Diy-এসো নিজে করি-"আমার অঙ্কিত মা দুর্গা"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ নবমী দুর্গাপূজার শুভেচ্ছা সকলকে

CollageMaker_20211013_181656291.jpg
আমার লোকেশন

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন।আজ আমি আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধেয় @rme দাদা আয়োজিত সপ্তাহব্যাপী diy প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।আর সেটি হলো -"আমার অঙ্কিত মা দুর্গা"।

CollageMaker_20211013_180948654.jpg
আমার লোকেশন

দুর্গাপূজা!হ্যাঁ দুর্গাপূজা বা যেকোনো উৎসব আমাদের জীবনে আনন্দ ও প্রশান্তি বয়ে আনে।আর দুর্গাপূজা হল সার্বজনীন পূজা।এই পূজায় সকল ধর্মের মানুষের মধ্যে ভাতৃত্বের বন্ধন গড়ে ওঠে।এখানে উৎসব বা আনন্দটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, কোনো জাতি বা ধর্মকে নয়।ফলে সকলের মধ্যে শান্তি বিরাজ করে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক দুর্গা মায়ের অঙ্কনটি---

IMG_20211013_180213.jpg
আমার লোকেশন

উপকরণ:

1.সাদা কাগজ
2.পেনসিল
3.রবার
4.কালো বল পেন
5.ডড পেন
6.বিভিন্ন রঙের মোম রং
7.লাল রঙের জেল পেন

অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20211013_175509.jpg

●প্রথমে আমি অঙ্কনের জন্য উপকরণগুলি নিয়ে নিলাম।যেমন- পেনসিল, রবার,মোম রং ,কাগজ ইত্যাদি।

IMG_20211013_175518.jpg

●এরপর আমি পেনসিল দিয়ে দুর্গামায়ের একটি চোখ একে নিলাম।

ধাপঃ 2

IMG_20211013_175529.jpg

●একইভাবে অপরপাশে আরেকটি চোখ একে নেব।এরপর দুটি চোখের একটু উপরে ভ্রূ অঙ্কন করে নিলাম।

ধাপঃ 3

IMG_20211013_175546.jpg
আমার লোকেশন

●এরপর দুর্গামায়ের নাক,ঠোঁট একে নিলাম।কপালে টিপ ও টিপের উপরে তৃতীয় চোখ একে নিলাম।

ধাপঃ 4

IMG_20211013_175622.jpg

●দুটি চোখের মধ্যে একটি বড় বৃত্ত একে নিলাম।সেই বৃত্তের মাঝে আবার একটি বড় ও একটি ছোট বৃত্ত একে নিলাম তার পাশে।উপরের চোখের মধ্যে একটি বৃত্ত একে নিলাম।নাকের উপর দিয়ে একটি বড়ো নোলক একে নিলাম পেনসিল দিয়ে।

IMG_20211013_175633.jpg

●এরপর কালো ডড পেন ও বল পেন দিয়ে পেনসিল দাগের উপর দিয়ে একটি চোখ একে নিলাম।

ধাপঃ 5

IMG_20211013_175641.jpg

●আবারো কালো ডড পেন ও বল পেন দিয়ে চোখের উপরের ভ্রু দুটি অঙ্কন করে নিলাম।

ধাপঃ 6

IMG_20211013_175651.jpg
আমার লোকেশন

●এবার অপর আরেকটি চোখ ও তৃতীয় চোখটি পেন দিয়ে একে নেব।

IMG_20211013_175722.jpg

●এরপর দুর্গামায়ের নাক,ঠোঁট ও নাকের নোলক কালো রঙের পেন দিয়ে একে নেব।

ধাপঃ 7

IMG_20211013_175745.jpg

●এবারে কপালের টিপটি লাল রঙের জেল পেন দিয়ে লাল করে একে নেব।

ধাপঃ 8

IMG_20211013_175807.jpg
আমার লোকেশন

●এরপর ঠোঁট, তৃতীয় চোখের মধ্যে বৃত্ত ও নোলোকের তিনটি বৃত্ত লাল রঙ করে আঁকিয়ে নেব।

IMG_20211013_175840.jpg

●টিপের নিচের ছোট্ট বৃত্তটি ও লাল করে একে নেব।

ধাপঃ 9

IMG_20211013_175850.jpg

●এরপর দুর্গামায়ের চোখ দুটিতে কালোর পাশ দিয়ে লাল পেন দিয়ে আবার চোখের মতো আঁকিয়ে নেব।

