"পড়ার ব্যাচে শিক্ষক দিবস পালন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়। আমি আজ হাজির হয়েছি আপনাদের মাঝে আমার পড়ার ব্যাচে শিক্ষক দিবস পালনের সুন্দর কিছু মুহূর্ত নিয়ে।

৫-ই সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস।এই দিনে গোটা ভারতবর্ষ জুড়ে শিক্ষক দিবস পালিত হয়। এই দিনটি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে দেশ জুড়ে শিক্ষক দিবস পালিত হয় আমরা জানি।কিন্তু এটি শুধুমাত্র সেই একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নেই!
কারণ সেইদিন স্কুল ও কলেজ মূল প্রতিষ্ঠানে শিক্ষক দিবস পালন করা গেলেও পড়ার সব ব্যাচগুলি একইদিনে পালন করা সম্ভব হয় না।এইকারনে আমরা আজ ৯-ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করেছি।

IMG_20220909_182105.jpg
লোকেশন

আমাদের হিস্ট্রি পড়ার একটি ব্যাচেই 30 জন স্টুডেন্ট আছে।কিন্তু সবাই আজ না থাকলেও 20 জন স্টুডেন্ট উপস্থিত ছিল।ট্রেনের ঝামেলার জন্য অনেকে উপস্থিত থাকতে পারেনি।যাইহোক আমরা সকলে দায়িত্ব করে আগে থেকেই টাকা তুলে একজনের হাতে জমা দিই।ফলে তারা দায়িত্ব করে সেই টাকা দিয়ে স্যারের পড়ার ঘর সাজানোর জন্য কিছু বেলুন,সেলোটেপ,সুতা,দুটি কেক ও স্যারকে উপহার দেওয়ার জন্য দুটি পেন ও একটি সুন্দর ব্যাগ কিনেছিল।

IMG_20220909_182208.jpg

IMG_20220909_182308.jpg
লোকেশন

স্যার যেহেতু বাড়িতে একদম নোংরা পছন্দ করেন না তাই আমরা কোনোরকম দেওয়ালে বেলুন বা সেলোটেপ লাগানোর মতো সাহস করিনি ইচ্ছা করে।যাইহোক জানালার গ্রিলে কিছু বেলুন ফুলিয়ে সুতা ও সেলোটেপ দিয়ে বেঁধে দেওয়া হলো। হ্যাপি টিচার্স ডে লেখা বানারটি ঝুলিয়ে দিলাম।এরপর কেক দুটি প্যাকেট থেকে বের করে সাজিয়ে দিলাম একটি ছোট্ট গোল টেবিলে।কেক দুটি সত্যিই খুবই সুন্দর ছিল। তারপর স্যার রুমের ভিতরে প্রবেশ করে শিক্ষক দিবস উপলক্ষে সর্বপল্লী রাধাকৃষ্ণনের সম্পর্কে কিছু কথা বলেন।এরপর কেক কাটার পর্ব শুরু করেন।

IMG_20220909_182409.jpg

IMG-20220909-WA0004.jpg
লোকেশন

কেক কাটা হয়ে গেলে স্যারকে আমরা সবাই মিলে গিফট দিলাম দুটি পেন ও ব্যাগটি।স্যার ব্যাগটি উপহার হিসেবে পেয়ে খুবই খুশি হলেন।এরপর আমরা সবাই মিলে কিছু ছবি তুললাম। শিক্ষক দিবস উপলক্ষে স্যার ও আমাদেরকে অনেককিছু খেতে দিয়েছিলেন।শিক্ষক দিবসের দিনেই শুধুমাত্র শিক্ষককে সম্মান ও ভালোবাসা প্রদর্শন করাকে বোঝায় না বরং সারাবছর শিক্ষকদের প্রতি সমান সম্মান ও ভালোবাসা জাগিয়ে রাখা উচিত বলে আমি মনে করি।তো আমাদের স্বল্প সময়ের কাটানো মুহূর্তগুলো খুবই সুন্দর ছিল।

