"ভারতের দ্বিতীয় বৃহত্তম রেল ওভারব্রিজের আলোকচিত্র"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম একটি ভিন্নধর্মী ব্লগ নিয়ে আপনাদের মাঝে।ফটোগ্রাফী করতে আমার এখন বেশ ভালো লাগে।আর সেই ভালো লাগা থেকেই আমি আজকেও কয়েকটি ফটোগ্রাফী নিয়ে চলে আসলাম আপনাদের সামনে।তবে ছবিগুলো এই সময়ে বেশ অর্থপূর্ণ ও সুন্দর।তো চলুন দেখে নেওয়া যাক---

IMG_20230212_135048.jpg

ভারতের দ্বিতীয় বৃহত্তম রেল ওভারব্রিজের আলোকচিত্র:

IMG_20230212_135231.jpg
ভারতের দ্বিতীয় বৃহত্তম রেল ওভারব্রিজ এটি ।যেটা আমাদের বর্ধমানে অবস্থিত এবং প্রায় 250 কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয় এই ঝুলন্ত রেল ওভারব্রীজটি।

IMG_20230212_135539.jpg

নতুন রেল ওভারব্রিজটি রাজ্য ও কেন্দ্র যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে।তবে পাশেই একটি পুরোনো বৃহৎ রেল সেতু রয়েছে।যেখান দিয়ে সাধারণ মানুষ সাইকেল, টোটো এবং পায়ে হেঁটে চলাচল করে।কিন্তু ওটা বেশ পুরোনো ও বিপদজনক বলে কয়েকদিন হলো ভেঙে ফেলা হয়েছে।ফলে অনেক ট্রেন বাতিল করা ও হয়েছে এবং আমাদের এক্সাম ও পিছিয়ে দেওয়া হয়েছিল।যদিও হাতে গোনা কয়েকটি ট্রেন চালু হয়েছে এখন এবং আমাদের আগামীকাল থেকে এক্সাম শুরু হবে।

IMG_20230212_135023.jpg

IMG_20230212_135513.jpg

নতুন রেল দিয়ে কোনো যাত্রী সাইকেল বা টোটো নিয়ে ও চলাচল করতে পারে না ,এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নতুন রেল সেতুটি পূজার আগেই তৈরি করা হয়েছে।যেটা সম্পর্কে আমি আগেই বলেছি আপনাদেরকে।আসলে আমরা এখানে সাহস করে পূজার প্যান্ডেল দেখার জন্য উঠেছিলাম অনেকটা ঝুঁকি নিয়ে।তবে রাস্তা পার হতে প্রায় 30-40 মিনিট সময় লেগে গিয়েছিল।যাইহোক এটার উদ্বোধন ৩০ সেপ্টেম্বর হয়েছিল।তখনই বর্ধমানের বাজে প্রতাপপুর থেকে আমি এই ছবিগুলি সংগ্রহ করেছিলাম।

IMG_20230212_135615.jpg

IMG_20230212_135122.jpg
লোকেশন

এখন যেহেতু পুরোনো রেল ব্রীজটি ভেঙে ফেলা হয়েছে সেহেতু ছবিগুলো শেয়ার করলাম।অনেক দিন থেকেই শেয়ার করবো বলে ভাবছিলাম।যাইহোক ১৯৭ দিন ধরে টানা কাজ করে এই নতুন রেলওয়ে ওভারব্রিজটি সম্পন্ন করা হয়েছিল।ব্রিজটি খুবই দীর্ঘ ও চওড়া।তবে এর ফলে একদিনের জন্যেও যানবাহন চলাচল ব্যাহত হয়নি ।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ব্রিজের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।পরের দিন আবারো নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হবো।ততক্ষণ সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸ধন্যবাদ সকলকে🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

Thank you.

 last year (edited)

ভারতের দ্বিতীয় বৃহত্তম রেল ওভারব্রিজের আলোকচিত্র দেখে অনেক ভালো লাগল।পুরানো ব্রিজটি ভেঙে ফেলে নতুন ব্রিজ করেছে, তাই আপনি স্মৃতি হিসেবে ছবি গুলো শেয়ার করেছেন। দীর্ঘ ১৯৭ দিনপর নতুন ব্রিজ সম্পূর্ণ হলো,যাক সময় লাগলেও ব্রিজ তো সম্পূর্ণ হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ আপু,সম্পূর্ণ হয়ে গেছে ব্রিজটি পূজার আগেই।ধন্যবাদ আপনাকে।

 last year 

২৫০ কোটি টাকা ব্যায় করে ঝুলন্ত রেল ওভারব্রীজ৷ ভারতের দিত্বীয় বৃহত্তম ব্রিজ আজ আপনার পোষ্টে জানতে পারলাম ও দেখতে পেলাম ৷ আসলে মাঝে মধ্যে পুরনো ছবিগুলো খুবই মনে পড়ে৷ যেমনটা আপনি সেই অনেক দিন আগে ফটোগ্রাফি করছেন ৷ আজকে শেয়ার করলেন ৷ অনেক ভালো লাগলো দিদি ৷ সেই সাথে আপনাকেও দেখতে অনেক ভালো লাগছে ৷

 last year 

সত্যিই তাই,পূজার সময় তুলেছিলাম আমি এই ছবিগুলো।ধন্যবাদ দাদা।

 last year 

ভারতের দ্বিতীয় বৃহত্তম রেল ওভারব্রিজ এর কিছু আলোকচিত্র আপনার মাধ্যমে দেখার সৌভাগ্য হলো। ২৫০ কোটি টাকা ব্যয় করে এই ঝুলন্ত ব্রিজ করা হয়েছে তাআপনার পোষ্টের মাধ্যমে জেনে নিতে পারলাম । আলোকচিএ গুলো অনেক সুন্দর ছিল ।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45