আমার স্বরচিত কবিতা"জীবন মানেই দমকা হাওয়া"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি ভিন্ন কবিতা নিয়ে আপনাদের মাঝে।সেটি হলো -"জীবন মানেই দমকা হাওয়া"

IMG_20221012_060907.jpg
সোর্স

মানুষের জীবন চিরস্থায়ী নয়।প্রতিটি মানুষের এই ক্ষণস্থায়ী জীবনে নিজের আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকে।জীবনের পথ চলতে চলতে একসময় মৃত্যুর দ্বার উন্মোচন হয় আর প্রতিটি মানুষকে সেই দূর অজানায় পাড়ি দিতে হয়।জীবনের গতি ফুরিয়ে যায় স্তিমিত সূর্যের মতো।জীবনে দমকা হাওয়ার মতোই মৃত্যু চলে আসে মানুষের জীবনে।মৃত্যুর পর তার শরীরের সবকিছু ধোঁয়া হয়ে মিশে যায় হাওয়াতে।সম্পূর্ণ কবিতাটি বাস্তবধর্মী এবং গতকাল আমার এক আত্মীয়ের মৃত্যুকে কেন্দ্র করে লেখা।আশা করি ভালো লাগবে কবিতাটি আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক----

জীবন মানেই দমকা হাওয়া

ঘড়ির কাঁটায় তখন টং টং শব্দে
বেজে উঠলো ৮ টা।
সকাল নয় রাত,উত্তর -পশ্চিম আকাশে
তখন মেঘেরা সব জড়ো হয়েছে ।
মাঝে মাঝেই বিদ্যুতের ঝলকানি চোখে পড়ছে।
এমন সময় এক পরিচিতার ফোনকল
ফোনের অপরপ্রান্ত থেকে ভেসে আসলো
নিকটতম আত্মীয়ের অকালমৃত্যু সংবাদ,
ক্যান্সারের মতো মারনরোগ বাসা বেঁধেছিল
তার শরীরের প্রতিটি কোণে কোণে।
হয়তো বা বাঁচার অদম্য ইচ্ছাতে
বিদেশ ভ্রমণ ও হয়ে গেল
কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে
সময় ঘনিয়েছিল পরপারের ঠিকানায়
পাড়ি জমালো না ফেরার দেশে দূর অজানায়,
জীবনের গতি হঠাৎ স্তিমিত সূর্যের মতোই
ধপ করে নিভে গেল অকালে
সকলের জন্যই এই দ্বার যেন উন্মুক্ত,
অধীর আগ্রহে অপেক্ষারা পথচেয়ে
জীবনের দমকা হাওয়ার সঙ্গে মিশে গেল
তার শরীরের স্ফুলিঙ্গের উড়ন্ত ধোঁয়ারা।।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 
মানুষের জীবন অনিশ্চিত। কখন কে কোথায় মারা যায় তা সেই বিধাতাই জানে। ঘড়ির কাটা যেমন টিকটিক করে ঘরে ঠিক আমাদের জীবনটা এভাবেই ঘূর্ণমান। পৃথিবীতে মানুষ ক্ষণস্থায়ী নয়। আমরা চলে যাব নতুনেরা আসবে, এটাই নিয়ম দুনিয়ার,এটাই বাস্তবতা। আপনার নিজের আত্মীয় কে কেন্দ্র করে আপনি আমাদের মাঝে যে কবিতাটি শেয়ার করেছেন তা সত্যি অনেক অসাধারণ হয়েছে। আর কথাগুলো স্বচ্ছ পানির মতোই বাস্তব।
 2 years ago 

আমরা চলে যাব নতুনেরা আসবে, এটাই নিয়ম দুনিয়ার,এটাই বাস্তবতা।

একদমই তাই👍ভাইয়া।বাস্তবতা মেনে নেওয়াই জগতের নিয়ম,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি একদম ঠিক কথাই বলেছেন জীবন মানেই দমকা হাওয়া। সত্যি কথা বলতে কবিতাটি অনেক সহজ সরল ভাষায় লেখা। সত্যি বলতে আপু আপনার কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছিল কিন্তু মৃত্যুর কথাটি শোনার পরে কেমন জানি হয়ে গেল নিজের মাঝেই। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, সহজ-সরল ভাষায় লিখতে আমি পছন্দ করি সবসময়।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রথমত আপনার আত্মীয়ের মৃত্যুর জন্য অনেক অনেক শোকাহত এবং খুব চমৎকার বাস্তব দিক থেকে একটি কবিতা লিখেছেন যেটি আসলে অবস্থাকে কেন্দ্র করে লেখা হয়েছে। সত্যি বলতে অনেক বেশি ভালো লেগেছে আপনার বাস্তবধর্মী এই কবিতাটি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago (edited)

আপনার কবিতাটি পড়ে সত্যি খুব ভালো লাগলো। আসলে জীবন মানে আলো আঁধার । কখনো আলোর মাঝে কিছু সময় কাটানো আবার অন্ধকারের মাঝে কিছু সময় কাটানো এটাই জীবন। আর জীবন মানেই মৃত্যু। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলেই জীবন দমকা হাওয়া।মৃত্যু কখন,কোথায়, কিভাবে হাজির হবে কেউ বলতে পারে না।অথচ মৃত্যু অবশ্যম্ভাবী। আপনার কবিতা টি অনেক সুন্দর হয়েছে।আপনার আত্মীয় কে ইশ্বর স্বর্গবাসী করুন এই প্রার্থনা করি।

 2 years ago 

আসলেই মানুষের জীবনে মৃত্যুর ঘন্টা হুট করেই বাজে।ধন্যবাদ দাদা।

 2 years ago 

প্রিয়জনের মৃত্যুতে হৃদয় ব্যথিত হবে এটাই স্বাভাবিক। আপনার কবিতাটি সুন্দর এবং বাস্তব সম্মত ছিল আর হৃদয়ের আবেগ দিয়ে লেখা কবিতাগুলো পড়তেও বেশ সুন্দর লাগে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার এক আত্মীয়ের মৃত্যু নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। সত্যি মানুষের জীবন দমকা হওয়ার মতন কখন যে শেষ হয়ে যায়। আপনার আত্মীয়র মৃত্যুতে আমরা শোকাহত। তবে আপনার কবিতার মাঝে খুবই মাধুর্য ব্যবহার করেছেন। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো আমার বাস্তব মানুষের অনেক মিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার স্বান্তনামূলক মন্তব্যের জন্য,ধন্যবাদ আপু।

খুব সুন্দর লিখেছেন আপনি। তবে মৃত্যু বা দুর্ঘটনা নিয়ে লেখা কোন গল্প পড়তে এবং আমার নিজের লিখতেও বেশ খারাপ লাগে। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সত্যিই অনেক খারাপ লাগছে এখনো দাদা,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু কবিতার নামটা যথার্থ হয়েছে। সত্যিই জীবন মানেই দমকা হাওয়া। কখন কার ভিতর থেকে দমকা হাওয়াটা বের হয়ে যায় কেউ বলতে পারে না। জীবন প্রদিপ যে কোন সময় নিভে যেতে পারে। মৃত্যু মানক সত্যকে মেনে নিতেই হবে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66297.29
ETH 2682.98
USDT 1.00
SBD 2.87