ছোটবেলায় কাকুর মুখ থেকে শোনা-"মজার একটি কৌতুক"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আমিও ভালোই আছি।আজ আমি @green015 আবারো আপনাদের সামনে হাজির হলাম একটি একেবারে ভিন্ন বিষয় নিয়ে।আজকে আমার ভাবনার বিষয় হলো ছোটবেলায় কাকুর মুখ থেকে শোনা-"মজার একটি কৌতুক"।

pexels-photo-3776561.jpeg
সোর্স

কৌতুক সম্পর্কে আমার অনুভূতি

কৌতুক হচ্ছে দারুণ বিনোদনের একটি বিষয়।যদিও এটি লেখা পড়লে অতটা ফুটে ওঠে না বা সেই আনন্দটা পাওয়া যায় না।যতটা একজন ব্যক্তি তার বাকপটুতার মাধ্যমে তার মুখে বলার অঙ্গভঙ্গি দিয়ে ফুটিয়ে তুলতে সক্ষম হন।ছোটবেলায় কৌতুক বিভিন্ন অনুষ্ঠান হলেই শুনতে পেতাম কিন্তু এখন আর এটি আলাদা করে সেইভাবে শুনিনা।কৌতুক একসময় খুবই জনপ্রিয় ছিল গ্রামবাংলায়।এখন অবশ্য 2 লাইনের জোকস বা কৌতুক শুনেই সবাই আনন্দ পায়।কিন্তু কৌতুকগুলি গল্পেরই একটি অংশ ছিল।এটির প্রধান উদ্দেশ্য ছিল---

মানুষকে হাসি ও আনন্দ দেওয়া।

পূর্বের কৌতুকগুলো একটু দীর্ঘ ছিল।কোনো কোনো কৌতুক খুবই শিক্ষণীয়ও হয়ে থাকে।বর্তমান সময়ে মানুষকে হাসানো ও আনন্দ দেওয়া খুবই কঠিন একটি কাজ।যাইহোক আমি দুটি কৌতুক জানি।যেটি ছেলেবেলায় দূর সম্পর্কের একজন কাকুর মুখে শুনেছিলাম তার চেহারা পুরোপুরি মনে না থাকলেও কৌতুক দুটি বেশ মনে আছে এখনও গল্পের মতো😊।ছোটবেলায় কত গল্পই না শোনা হয় কাছের মানুষের কাছ থেকে।সেই দুটি থেকে একটি কৌতুক উপস্থাপন করছি আপনাদের সামনে।আশা করি আপনারা কৌতুকটি পড়ে ,মন দিয়ে অনুভব করে, মজা ও আনন্দ পাবেন একটু হলেও।তো চলুন শুরু করা যাক--

★মজার কৌতুক★

আমাদের গ্রামের এক ছেলের নাম লালু।সে খুব দুস্টু ছিল😜।সে একদিন স্কুলে ক্লাসে দেরি করে ঢুকলো।তখন মাস্টারমশাই তাকে ডেকে বললেন🤓----

★লালু তুমি কেন আধঘন্টা দেরি করে ক্লাসে এসেছ? তোমার সময়⌚সম্পর্কে কোনো জ্ঞান নেই।

IMG_20220316_203307.jpg
সোর্স

😜উত্তরে লালু বললো----

স্যার আমি তো পরের ক্লাসের আধঘণ্টা আগে এসেছি আর এই ক্লাসে আধঘণ্টা পরে ।তাহলে তো সমান সমান আছে।😝😝

পরের ফিজিক্স ক্লাসে মাস্টারমশাই বললেন🤓----

★বলো তো লালু পদার্থ কাকে বলে?

😜উত্তরে লালু বললো-----

জানি না স্যার।

তখন মাস্টারমশাই বললেন🤓----

★অপদার্থ।যার ওজন ও আয়তন আছে তাকে পদার্থ বলে।অপদার্থ কোথাকার!

এরপর😜লালু বললো----

স্যার আমার তো ওজন ও আয়তন দুই-ই আছে।😆😆

পরের ক্লাসে মাস্টারমশাই বললেন🤓----

★পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি?

😜লালু পিছন থেকে চিৎকার করে বললো----

গরু।🐮🐮🐮🐮

মাস্টারমশাই বললেন🤓----

★গরু কেন?

এরপর😜লালু বললো----

তবে যে বলেন, অতি চালাকের গলায় দড়ি।😆😆

pexels-photo-8617731.jpeg
সোর্স
এভাবে দিন দিন লালুর দুস্টুমি বাড়তেই থাকে।পরে আরেকদিন ক্লাসে মাস্টারমশাই বললেন🤓----

★দেখ,এই আমার হাতে চক। উপর থেকে নিচে ফেলে দিলাম।

কেউ বুঝতে পারলো না।মাস্টারমশাই আবার---

ডাস্টার উপর থেকে নিচে ফেলে দিলাম।

তখন😜লালু বললো----

আমার হাতে এই গ্যাস বেলুন🎈🎈🎈🎈🎈 হাত থেকে ছেড়ে দিলাম উড়ে গেল।😆😆😆😆

লালু ছিল খুবই চালাক ও সরল প্রকৃতির একটি ছেলে।

তো আজ এই পর্যন্তই।আশা করি কৌতুকটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

