"মিথ্যার জগৎ"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন।আমি কিছুটা অসুস্থ আছি।কারন কয়েকদিন ধরে হঠাৎ করেই দাঁতে ব্যথায় ভুগছি।

মিথ্যার জগৎ:

IMG_20230804_160441.jpg
সোর্স

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে একটি বাস্তব বিষয় শেয়ার করবো।আসলে সমাজে কিছু মানুষের অদ্ভুত আচরণ এবং মিথ্যার আশ্রয়ে প্রতিনিয়ত স্বাধীনভাবে চলা দেখলে যে অনুভূতিটা হয় সেটাই প্রকাশ করবো আজ।এক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।যাইহোক তো চলুন শুরু করা যাক----



পৃথিবী কতটা অদ্ভুত।তাতে বসবাসরত কত আজব মানুষ।মানুষ শব্দটি একটি হলেও রক্তের রং একই হলেও মনুষ্যত্ববোধ ভিন্ন ভিন্ন রয়েছে সকল মানুষের মধ্যে।সেই দিক থেকে দেখলে প্রত্যেকটি মানুষই আলাদা,তাদের চিন্তা-চেতনা আলাদা।কোনো মানুষের সংস্কৃতি আলাদা,জীবনযাত্রা আলাদা জাতিভেদে।অদ্ভুত পৃথিবীতে আজব ঘটনা ঘটে থাকে কত ধরনের।সব কিছুর সঙ্গেই সত্য-মিথ্যার বেড়াজাল যুক্ত রয়েছে।দিন দিন আমরা বসবাস করছি মিথ্যার দুনিয়ায়।শুনতে আজব হলেও এটাই সত্য বন্ধুরা।পৃথিবীটা অনেক সুন্দর কিন্তু মানুষেরা তাদের বিভিন্ন খারাপ কর্মকান্ড দ্বারা পৃথিবীকে অসুন্দর করে তুলছে।

আপনি আপনার আশেপাশে তাকালেই বুঝতে পারবেন মিথ্যার বেড়াজালে ঢেকে গেছে গোটা সমাজ,রাজনীতিসহ সবকিছু।কথায় আছে- "সবসময় সত্যের জয় হয়"।কিন্তু বর্তমানে যাদের ক্ষমতা আছে, জনবল আছে তারা মিথ্যার পথে চললেও মানুষ তাদেরকেই অনুস্মরন করে খুব সহজেই।অথচ কোনো একটি মানুষ সত্যের পথে, ন্যায়ের পথে চললে তার পক্ষে কেউ থাকে না।বরং উল্টে সবাই তাকেই দোষারোপ করে চলে যায় একা পেয়ে।

বর্তমানে পৃথিবী আধুনিক হলেও মানুষের চিন্তাধারা আধুনিকতার ছোঁয়া লাগছে না বরং নিম্নস্তরে চলে যাচ্ছে।যেটা প্রাচীনকালে এতটা লক্ষ্য করা যেত না বলে আমার বিশ্বাস।তখন মানুষ ধর্ম বা কুসংস্কার যাইহোক না কেন,তাতে বিশ্বাস করে কিছুটা ভয় পেত মনে মনে।কিন্তু এখন মানুষ কোনো কিছুরই ভয় পায় না বরং নিজের উপরই আস্থা হারিয়ে ভুল পথে সামিল হচ্ছে।প্রত্যেক পদক্ষেপে মিথ্যার আশ্রয় নিচ্ছে।সত্যিটাকে খুব সহজেই মিথ্যা করে দিচ্ছে,আর মিথ্যাটাকে খুব সহজেই সত্যিতে রূপান্তরিত করছে।আপনি যদি চোখের সামনে এমন পরিস্থিতির সম্মুখীন কখনো কারো হতে দেখেন বা নিজে হয়ে থাকেন তাহলে আপনার নিজেরই পায়ের তলায় মাটি সরে যাবে রাগে এবং ক্ষোভে।কিন্তু এটা সব জায়গায় নয়,এখনো কিছু অশিক্ষিত,স্বার্থান্বেষী মানুষ বসবাস করে এই সমাজে।যারা এই ধরনের কাজ প্রতিনিয়ত করে চলেছে।তারা মনে-প্রানে মিথ্যাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে বিশ্বাসী।যেগুলো ভাবতেও অবাক লাগে আবার দেখলে মনে কষ্টও লাগে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের পোষ্টটি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

💐💐ধন্যবাদ সকলকে💐💐

পোস্ট বিবরণ:

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান
Sort:  
 last year 

আপু আপনি ঠিক বলেছেন মিথ্যায় ছেয়ে গেছে পৃথিবী। আসলে সব জায়গায় না হলেও বেশির ভাগ জায়গায় এমনি হয় মিথ্যার জয়।তবে আপু শুধু কিছু অশিক্ষিত,স্বার্থান্বেষী নয়, অনেক শিক্ষিত লোক আছে যারা মিথ্যায় ভরপুর। আর আমাদের সমাজ সেই মিথ্যার দিকেই এগিয়ে যাচ্ছে। আসলে আপু এমন মিথ্যা সামনে দেখলে খারাপ লাগে তবে কিছু করার থাকে না। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।

 last year 

অবশ্যই এতে ক্ষমতাবান শিক্ষিত মানুষও যুক্ত রয়েছে আপু।ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

আসলে বর্তমান সময়টা খুব খারাপ যাচ্ছে যেদিকে থাকাবেন সেদিকে মিথ্যের বেড়াজালেই সবাই আবদ্ধ। সবাই কিন্তু অভিনয় করতে খুবই পছন্দ করে এই জগতে। আশে পাশের মানুষের দিকে থাকালেই বুঝা যায় যে মানুষ রক্তে মাংসে গড়া হলে ও ভিন্নতা আছে অনেক। আপনার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটি টপিকস নিয়ে আলোচনা করেছেন ধন্যবাদ।

 last year 

আসলেই আপু,বাস্তব জীবনের অভিনয়ে মানুষ এখন খুবই পারদর্শী।ধন্যবাদ আপনাকে ও।

 last year 

ঠিকই বলেছেন আপু পুরা মিথ্যায় ঢেকে গেছে পৃথিবীটা। আগে সত্য কথা জন্য প্রমাণ করা লাগতো আর এখন মিথ্যা কথা কেউ বললে সেটার জন্য প্রমাণ চাই।প্রতিটি মানুষের মধ্যে লোভ-লালসা ও মিথ্যাচারে ভরে গেছে। আপনার লেখা গল্পটি আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে আপনাকে মাধ্যমে সুন্দর কিছু কথা উপহার দেয়ার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া, আপনার অনুভূতি প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57372.40
ETH 2456.19
USDT 1.00
SBD 2.41