"আমরা সবাই ধনী যদি আমাদের প্রত্যেকটি অঙ্গ সচল থাকে"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।

আমরা সবাই ধনী যদি আমাদের প্রত্যেকটি অঙ্গ সচল থাকে:

pexels-photo-4429097.jpeg
সোর্স

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে আমার নিজস্ব অনুভূতি শেয়ার করবো।আসলে প্রত্যেক মানুষের শারীরিক ও মানসিকভাবে সচল থাকাটা জরুরি।তারপরও কিছু ক্ষেত্রে ঈশ্বর প্রদত্ত বিষয় সামনে এসে দাঁড়ায়।তো আমি সেই সম্পর্কে অনুভূতিটা প্রকাশ করবো।এক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।যাইহোক তো চলুন শুরু করা যাক----



প্রত্যেক মানুষই ঈশ্বরের সৃষ্ট।প্রত্যেক মানুষের শারীরিক গঠন, মানসিক চিন্তাধারাও আলাদা ধরনের।কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রকৃত পক্ষেই ধনী।কারন ঈশ্বর প্রত্যেক মানুষের অর্থের দিক থেকে ধনী না করলে তার মনের দিক থেকে ধনী করেছে ,শারীরিক দিক থেকে ধনী করেছে। স্রষ্টা আমাদের মস্তিষ্ক দিয়েছেন বুদ্ধিমত্তার বিকাশ ঘটিয়ে ভালো -মন্দের বিচার করার জন্য ,উন্নত চিন্তাধারার জন্য ।এছাড়াও মাথা ও কাঁধ দিয়ে কোনো ভারী জিনিস বহন করার জন্য।আবার দুটি চোখ দিয়েছেন সুন্দর পৃথিবীকে দর্শন করার জন্য।দুটি কান দিয়েছেন সুন্দরভাবে সব শব্দ বা কথা শোনার মাধ্যমে উপলব্ধ করার জন্য।আবার দুটি হাত দিয়েছেন সৎভাবে কর্ম করে খাওয়ার জন্য এবং দুটি পা দিয়েছেন হেটে পথ চলার জন্য।যদি মানুষের সবকিছুই সচল থাকে তাহলে সে সক্ষম।তাই তার উচিত জীবনের কঠিন সময়ে ভেঙে না পড়ে খুশি হওয়া।কারন সে শারীরিকভাবে পুরোপুরি সক্ষম।কোনো ব্যক্তি যদি সৃষ্টির শুরু থেকে বিকলাঙ্গ হয়ে জন্ম নেয় তাহলে সেটা ঐশ্বরিক ব্যাপার সেটা নিয়ে বিতর্কের কিছু নেই।

সান্ত্বনার ভাষা অন্তর থেকে আসে।কিছু সময় মানুষ যখন সান্ত্বনা দেওয়ার মানুষের অভাব বোধ করে তখন নিজের মন তার বড় সান্ত্বনা হয়ে দাঁড়ায়।একজন ব্যক্তি যখন কোনো কারনে তার কাজ হারায় তখন সে মানসিকভাবে দুর্বল বা বিকলাঙ্গ হয়ে পড়ে খুব সহজেই।কিন্তু তখন তার এটা ভেবে নেওয়া উচিত যে তার কাছে সৃষ্টিকর্তার দেওয়া প্রতিটি অঙ্গই সচল রয়েছে।একজন মানুষের বেঁচে থাকার জন্য এর থেকে মূল্যবান আর কিছু হতে পারে না।

শারীরিক সক্ষমতাই প্রধান বিষয়বলে আমি মনে করি।শরীর সুস্থ থাকলে মন ভালো থাকবে ,ফলে খুব সহজেই যেকোনো কাজে মনোনিবেশ করাও যাবে।শরীর সুস্থ থাকলে খুব সহজেই মানুষ কায়িকভাবে ও কর্ম করতে পারবে।কিন্তু কোনো একটি শারীরিক অঙ্গের যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে অনেক বড় দুর্বলতা কাজ করে মানুষের মনে।যদিও বর্তমান সময়ে উভয়েই একইরকম হয়ে গেছে।একজন স্বাভাবিক মানুষের মতোই সৎভাবে কর্ম করে নিজের জীবন চালাতে সক্ষম হয়েছে বিকলাঙ্গ মানুষ ও।তারা এই দুর্বলতাকে পিছনে ফেলে এগিয়ে চলেছে তাদের নিজস্ব গন্তব্যে।এটা নিঃসন্দেহে আমাদের সমাজের জন্য খুশি বহন করে।তাই জীবনের কঠিন সময়ে ভেঙে না পড়ে খুশি হয়ে সৎভাবে পরিশ্রম করে যাওয়া উচিত যেকোনো অবস্থাতেই।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের পোষ্টটি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

💐💐ধন্যবাদ সকলকে💐💐

পোস্ট বিবরণ:

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান
Sort:  
 last year 

আপু দারুন একটি বিষয় নিয়ে আজকের ব্লগটি সাজিয়েছেন। আমাদের সব গুলো অঙ্গ ভাল হলে আমরা ধনী। কারন সেই অঙ্গ গুলো কাজে লাগিয়ে ধনী হতে বেশি সময় লাগবে না। আর স্বাস্থের সুখই আসল সুখ। আর আপু এখানে তো আপনার ধারন করা কোন ফটোগ্রাফি দেখছি না। ধন্যবাদ আপু।

 last year 

সেই অঙ্গ গুলো কাজে লাগিয়ে ধনী হতে বেশি সময় লাগবে না।

ভাইয়া, অর্থের দিক থেকে ধনী হওয়া যাবে কি যাবে না সেটা আসল নয় মন থেকে স্ট্রং থাকা যায়।আর এখানে আমার ধারন করা ছবি না থাকলেও আমি এই ফোনের মাধ্যমে পোষ্ট করেছি।ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনি সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন। সত্যি শারিরীক সুস্থতা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। আসলে সুস্থ থাকলে সে সত্যি ধনী ব্যক্তি।ধন সম্পদ হয়তো সব সময় থাকে না তবে হতে সময় লাগে না। সম্পদ কম থাকলেও মানুষ শারিরীক সুস্থ থাকলে বড় সুখি। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন

 last year 

আপনার সুন্দর মতামতের জন্য, ধন্যবাদ আপু।

 last year 

একদম মনের কথা বলেছেন আপু, আমরা শুধু টাকা পয়সাকেই বড় মনে করি কিন্তু নিজের শরীর সুস্থতা যে সৃষ্টিকর্তার অন্যতম নেয়ামত সেটা কখনো খেয়াল করি না। আমাদের শরীরের সকল অঙ্গ-প্রত্যঙ্গ যদি সুস্থ থাকে তাহলে তার চেয়ে বড় ধনী আর কেউ নেই।

 last year 

বিষয়টি অনুধাবন করার জন্য,ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58589.32
ETH 2636.10
USDT 1.00
SBD 2.45