"পাঁচটি ভিন্ন চিত্রের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী ফটোগ্রাফি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আমি চেষ্টা করি সপ্তাহে একটি বা দুটি করে ফটোগ্রাফি পোষ্ট শেয়ার করার জন্য।আজও তার ব্যতিক্রম হয়নি।আজ আমি কয়েকটি ভিন্নধর্মী চিত্রের ফটোগ্রাফি শেয়ার করবো।এই ছবিগুলো আমি বর্ধমান শহরের পূজা মন্ডপ থেকে সংগ্রহ করেছিলাম।আশা করি ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

পাঁচটি ভিন্ন চিত্রের ফটোগ্রাফি:

এটা হচ্ছে তালপাতার হাতপাখার চিত্র।চিত্রগুলো এমনভাবে পূজা প্যান্ডেলের গায়ে ফুটে উঠেছে যেন মনে হচ্ছে সত্যিকারের তালপাতার পাখা।প্রত্যেকটি হাতের কাজ সুনিপুণভাবে তুলে ধরেছেন।

এটি হচ্ছে শিউলি ফুলের চিত্র।আসলে শরৎকালে শিউলি ফুলের বাহার দেখা যায়।আর শিউলি ফুল দেবী দুর্গা মায়ের খুবই প্রিয়।এখানে দুইপাতা বিশিষ্ট অনেকগুলি শিউলি ফুলের চিত্র অংকন করা হয়েছে।

এটা হচ্ছে পদ্মফুলের চিত্র।যেখানে পদ্মফুলের কুড়ি ,পাতার দৃশ্যও ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে।আর এই ফুল ছাড়া কিন্তু দুর্গাপূজা সম্পন্ন করা সম্ভব নয়।

এই চিত্রটি একটি ইয়া বড় তালগাছের।আর এই তালগাছকে নিয়ে কত কবিতা ,ছড়া ও গান যে রয়েছে তার ইয়ত্তা নেই।ছোটবেলার তালগাছের কথা মনে পড়লেই সেই বাবুই পাখির বাসার কথা মনে পড়ে যায়।

সবশেষ এই চিত্রটি একটি গ্রামের প্রতিচ্ছবি দেখানো হয়েছে।যেখানে একটি পথের পাশে দুটি তালগাছ ও আবার আঁকাবাঁকা পথের মাঝে ছোট্ট কুড়েঘর ।আর তার মাথার উপর আকাশে ভেসে বেড়ানো মেঘের দল।যেটা খুবই ভালো লাগছিল দেখতে।

আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

বর্ধমান শহরের পূজা মন্ডপ থেকে অনেক সুন্দর সুন্দর চিত্রের ফটোগ্রাফি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। চিত্রগুলোর পাশাপাশি বর্ণনা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে তাল গাছের চিত্রটি দেখে। ভিন্ন ধর্মী একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

তাল গাছের চিত্রটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

তালপাতার পাখা আগে আম্মাকে দেখতাম অনেক বানাতো। এখন তালগাছ তেমন চোখে পড়ে না। তালপাতার পাখাটাও বিলুপ্ত হয়ে গেছে। যাক আপনার ফটোগ্রাফি ভালো ছিল দিদি

 11 months ago 

ঠিক বলেছেন ভাইয়া, তালপাতার পাখা বিলুপ্ত হয়ে গেছে।তবে আমাদের এখানে তাল গাছের কমতি নেই,ধন্যবাদ আপনাকে।

 11 months ago (edited)

শুনেছি সেই আদিম কালে নাকি কাঠে খুঁদাই করে লিখে মনের ভাব প্রকাশ করা হতো। আজ কেন জানি আপনার এত সুন্দর ফটোগ্রাফি দেখে আমার সেই কথা মনে পড়ে গেল। পুজো তে যেয়ে কিন্তু আপনি বেশ অসাধারন কিছু ফটোগ্রাফি করে নিয়ে এসেছেন। আপনার শেয়ার করা আজকের ফটোগ্রাফির প্রতিটিই কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। সত্যি বলতে পুরানো দিনের কোন কিছু দেখলে কিন্তু বেশ ভালো লাগা কাজ করে।

 11 months ago 

একদম আপু, পুরোনো জিনিস দেখতে আমারও অনেক ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

বেশ ভালো একটি বিশেষ স্মরণ করিয়ে দিয়েছেন আপনি। অনেকদিন পর কিছুদিন আগে পথ চলতে গিয়ে দুটি তালগাছে বাবুই পাখির বাসা দেখতে পেরেছি। আগে বাড়ির পাশে তালগাছগুলোতে বাবুই পাখি বাসা বাধত কিন্তু এখন যেন আর দেখাই যায় না। আপনার এই সুন্দর অঙ্কিত ফটোগ্রাফি গুলোর মধ্য দিয়ে তাল গাছের বর্ণনা করায় স্মরণ করিয়ে দিয়েছেন সেই বাবুই পাখির কথা। বেশ ভালো লাগলো সুন্দর সব ফটোগ্রাফি আর বেশ কিছু স্মৃতি স্মরণ করিয়ে দেওয়ার অনুভূতি এর ভেতরে পেয়ে।

 11 months ago 

তবে আমাদের এখানে তাল গাছের যেমন কমতি নেই তেমনি বাবুর পাখির বাসার ও কমতি নেই।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনি পাঁচটি ভিন্ন রকম চিত্রের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন, যেগুলো অনেক সুন্দর হয়েছে দিদি। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সেগুলোর সৌন্দর্য ফুটে উঠেছে, যা দেখতে ভালোই লাগতেছে। বর্ধমান শহরের পূজা মন্ডপ থেকে এই ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছেন জেনে ভালো লেগেছে। সব মিলিয়ে অসম্ভব সুন্দর ছিল আপনার তোলা প্রত্যেকটা। আপনার পরবর্তী ফটোগ্রাফি পোস্ট দেখার অপেক্ষায় থাকলাম।

 11 months ago 

আপনার অসাধারণ মন্তব্য পড়ে ভালো লাগলো, অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো ভাইয়া তাড়াতাড়িই।ধন্যবাদ আপনাকেও।

 11 months ago 

আপনার পাঁচটি ভিন্ন চিত্রের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। প্রত্যেকটি ফটোগ্রাফি এত সুন্দর লেগেছে আমার যা বলার বাইরে। বর্ধমান শহরে পুজো থেকে এই ফটোগ্রাফি গুলো আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন যা সত্যি অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 11 months ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 11 months ago 

দিদি আপনার তোলা ফটোগ্রাফি এর আগেও আমি দেখেছিলাম। এরকম সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছিলেন। আজকেও অনেক সুন্দর করে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন যেগুলো দারুন হয়েছে। এই দৃশ্য গুলো সত্যি ভালোই লেগেছে দেখতে। আমার নিজেরও তালগাছ দেখলে অথবা গাছের নাম শুনলে বাবুই পাখির বাসার কথা অনেক বেশি মনে পড়ে যায়।

 11 months ago 

হ্যাঁ আপু,এই ধরনের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম তবে প্রত্যেকটি ফটোগ্রাফি আলাদা রকমের ও ভিন্ন বৈশিষ্ট্য বহন করে।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। সব ফটোগ্রাফির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলো আপনার কাছ থেকেই আশা করা যায়৷ আপনি সবসময় ইউনিক কিছু ফটোগ্রাফি শেয়ার করে আসছেন৷ আজকের এই ফটোগ্রাফিগুলোও ইউনিক হয়েছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য৷

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75924.44
ETH 2901.21
USDT 1.00
SBD 2.67