"জলরঙে করা কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি শেষ পর্ব"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের ব্লগ নিয়ে।সেটি হলো-"জলরঙে করা কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি শেষ পর্ব"।

দুর্গাপূজা বাঙালি তথা হিন্দুদের সবথেকে বড়ো উৎসব।আর এই দুর্গাপূজা শেষ হয়ে গেলেও তার স্মৃতি থেকে গেছে আমাদের ফোনে।এই বছরের দুর্গাপূজার আরো কিছু ফটোগ্রাফি আমি শেয়ার করে নেব আপনাদের সঙ্গে।এই পেইন্টিং এর মাধ্যমেই শেষ হয়ে যাবে আমার দুর্গাপূজাতে তোলা জলরঙের ফটোগ্রাফীগুলি।আসলে পূজার সময় প্রচুর পরিমানে বৃষ্টি হয়েছিল বলে অনেক পেইন্টিং বৃষ্টিতে ভিজে পন্ড হয়ে গিয়েছিল।তাই সেগুলো তোলা যায়নি,যাইহোক কিছু পেইন্টিং এর ছবি আমি আপনাদের সঙ্গে ইতিমধ্যে শেয়ার করে ফেলেছি।পুলিশ লাইন আবাসিক বৃন্দ দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা থেকে ছবিগুলো তোলা হয়েছে।এই কমিটির থিম মূলত বাঙালিয়ানার সাধারণ ঘরোয়া সংস্কৃতি বা জীবনযাত্রাকে পেইন্টিং এর আদলে তুলে ধরা হয়েছিল।আর প্রতিটি ছবি ও চিত্রকর্মগুলি দেখার মতো ছিল, কারণ প্রত্যেকটি ছবিই আলাদা মাত্রা বা অর্থকে তুলে ধরে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন দেখে নেওয়া যাক---

IMG_20221021_072334.jpg
লোকেশন

◆◆এখানে বাঙালি নারীর এক উজ্জ্বল মুখশ্রী ফুটিয়ে তোলা হয়েছে।মা এখানে সদা জাগ্রত,মমতাময়ী,স্নেহময়ী রূপকে তুলে ধরা হয়েছে।

IMG_20221021_071940.jpg
লোকেশন

◆◆এখানে মা দেবীদুর্গার সুন্দর মুখের অবয়বকে ফুটিয়ে তোলা হয়েছে।যেখানে মায়ের ত্রি নয়ন নয়,একটি নয়ন সম্পূর্ণ খোলা অবস্থায় ছিল।আর এগুলো সবই জল রং দিয়ে অঙ্কন করা হয়েছে।

IMG_20221021_072028.jpg
লোকেশন

◆◆এখানে মায়ের বৃদ্ধ বয়সের অবস্থাকে ইঙ্গিত করা হয়েছে।ক্ষণস্থায়ী জীবনে সবাইকে একদিন বার্ধক্য জীবনে পদার্পন করতে হবে, সেই বৃদ্ধ মায়ের রূপ এটি।

IMG_20221021_072352.jpg
লোকেশন

◆◆এখানে বাবা ভোলানাথের চণ্ডাল রূপকে তুলে ধরা হয়েছে সঙ্গে ত্রিশূল রয়েছে।

IMG_20221021_072053.jpg
লোকেশন

◆◆এখানে ঝুড়ি মাথায় একজন নারীকে দেখানো হয়েছে যার কোলে তার বাচ্চা রয়েছে।অর্থাৎ নারীরা ঘর সামলানো,বাচ্চা সামলানো থেকে শুরু করে বিভিন্ন কাজ করতে ও পারদর্শী সেই রূপকে তুলে ধরা হয়েছে।

IMG_20221021_072149.jpg
লোকেশন

IMG_20221021_072419.jpg

◆◆এখানে একজন মেয়ের কিশোরী ও যুবতী বয়সকে ইঙ্গিত করা হয়েছে ছবিতে।আর পদ্মফুলের অর্থ হচ্ছে প্রত্যেক নারীই দেবী দুর্গার আরেক রূপ।

IMG_20221021_072005.jpg
লোকেশন

◆◆এখানে নারীর তিনটি বয়সের রূপকে তুলে ধরা হয়েছে ।যেখানে নারীর বাল্যকাল,গৃহিণী বা সংসার জীবন আর নারীর বৃদ্ধ বয়সকে চিত্রে স্পষ্ট করে অঙ্কন করা হয়েছে।