IMG-20220909-WA0003.jpg
লোকেশন

IMG-20220909-WA0002.jpg

আসলে আপনারা অনেকেই জানেন, আমাদের এখানে ট্রেন চলাচলে খুবই ঝামেলা চলছে।আজ ও আমাকে সেই পরিস্থিতির শিকার হতে হয়েছিল।যদিও সকাল 8 টার আগের ট্রেনগুলো চলছে তাই বাড়ি থেকে বাসে করে এসে টিকিট কেটে স্টেশনের উপরে দ্রুত চলে গেলাম।গিয়েই শুনি একজন দিদির কাছে যে ট্রেন ক্যান্সেল রয়েছে।তাই দ্রুত আমাদের হাইওয়ে পার হয়ে একটি বাস ধরে উঠে পড়লাম।যাইহোক মোটামুটি অনেক ঝামেলা বহন করে আমি এই সুন্দর মুহূর্তগুলি উপভোগ করতে সক্ষম হয়েছি।

আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: oneplus

অভিবাদন্তে: @green015

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by Blessed-girl

r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

 2 years ago 

Thank you💝.

 2 years ago 

দিদি নমস্কার
আপনার সবাই মিলে হ্যাপি টিচার্স ডে স্যারকে সম্মান করেছেন ৷স্যার শুধু স্যার নয় বলতে গেলে একজন পিতার সমান ৷যে ব্যাক্তি সারাজীবন আমাদের সন্তানের চোখে দেখে আমাদের জ্ঞান দিয়ে শিক্ষা দিয়ে জীবনের পথটা রঙিন করে দেয় ৷তারা আমাদের চিনিয়ে দেয় জীবনের আসল মানে কি ৷
যাই হোক দিদি ভালো লাগলো আপনার সবাই বন্ধু মিলে স্যারের বাড়িতে টিচার্স ডে পালন করেছেন ৷আলোকচিত্র অনেক ভালো লেগেছে ৷দিনশেষে স্যার যেন ভালো থাকে ৷

 2 years ago 

সকল স্যারেরা আমাদের সঠিক রাস্তা দেখাতে সাহায্য করেন।আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

যদি শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা সম্মান থাকে তাহলে বছরের ৩৬৫ দিনই শিক্ষক দিবস। শিক্ষক দিবসে কেক কাটা এবং স‍্যারকে উপহার দেখে ভালো লাগল। যদিও যাএাপথে বেশ ভোগান্তিতে পড়েছিলেন আপনি। যাইহোক ভালো ছিল।।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া,365 দিনই শিক্ষকদের সমান সম্মান করা উচিত।অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

জেনে ভালো লাগলো যে আপনি টিচার্স ডে পালন করেছেন। আমরাও আগের বছর পালন করেছিলাম কিন্তু এ বছর পালন করতে পারেনি। ধন্যবাদ আপনাকে আপু এতো এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনারা টিচার্স ডে পালন করতে পারেন নি জেনে খারাপ লাগলো, যাইহোক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শিক্ষক দিবস পালনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখে অনেক ভালো লাগলো দিদি ৷ সব বন্ধুরা মিলে টাকা জমিয়ে অনেক সুন্দর একটি আয়োজন করেছেন ৷ শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা দেখে সত্যি অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে আপনার কাটানো সুন্দর দিনটি সুন্দর ভাবে তুলে ধরার জন্য ৷ শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে, আপনার সাবলীল মন্তব্যের জন্য।

স্কুল এবং কলেজ লাইফে আমিও শিক্ষক দিবস পালন করতাম নিয়মিত। কিন্তু এখন আর হয়ে ওঠে না। ওই ফোনে টুকটাক কথা বলা আরকি স্যারদের সাথে। তবে আপনাদের স্যার কে যে ব্যাগটা দিয়েছেন সেটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তবে স্যার যে আপনাদের কি খেতে দিল সেটা কিন্তু বললেন না। ওটা জানার খুব ইচ্ছা ছিল। হা হা হা...

 2 years ago 

স্যার ,আমাদের খেতে দিয়েছিলেন...একটি মসালা চপ, চার রকম মিষ্টি ও কোল ড্রিংস দাদা।অনেক ধন্যবাদ আপনাকে,আপনার জানার ইচ্ছা প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41