Diy-এসো নিজে করি-"অঙ্কন ও রঙিন কাগজ দিয়ে প্রজাপতির ওয়ালমেট তৈরি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন।আজ আমি আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধেয় @rme দাদা আয়োজিত সপ্তাহব্যাপী diy প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।আর সেটি হলো -"অঙ্কনের সঙ্গে সঙ্গে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি ও ওয়ালমেট তৈরি"।

CollageMaker_20211010_202718062.jpg
আমার লোকেশন

বন্ধুরা, প্রজাপতি!
যার রূপে আমরা প্রতিনিয়ত মুগ্ধ হই।
হাজারো রঙের সমাহারে সুসজ্জিত প্রজাপতি।
যাকে একটু ধরার আশ্বাসে আমরা সবাই ছোটবেলায় ফুল বাগান থেকে তেপান্তরের মাঠ পেরিয়েছি।
তবু ও হয়তো কখনো ব্যর্থ হয়েছি আবার কখনো বা ধরে প্রজাপতির রঙটি ফিকে করে দিয়েছি বা কখনো অতিরিক্ত আকৃষ্টের ফলে প্রজাপতিকে করেছি আহত।
তো চলুন সেই সুন্দর বিভিন্ন রঙের প্রজাপতি বানায় কাগজ দিয়ে--
CollageMaker_20211010_153037446.jpg
আমার লোকেশন

■উপকরণ:

1.বিভিন্ন রঙের কাগজ
2.কেচি
3.হাইলাইট পেন
4.বিভিন্ন রঙের জেল পেন
5.বিভিন্ন রঙের মাইক্রোটিভ পেন
6.কালো রঙের ডড পেন
7.পেনসিল
8.বাদামি রং পেনসিল
9.আঠা
10.কার্ডবোর্ড

■পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20211010_144100.jpg

◆প্রথমে আমি প্রজাপতি অঙ্কন ও কাগজ দিয়ে বানানোর জন্য সব প্রয়োজনীয় উপকরণগুলি নিয়ে নিলাম।যেমন--বিভিন্ন রঙের কাগজ,পেনসিল, আঠা,কেচি ,বিভিন্ন রঙের পেন ইত্যাদি।

ধাপঃ 2

CollageMaker_20211010_150650466.jpg
আমার লোকেশন

◆এবার আমি একটি গোলাপি রঙের কাগজ নিয়ে 10cm × 6cm মাপের করে কেটে নেব কেচি দিয়ে।তারপর কাগজটি সমানভাবে ভাঁজ করে তার উপরে পেনসিল দিয়ে একটি প্রজাপতির অর্ধাকৃতি করে আঁকিয়ে নিলাম।পেনসিল দাগের উপর দিয়ে কেচি দিয়ে কেটে নিলাম।

ধাপঃ 3

CollageMaker_20211010_150739271.jpg

◆ওই একই মাপের প্রজাপতিটি একই মাপের রঙের কাগজের উপর ধরে পেনসিল দিয়ে দাগিয়ে নিলাম।এরপর কেচি দিয়ে কাটার সময় একটু ছোট করে কাটলাম প্রজাপতিটি।

ধাপঃ 4

CollageMaker_20211010_150827879.jpg
আমার লোকেশন

◆এরপর দুটি প্রজাপতির চারিপাশে কালো রঙের ডড পেন দিয়ে দাগ দিয়ে ডিজাইন করে নিলাম।আর ছোট প্রজাপতির মাঝের ছোট অংশে কালো রঙের দাগ মোটা করে দিলাম।

IMG_20211010_144328.jpg

◆এরপর বাদামি রঙের পেনসিল দিয়ে ছোট প্রজাপতির মাঝের ছোট অংশের দুইপাশে রং করে নিলাম কিছু অংশ জুড়ে।

ধাপঃ 5

CollageMaker_20211010_150905327.jpg

◆এবার বড়ো প্রজাপতির মাঝের ছোট অংশে আঠা লাগিয়ে নিলাম ।আঠার উপর ছোট অঙ্কন করা প্রজাপতিটি বসিয়ে দিলাম।

ধাপঃ 6

IMG_20211010_144453.jpg
আমার লোকেশন

◆তো তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ প্রজাপতিটি।এটি গোলাপি রঙের প্রজাপতি ছিল।

