কাপড়ের পাড়টি গুটিয়ে নেই মাদুরের গাঁয়ে।বরং সুন্দর সমান হয়েছে।

ধাপঃ 9

IMG_20220419_103158.jpg

●এইভাবে আমি মাদুরের চারিপাশ সমান করে বিভিন্ন রঙের কাপড়ের পাড় দিয়ে সেলাই করে নিয়েছি।এখন মাদুরটির চারিপাশ সেলাই করার পরের দৃশ্য।

ধাপঃ 10

IMG_20220419_103210.jpg

●এবারে এটি আমি গুটিয়ে রেখে দেব। এটি মাদুরের নিচের অংশ অর্থাৎ আমি যেটা না দেখে শুধুমাত্র হাতের আন্দাজ করে ভেঁজে দিয়েছি।

সর্বশেষ ধাপ

IMG_20220420_080455.jpg

●এটিই মাদুরের উপরের অংশ।যেই অংশটি আমি বিছিয়ে নিয়েছিলাম এবং দেখে সরু করে সেলাই করেছিলুম ।মাদুরের এই অংশটিই আমরা ব্যবহার করবো।

আশা করি আমার "মাদুরের পাড় বাঁধানো" আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

কাজটি সুন্দর হয়েছে। এই ধরনের কাজ কে আমি খুবি পছন্দ করি। মূলত মাদুরের পাশ সেলাই না করলে ওখান থেকে খুলতে শুরু হয়। আর বাচ্চার টানতে টানতে বের করতে থাকে। বেশ সময় সাপেক্ষ এবং সুক্ষ কাজ। এই কাজ গুলো বাড়ীর ঠাকুমা কিংবা দিদি মা এরাই বেশী করে থাকে। ধন্যবাদ বোন । ভাল থাকবেন।

 2 years ago 

ঠিক বলেছেন দাদা বাচ্চারা টানতে টানতে মাদুরের কিনারা খুলে ফেলে,তবে আমাদের বাড়ি কোনো বাচ্চা নেই আপাতত।তবুও দীর্ঘস্থায়ী করার জন্য এইকাজ।ধন্যবাদ দাদা,আপনি ও ভালো থাকবেন।😊

 2 years ago 

অন‍্যরা আপনার পোস্ট কীভাবে গ্রহণ করবে তা বলতে পারব না। তবে আপনার পোস্ট টা কিন্তু শিক্ষনীয় ছিল আপু। আসলেই কোনো ভালো জিনিস কিনলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। সেটা যেন অনেকদিন দীর্ঘস্থায়ী হয় সেজন্য আমাদের কিছু দায়িত্ব থাকে। এই যেমন আপনি বাজার থেকে কিনে আনার পর বাড়িতে পাটিটা আবার সেলাই করেছেন। অনেক সুন্দর গুছিয়ে বোধগম্য করে লিখেছেন দিদি।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, কিছু জিনিস কেনার পর ও কাজ থেকে যায়।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জীবনে প্রথম দেখলাম কিভাবে এ কাজ সম্পন্ন করতে হয়। এর আগে কখনও আমি সরাসরি দেখি নাই বা ব্লগের মাধ্যমে দেখি নাই। আপনার থেকে একটা বিষয় আমি ভালোভাবে জানতে পারলাম এটা অবশ্য আমাদের এলাকাতে খিলি পার্টির নামে পরিচিত।

 2 years ago 

খিলি পার্টি দারুন নাম তো ,জেনে ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব ভালো একটি কাজ শিখিয়ে দিলেন আপু। এই কাজের অভিজ্ঞতা আগে কখনো ছিল না। আপনার পোস্টের মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। মাদুরের পাড় বাঁধানো যায় কিভাবে তা খুবই সহজ উপায়ে আমাদের দেখিয়ে দিলেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া, আমরা যখন মাদুর কিনি এভাবে পাড় বাঁধিয়ে ব্যবহার করি।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাদুরের পাড় বাঁধানো সুন্দর হয়েছে 👌
বেশ দারুন বুদ্ধি শেখালেন আমাদের।
এভাবে মাদুরুরের স্থায়িত্ব বৃদ্ধি পাবে।
ভালো ছিল আইডিয়া।

 2 years ago (edited)

হ্যাঁ ভাইয়া, এভাবে মাদুর ছিড়ে যাবে কিন্তু পাড় সুন্দর থাকবে শেষপর্যন্ত।ধন্যবাদ ভাইয়া😊

 2 years ago 

খুব সুন্দর একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন ।বিশেষত মাদুর গুলো কেনার পরে কিছুদিন ব্যবহার করলেই এর কিনারা গুলো আস্তে আস্তে খুলে যেতে থাকে। তবে এভাবে যদি বাঁধানো হয় তাহলে অনেক মজবুত হয় এবং দীর্ঘস্থায়ী হয় ।আপনি খুব সুন্দর করে পুরো পদ্ধতিটা তুলে ধরেছেন ।খুব ভালো লাগলো আপনার কাজে দক্ষতা দেখে।

 2 years ago 

হ্যাঁ আপু,মাদুরের কিনারা খুলে যায় বলেই এটা করলাম।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসাধারণ দিদি। সব সময় দেখি মাদুরের পাড় বাঁধানো থাকে কিন্তু কিভাবে বাধে সেটা জানে না। আপনার কাছ থেকে শিখে নিলাম আপু। খুব সুন্দর করে আপনি যে আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর করে এটি আপনার কাছ থেকে শিখে নেওয়া গেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

সব সময় দেখি মাদুরের পাড় বাঁধানো থাকে কিন্তু কিভাবে বাধে সেটা জানে না।

@aflatunn আপু সাধারণত মাদুরের যে সমস্ত সরু পাড় বাঁধানো থাকে সেটা মেশিনে করা হয় কিন্তু এটা আমরা বাড়িতে বেশিদিন ব্যবহার করার জন্য করে থাকি।যদিও সবাই এটা করেন না।ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে যেকোনো দীর্ঘস্থায়ী জিনিস কিনলেই তার দায়িত্ব ফুরিয়ে যায় না কেনার সঙ্গে সঙ্গেই।সেগুলো দীর্ঘ থেকে আরো দীর্ঘস্থায়ী করে তোলার দায়িত্ব আমাদের।

আপু আপনি একদম ঠিক কথা বলেছেন কোন জিনিস কেনার পর যদি নিজের মতো করে তৈরি করে নেওয়া হয় সেই জিনিসটি অনেক বেশী দীর্ঘস্থায়ী হয়। আপনি অনেক সুন্দর ভাবে মাদুরের পাড় বাঁধানোর কাজ করেছেন আপু। এর ফলে এই মাদুর আরো বেশি টেকসই হবে। ধন্যবাদ আপনাকে আপু আপনার কাজ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু,মাদুর বেশিদিন টেকসই হওয়ার সঙ্গে সঙ্গে এর কিনারাগুলি ও সুন্দর থাকে।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু, কোন জিনিস কিনলে সেটা দীর্ঘস্থায়ী করতে যেমন পদক্ষেপ নেওয়া টা ভালো, তেমনি কিন্তু অনেক সুন্দর লাগে জিনিসটি। আমার বাড়িতেও মা মাদুর কেনার পর এভাবে সাইটগুলো সুন্দর করে বাঁধাই করে নেয়। যাইহোক আপু ভালো ছিল আপনার উপস্থাপনা টি।

 2 years ago 

বাহ ,আপনার মাও এভাবে বাঁধাই করে মাদুর, জেনে খুবই ভালো লাগলো ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74