"পেন্সিল গুঁড়া দিয়ে রাতের সমুদ্রের দৃশ্য অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।তাই অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি আর্ট নিয়ে।আজ শেয়ার করবো পেন্সিল গুঁড়া দিয়ে রাতের সমুদ্রের দৃশ্য অঙ্কনের প্রতিচ্ছবি।

পেন্সিল গুঁড়া দিয়ে রাতের সমুদ্রের দৃশ্য অঙ্কন:

IMG_20230302_214848.jpg

আর্ট করতে আমার খুবই ভালো লাগে।যদিও আমি পূর্বে একবার পেন্সিল গুঁড়া দিয়ে একটি আর্ট করেছিলাম।আজ অনেক দিন পর পেন্সিল গুঁড়া দিয়ে আর্ট করতে ইচ্ছে হলো।তাই রাতের নীল আকাশ, সমুদ্রের বুকে পালতোলা নৌকা আর আধারে ঢেউয়ের প্রতিচ্ছবি অঙ্কনের চেষ্টা করলাম।এক প্রকার নিজের কল্পনা থেকেই অঙ্কনটি করেছি।অঙ্কনের মাঝে একটি ছোট্ট রাজ্যকে তুলে ধরা হয়েছে।এটি খুবই সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিল।যাইহোক তো চলুন অঙ্কন শুরু করা যাক---

■উপকরণসমূহ:

IMG_20230302_205601.jpg

●সাদা কাগজ
●বলপেন (কালো রঙের)
●পেন্সিল
●রঙিন পেন্সিল
●স্কেল
●ব্লেড ও টিস্যু পেপার
●রবার

■অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20230302_205621.jpg
প্রথমে একটি স্কেল দিয়ে লম্বা দুটি দাগ টেনে নিলাম পেন্সিল দিয়ে।

ধাপঃ 2

IMG_20230302_205652.jpg
এবারে লম্বা দাগের মাঝে ও কিছু ছোট দাগ টেনে নিলাম।

ধাপঃ 3

IMG_20230302_205725.jpg
ভিতরে দুই দাগের মাঝে ছোট্ট ফাঁকা অংশে দুটি নৌকা একে নিলাম পাল তোলা।

ধাপঃ 4

IMG_20230302_205742.jpg
এবারে উপরে আকাশের কিছু ঢেউ তোলা দাগ টেনে নিলাম পেন্সিল দিয়ে।

ধাপঃ 5

IMG_20230302_205812.jpg
এরপর একটি পেন্সিল থেকে ব্লেড দিয়ে গুঁড়া করে নিলাম এবং আমার হাতের ছবি তুলে নিলাম ফোনে।

ধাপঃ 6

IMG_20230302_205828.jpg
এবারে টিস্যু পেপার দিয়ে ঘষে নিলাম ।

ধাপঃ 7

IMG_20230302_205848.jpg
এখন মাঝবরাবর অংশে নীল রঙের পেন্সিল ব্লেড দিয়ে গুঁড়া করে নিলাম ।

ধাপঃ 8

IMG_20230302_205906.jpg
এবারে টিস্যু পেপার দিয়ে ঘষে নিলাম ।

ধাপঃ 9

IMG_20230302_205922.jpg
এখন পেন্সিল দিয়ে চারিদিকে একে নিয়ে ছোট ছোট ঢেউ একে নিলাম।তারপর একটি কালো রঙের বলপেন দিয়ে দাগ টেনে নিলাম চারিপাশে।

শেষ ধাপঃ

IMG_20230302_214409.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "পেন্সিল গুঁড়া দিয়ে রাতের সমুদ্রের দৃশ্য অঙ্কন"। সবশেষে আমার নাম লিখে নিলাম অঙ্কনটির নীচে কালো রঙের বলপেন দিয়ে।এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।

আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 last year 

দিদি আপনার আইডিয়ার প্রসংশা করতে হয়। আপনার এই ইউনিক আইডিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে। পেন্সিল গুঁড়া দিয়ে রাতের সমুদ্রের দৃশ্য অঙ্কন করেছেন। আপনি খুব সুন্দর একটি আর্ট করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার কর

 last year 

আপনার প্রশংসা ভরা সুন্দর মন্তব্যের জন্য, ধন্যবাদ আপু।

 last year 

আপু আমি জানি আপনি বরাবরই খুবই সুন্দর ড্রয়িং করেন। আজকেও তার ভিন্ন নয়। আপনি পেন্সিলের গোড়া দিয়ে খুবই সুন্দর করে রাতের সমুদ্রের দৃশ্য অংকন করেছেন। আপনার অংকনটি খুবই চমৎকার হয়েছে। দেখতেও বেশ সুন্দর লাগছে। আপনি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন এবং সুন্দর বর্ণনাও করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম,অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

সেই ক্রিয়েটিভ বুদ্ধি ত, পেন্সিলের গুঁড়া দিয়ে অংকন। আপনি খুব সুন্দরভাবে চিত্রটি অংকন করেছেন। ধাপে ধাপে প্রতিটি অংশ দেখিয়েছেন। আমার কাছে আপনার চিত্রাংকন খুব ভাল লেগেছে। ধন্যবাদ দিদি সুন্দর একটি রাতের সমুদ্রের দৃশ্য অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার সুচিন্তিত মতামত পেয়ে খুশি হলাম ,ধন্যবাদ ভাইয়া।

 last year 

বাহ্ পেন্সিল গুড়া দিয়ে রাতের সমুদ্রের দৃশ্য অঙ্কন দেখে বেশ ভালো লাগলো।অনেক ইউনিক একটি আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।আর্ট এর ধাপগুলো সুন্দর করে বর্ণনা করেছেন।সুন্দর আর্ট পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনার কাছে আর্টটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।

তুমি আগে পেন্সিল গুঁড়ো দিয়ে আর্ট করলেও আমি বোধহয় এটা প্রথমবার দেখছি। যাইহোক দেখতে একটু আবছা আবছা হয়ে গেলেও বেশ ভালো লাগছে দেখতে। নাকি এরকমই হয় আবছা আবছা...?

 last year 

না না দাদা,এটা আবছা ছিল না ।আসলে আমিই রাতে লাস্ট ছবিটা ভালোভাবে তুলতে পারিনি কিন্তু আগের ছবিগুলো স্পষ্ট রয়েছে।যাইহোক অনেক ধন্যবাদ তোমাকে।

 last year 

আপনি পেন্সিল গুঁড়া দিয়ে খুব সুন্দর করে রাতের সমুদ্রের দৃশ্য অঙ্কন করেছেন। আসলে পেন্সিলের গুড়া দিয়ে এত সুন্দর করে কিছু অঙ্কন করা যায় তা কল্পনাই করেনি। তবে আপনি কাল্পনিক ভাবে অনেক সুন্দর করে অংকনটি করেছেন। অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

আমার পেন্সিল গুঁড়া দিয়ে আঁকতে খুবই ভালো লাগে।ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 65355.17
ETH 2949.96
USDT 1.00
SBD 3.67