Diy-এসো নিজে করি|"ঘোড়ারপিঠে এক যোদ্ধার কালো প্রতিচ্ছবি"🏇(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার অঙ্কিত একটি চিত্ৰ।সেটা হলো---"ঘোড়ারপিঠে এক যোদ্ধার কালো প্রতিচ্ছবি"।

IMG_20211206_182123.jpg

আমরা সবাই এক একজন যোদ্ধা:⛳🤺🏇

এই পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো যোদ্ধা।কারণ জীবন মানেই লড়াই ও সংগ্রামে পরিপূর্ণ।যার প্রভাব আমাদের জীবনের এক পা বাড়াতেই অর্থাৎ প্রতি পদে পদে।জীবনে চলার পথে শত কাঁটা বিছানো,তাই আমাদের জন্মের পর থেকেই কোনো না কোনো কিছুর সঙ্গে বা জীবনের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয় পৃথিবীতে।একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য নিজের অবস্থান করতেও হয় বাস্তবের সঙ্গে মোকাবেলা করে।আর বাস্তবকে সামনা সামনি করতে গিয়ে আমরা এক একজন যোদ্ধার রূপ নিই।আমাদের মন কঠিন সময়ে রক্তাক্ত হয়ে ওঠে যে রক্ত মনকে কুড়ে কুড়ে খায় কিন্তু দেখা যায় না চোখে শুধু অনুভব করা যায়।জানি না এটি আপনারা কতটুকু বিশ্বাস করবেন কিন্তু আমার চিন্তাধারা ও আমার মন তাই বলে।সেই মনের ভাব প্রকাশ করলাম মাত্র।সেই চিন্তাধারা নিয়েই এক প্রকৃত যোদ্ধার ছবি আঁকার চেষ্টা করলাম কালো প্রতিচ্ছবিতে।এখানে পতাকাটি ক্ষত-বিক্ষত ,রক্তাক্ত মনের ইঙ্গিত করেছে।তো কথা না বাড়িয়ে চলুন অঙ্কন শুরু করা যাক----

উপকরণ:

1.সাদা কাগজ
2.পেনসিল
3.রবার
4.মার্কার পেন
5.রঙিন পেনসিল

অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20211206_181638.jpg

●প্রথমে অঙ্কনের জন্য কাগজ ও অন্যান্য উপকরণগুলি নিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20211206_181658.jpg

●ঘোড়ার মুখমন্ডলের প্রতিচ্ছবি একে নিলাম।

ধাপঃ 3

IMG_20211206_181716.jpg

●এরপর সম্পন্ন ঘোড়ার চিত্রটি একে নিলাম।এক্ষেত্রে ঘোড়ার দুই পা শূন্যের উপর থাকবে।

ধাপঃ 4

IMG_20211206_181734.jpg

IMG_20211206_181755.jpg

●ঘোড়ার পিঠে একটি মানুষের চিত্র অঙ্কন করে নিলাম ।এখানে মানুষটির একটি হাতে তলোয়ার একটি একে নিলাম।

ধাপঃ 5

IMG_20211206_181818.jpg

IMG_20211206_181843.jpg

●এবার আমি একটা মার্কার পেন দিয়ে কালো করে একে নেব ঘোড়া ও মানুষটির চিত্ৰ।

ধাপঃ 6

IMG_20211206_181904.jpg

●এরপর কালো মার্কার পেন দিয়ে আবছা করে রং করে একে নেব প্রথমে ।তারপর নীল মার্কার পেন ও পেনসিল দিয়ে সেপ দিয়ে নেব।

ধাপঃ 7

IMG_20211206_181921.jpg

IMG_20211206_181957.jpg

●একইভাবে মানুষের গায়ে ও কালো রঙ করে নেব ও পেনসিল দিয়ে সেপ দিয়ে নেব।

ধাপঃ 8

IMG_20211206_182014.jpg

IMG_20211206_182035.jpg

●তো সম্পন্ন চিত্রটি মানুষের ও ঘোড়ার একে ফেললাম।

ধাপঃ 9

IMG_20211206_182053.jpg

CollageMaker_20211206_182409507.jpg

●এখন আমি সবশেষে নিজের নাম লিখে দিলাম।ঘোড়ার নিচে কিছু অংশ জুড়ে ব্রাউন রঙের পেনসিল দিয়ে ধোয়ার কুন্ডলি একে নিলাম।এছাড়া ছবিটির মধ্যে একটি লাল রঙের একটি বিজয় পতাকা একে নিলাম।

ধাপঃ 10

IMG_20211206_182123.jpg

●তো অঙ্কন করা হয়ে গেল আমার চিত্রটি।আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

ঘোড়া অংকনটি অনেক সুন্দর হয়েছে আর মানুষের প্রতিচছবি।আপনার চিত্রাঙ্কন আইডিয়াটা অনেক ব্যতিক্রম এবং ইউনিট। এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,অনুপ্রাণিত হলাম আপনার সুন্দর মন্তব্যে।

 3 years ago 

আমি কিন্তু প্রথমে ভেবেছি ড্রাগনের ছবি। পরে বুঝতে পারলাম এটা একটি ঘোড়া। বোন আপনি তো খুব সুন্দর আকঁতে পারেন। দারুন হয়েছে আপনার অংকন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ড্রাগন!হা হা হা😊
মজা পেলাম, অসংখ্য ধন্যবাদ দাদা।আপনার প্রশংসা ভরা মন্তব্যের জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন দিদি এই পৃথিবীতে আমরা সবাই এক একজন যোদ্ধা। সবাই যুদ্ধ করছি এই পৃথিবীতে টিকে থাকার জন্য।

এবং ছবিটি এককথায় অসাধারণ একেছেন দিদি। আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং ধাপে ধাপে উপস্থাপনা টাও অনেক সুন্দর ছিল। ধন্যবাদ এতো সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক সুন্দর মন্তব্য শুনে অনুপ্রাণিত হলাম।ভালো থাকবেন।

 3 years ago 

আপু অনেক সুন্দর একটি চিত্র অংকন করেছেন।চলন্ত ঘোড়াটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।আর আপনার অঙ্কন করা চিত্রটি অঙ্কন করার পদ্ধতি ধাপে ধাপে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62663.38
ETH 2445.34
USDT 1.00
SBD 2.67