যদিও এটি লেখা পড়লে অতটা ফুটে ওঠে না বা সেই আনন্দটা পাওয়া যায় না।যতটা একজন ব্যক্তি তার বাকপটুতার মাধ্যমে তার মুখে বলার অঙ্গভঙ্গি দিয়ে ফুটিয়ে তুলতে সক্ষম হন

ফ্রিদম ঠিক বলেছেন দিদি কথা বা অঙ্গভঙ্গির মাধ্যমে দেখলে বেশি আনন্দ পায়। তবে আপনার কৌতুক কি আসলেই মজার ছিল। লালু কে নিয়ে অনেক কৌতুক ছোটবেলায় পড়েছিলাম ‌। অনেকদিন পর কৌতুক পড়ে ভালই লাগলো দিদি । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ❤️

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।😊

 3 years ago 

দিদি খুব আনন্দ পেলাম কৌতুক শুনে। কৌতুক টি সত্যি অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের সামনে এত সুন্দর একটি কৌতুক উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, অনুপ্রেরণা দেওয়ার জন্য।

 3 years ago 

দারুন তো । হাসতে হাসতে জান গেল। কৌতক গুলো কোথায় পেলেন। খুবি ভাল লাগলো। ছোট বেলায় কৌতক বলতো আমার এক দাদা। খুবি হাসতাম কৌতক শুনে । সেই স্মৃতি মনে পড়ে গেল আবার। ধন্যবাদ বোন সুন্দর একটি বিষয় বাছাই করেছেন। শুভেচ্ছা।

 3 years ago (edited)

ছোটবেলায় একজন কাকু শুনিয়েছিলেন দাদা।তবে কৌতুক দুটি এখনো মনে আছে।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু সত্যি দারুন ছিল। প্রাণ খুলে হাসলাম কিন্তু কৌতুক পরিবেশন করা সত্যিই বিপদজনক। সম্পূর্ণ ইউনিক কৌতুক না হলে আপনি কিন্তু চুরির দায়ে অভিযুক্ত হতে পারেন। অতএব সাবধান। অনেকদিন পর এ ধরনের একটি পোস্ট দেখতে পেলাম। শুভকামনা রইল

 3 years ago 

কৌতুক পরিবেশন করা সত্যিই বিপদজনক। সম্পূর্ণ ইউনিক কৌতুক না হলে আপনি কিন্তু চুরির দায়ে অভিযুক্ত হতে পারেন। অতএব সাবধান।

ঠিক বলেছেন ভাইয়া সত্যিই বিপদজনক,এটি আমি জানি।আমি লেখার মধ্যে উল্লেখ করেছি এটি আমার ছোটবেলায় কাকুর মুখে শোনা কৌতুক।ছোটবেলায় গল্পসহ কত কিছুই না শোনা হয় কাছের মানুষের কাছে।তবুও আমাকে সাবধান করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমিও বলেছিলাম সংগৃহীত কিন্তু তাতে কাজ হয়নি। আমার নাম চৌর্যবৃত্তির খাতায় উঠে গিয়েছিল তাই আপনাকে সাবধান করলাম। আশা করি আপনার ক্ষেত্রে তা হবে না

 3 years ago 

ভাইয়া, কৌতুক তো কয়েক লাইনের শোনা মাত্র,কিন্তু কৌতুক সম্পর্কে আমার অনুভূতিগুলি 75% এর মতো পুরোপুরিই আমার নিজস্ব লেখা।

 3 years ago 

হাহাহা।

অনেক মজার ছিলো আর কৌতুক হলো আমাদের হাসি রেখা ধরে রাখার একটা উপায়।অনেক অনেক দারুন হয়েছে দিদি লালু বেচারা আসলেই অনেক দুষ্টু হাহাহা।ধন্যবাদ শেয়ার করার জন্য দিদি

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু খুব মজার বিনোদন দিলেন।আসলেই ভালো ছিলো।আমার ও অনেক কৌতুক পড়তে ভালো লাগে।আগে পেপার এ বিভিন্ন কৌতুক দিতো।আমি আগে ঐগুলো পড়তাম।ধন্যবাদ আপু আমাদের মাঝে বিনোদন শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

মজা পাইলাম, আপনার কৌতুকটি পড়ে আমার এই ডায়লগ টি মনে পড়ে গেল। সত্যিই আপু ভীষণ মজা পেলাম। আপনার কৌতুক পড়ছিলাম আর নিজের অজান্তেই হেসে ফেলেছিলাম। আপনার কৌতুকের মাধ্যমে আমাদের আনন্দ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আনন্দ দেওয়ার জন্যই তো কৌতুক ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হাহাহা 🤣🤣🤣
সত্যি দারুন ছিল আপু। অনেক মজা পেলাম আপনার কৌতুক টি পড়ে। অনেকদিন পর একটু অন্যরকম একটি পোস্ট দেখলাম। ধন্যবাদ আপু কৌতুক টি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।😊

সত্যিই অসাধারণ ছিল কৌতুক টি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেকদিন পর দেখলাম এরকম পোস্ট। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কৌতুক আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 91022.78
ETH 3148.10
USDT 1.00
SBD 2.96