ধাপঃ 10

IMG_20211013_175927.jpg

●এরপর মায়ের মুখ সম্পূর্ণ হয়ে গেলে নিচের কাশফুল ও ঘাস একে নেব পেন দিয়ে ও উপরে ঢেউ এর মত দাগ দিয়ে নেব পেনসিল দিয়ে।

ধাপঃ 11

IMG_20211013_180213.jpg
আমার লোকেশন

●এবার কাশফুলের ফাঁকে হলুদ মোম রং করে নেব।হলুদের উপর দিয়ে হালকা সবুজ ও গাড় সবুজ মোম রং করে নেব।এছাড়া কাশফুলের অর্ধেক অংশ পেনসিল সেপ দিয়ে একে নেব।

IMG_20211013_180328.jpg

●এরপর উপরে হালকা নীল ও নিচে গাড় আকাশি নীল মোম রঙ দিয়ে একে নেব।

ধাপঃ 12

CollageMaker_20211013_181150440.jpg

●সবশেষে নিজের নামটি লিখে দিলাম এক কোনে।

ধাপঃ 13

IMG_20211013_175907.jpg

●তো আমি সম্পূর্ণ মায়ের মুখটি একে নিলাম।

ধাপঃ 14

IMG_20211013_180307.jpg
আমার লোকেশন

●এইভাবে সম্পূর্ণ কাশফুল ও আকাশ একে নিলাম।তো আমার "দুর্গামায়ের চিত্রটি অঙ্কন "করা হয়ে গেল।

আশা করি, আপনাদের সকলের কাছে আমার অঙ্কিত চিত্রটি ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো এবং সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

আবারো হাজির গ্রীন আপু অনেক আশা প্রত্যাশা নিয়ে আমাদের মাঝে চলে আসল। আপু যখনই আসে নতুন কিছু অনেক দক্ষতার প্রকাশ করে যা দেখে আমরা একদম মনমুগ্ধকর হয়ে যাচ্ছি। এটাও মনমুগ্ধকর হয়ে গেল
আপুর হাতে আসলেই কোন যাদু আছে এত সুন্দরভাবে অংকন করেছে একবার না বারবার দেখতে মন চাচ্ছে। শুভকামনা রইল আপু

 3 years ago 

ভাইয়া, আপনার অসম্ভব সুন্দর মন্তব্য আমাকে বারবার অনুপ্রাণিত করে।খুব ভালো লাগলো আপনার মন্তব্যটি।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার অঙ্কিত মা দুর্গার ছবি অনেক সুন্দর হয়েছে দিদি, এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুব সুন্দর অংকন করেছেন মায়ের ছবি। মা দূর্গা সকলের দূর্গতী নাশ করুক এই কামনা করি । ভাল থাকবেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।আপনি ও ভালো থাকবেন।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে দিদি আপনার অঙ্কিত মা দূর্গার অঙ্কনটি। আপনার জন্য শুভেচ্ছা রইল দিদি।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দিদি আপনার অঙ্কিত চিত্রটি অনেক সুন্দর হয়েছে। আপনি বেশ দক্ষতার সাথে কাজটি করেছেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

দিদি দূর্গা মায়ের চিএ অংকনটি অনেক সুন্দর হয়েছে। দিদি আপনার আর্টের তুলোনা হয়না ।আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা।অনুপ্রাণিত হলাম।

 3 years ago 

সকলকে শারদীয়ার শুভেচ্ছা। মা দুর্গার অঙ্কন টি ভালো হয়েছে। শুভ কামনা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago (edited)

দুর্গা মায়ের চিত্র অংকন ভালোই ছিল। পুরা মুখমন্ডলটি এঁকে দেখালে আরো অনেক ভালো হতো। তবুও সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপু। চোখ গুলো অসাধারণ মা দূর্গার। আপনাকে দূর্গা পূজার শুভেচ্ছা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু।আপনাকেও শুভ নবমী পূজার শুভেচ্ছা।

 3 years ago 

অনেক সুন্দর অংকন করেছেন আপনি, আপনার অংকন আমার খুবই ভাল লাগে, প্রতিবার কোনো নতুন কিছু নিয়ে হাজির হন। অনেক দূর এগিয়ে যান। শুভ কামনা রইল আপনারা জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই নতুন কিছু করার প্রতি।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66670.04
ETH 3497.56
USDT 1.00
SBD 2.71