IMG_20221021_072451.jpg
লোকেশন

◆◆এখানে বাঙালি নারীর লাজুক চেহারাকে তুলে ধরা হয়েছে।

IMG_20221021_072253.jpg
লোকেশন

◆◆এখানে সবথেকে বেশি মূল্যবান মাকে তুলে ধরা হয়েছে। মাতৃরূপকে তুলে ধরা হয়েছে এই অঙ্কনের মাধ্যমে।

IMG_20221021_072118.jpg
লোকেশন

◆◆এখানে একজন নারীর মুখের রং কালো করে অঙ্কন করা হয়েছে।কারণ প্রয়োজনে নারীদের রূপও বীভৎস আকার ধারন করতে পারে অন্যায়ের বিরুদ্ধে।

আশা করি, আপনাদের সকলের কাছে ভালো লাগবে আমার আজকের পেইন্টিং এর ফটোগ্রাফিগুলি।পরের দিন আবারো নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হবো।ততক্ষণ সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

ধন্যবাদ সকলকে

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

জলরঙের পেইন্টিং এর ফটোগ্রাফি গুলো সব সময়ই আপনার ভাল ছিল আর আজকের ফটোগ্রাফি গুলো অনেক ইউনিক এবং ব্যতিক্রম আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন,এই ছবিগুলো ব্যাতিক্রম আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ! জলরঙের সবগুলো পেইন্টিং চমৎকার হয়েছে দিদি। সবগুলো ইউনিক লেগেছে। কত নিখুঁতভাে পেইন্টিংগুলো করেছে দেখেই বুঝা যাচ্ছে।

 2 years ago 

হ্যাঁ, শিল্পীদের হাতের কাজগুলো অনেক নিখুঁত ছিল ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসাধারণ প্রত্যেকটি পেইন্টিং। আপনাদের ওদিকে মন্ডপ গুলো কত সুন্দরভাবে সাজানো হয়।আমাদের এদিকে এরকম কিছুই নেই। আপনি খুব সুন্দর ভাবে পেইন্টিং গুলো ক্যাপচার করছেন।ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি গুলো ক্যামেরায় ধারণ করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আরো অনেক ছিল দাদা,কিন্তু বৃষ্টিতে সব নষ্ট করে দিয়েছে।এইকারনে তুলতে পারিনি,ধন্যবাদ আপনাকে।

প্রত্যেকটা পেইন্টিংই অসাধারণ ছিল। পেইন্টিং এর সাথে সাথে নিচের দেওয়া বর্ণনাও পড়ছিলাম, এতে করে পেইন্টিং গুলোর অর্থ বুঝতে কিছুটা সাহায্য হয়েছে।

 2 years ago 

নিচের বর্ননাগুলি আমার অনুভূতি, আমার এমন মনে হয়েছে যে, শিল্পীরা ওটাই বোঝাতে চেয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই ধরণের অ্যাবস্ট্রাক্ট ছবি দেখতে বেশ ভালো লাগে, মনে হয় যেন অন্তর্নিহিত কোন অর্থ আছে।ছবি গুলো কি ক্যানভাস পেপারে এঁকেছো? আর সবগুলোই কি ওয়াটার কালারে করা!
এককথায় অনবদ্য।

 2 years ago 

ছবি গুলো কি ক্যানভাস পেপারে এঁকেছো? আর সবগুলোই কি ওয়াটার কালারে করা!

@payelb দিদি আপনার প্রশ্নের উত্তর আমার পোষ্টে উপরে লেখাতে স্পষ্ট দেওয়া আছে।ধন্যবাদ

 2 years ago 

আমি মনে করি হিন্দু সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে অনেক রকম আয়োজন করা হয়, যদিও এবার দুর্গা পূজোয় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছে। তবে আপনি এই বৃষ্টিকে উপেক্ষা করেও কিছু সুন্দর রংয়ের জলরঙের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি খুবই নিপুন হাতে আপনি তুলেছেন এবং যারা এই জলরঙের অংকন করেছে তাদের প্রশংসা তো করতেই হবে। অসাধারণ অংকন ছিল।

 2 years ago 

সত্যিই ভাইয়া, শিল্পীদের হাতের কাজের তুলনা হয় না।সব কাজই সুন্দর ছিল, ধন্যবাদ আপনাকে।আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64182.74
ETH 2768.00
USDT 1.00
SBD 2.66