ধাপঃ 7

CollageMaker_20211010_151053608.jpg

◆গোলাপি রঙের প্রজাপতির মতো করে একই মাপে কাগজ কেটে আমি হলুদ ও আকাশি নীল রঙের প্রজাপতি বানিয়ে নেব।একইভাবে একটি বড় ও একটি ছোট প্রজাপতি বানিয়ে নেব।তারপর আঠা দিয়ে জুড়ে দেব।

ধাপঃ 8

IMG_20211010_144739.jpg

◆প্রত্যেকটি প্রজাপতির চারিপাশে কালো রঙের ডড পেন দিয়ে ডিজাইন তৈরি করে নেব এবং মাঝের ছোট প্রজাপতির মধ্যে মোটা কালো রঙের দাগ দিয়ে তারপাশে কিছু অংশ ইচ্ছে মতো বিভিন্ন রঙের মাইক্রোটিভ ও জেল পেন দিয়ে ডিজাইন তৈরি করে নেব।যেমন-লাল,খয়েরি, বাদামি ও টিয়ে রঙ করে নিলাম।

ধাপঃ 9

CollageMaker_20211010_151356619.jpg
আমার লোকেশন

◆তো আমার সকল প্রজাপতি বানানো হয়ে গেছে।দেখুন বন্ধুরা, চারিদিকে মনে হচ্ছে প্রজাপতিগুলি উড়ে উড়ে বেড়াচ্ছে।

ধাপঃ 10

CollageMaker_20211010_151444132.jpg

◆এবার আমি একটি পুরু কার্ডবোর্ড নিলাম।সেটি যেকোনো কাগজের বাক্সের হতে পারে এবং তা চারকোনা করে কেটে নিলাম।কাগজটির গায়ে আঠা দিয়ে একটি সাদা রঙের কাগজ আটকে নিলাম।

ধাপঃ 11

IMG_20211010_144946.jpg

◆তো আমার কার্ডবোর্ডের গায়ে কাগজটি আটকে নেওয়া হয়ে গেছে।

ধাপঃ 12

CollageMaker_20211010_151555743.jpg
আমার লোকেশন

◆এরপর গোলাপি রঙের কিছু কাগজ সরু করে কেটে নিয়ে গুটিয়ে রোল করে পাইপের মতো তৈরি করে নিলাম এবং আঠা দিয়ে লাগিয়ে দিলাম মাথার অংশটি।পাইপগুলি দুটি বড়ো ও দুটি একটু ছোট সাইজের বানিয়ে নিলাম।

ধাপঃ 13

CollageMaker_20211010_151728682.jpg

◆এবার কাগজের তৈরি বড়ো দুটি পাইপ কার্ডবোর্ডের দুই পাশে ও ছোট দুটি পাইপ কার্ডবোর্ডের উপর ও নীচে আঠা দিয়ে আটকে নিলাম।তো আমার কাগজের ওয়ালমেটটি তৈরি হয়ে গেল সম্পূর্ণভাবে।

ধাপঃ 14

IMG_20211010_145719.jpg

◆এরপর প্রজাপতির নিচে সামান্য পরিমাণ আঠা লাগিয়ে কার্ডবোর্ডের মাঝখানে বসিয়ে দিলাম আকাশি নীল রঙের একটি প্রজাপতি।

ধাপঃ 15

CollageMaker_20211010_151941889.jpg
আমার লোকেশন

CollageMaker_20211010_152113830.jpg

◆এরপর একে একে সব প্রজাপতির নিচে আঠা লাগিয়ে কার্ডবোর্ডের মধ্য বসিয়ে দিলাম।

ধাপঃ 16

IMG_20211010_145737.jpg

CollageMaker_20211010_152316617.jpg
আমার লোকেশন

◆সব প্রজাপতি কার্ডবোর্ডের মধ্যে বসিয়ে দিলাম।কিন্তু একটি হলুদ প্রজাপতি রোল করা কাগজের পাইপের উপর বসিয়ে দিলাম আঠা দিয়ে।

ধাপঃ 17

IMG_20211010_150121.jpg

IMG_20211010_150336.jpg
আমার লোকেশন

◆এরপর কয়েকটি ছবি তুললাম প্রজাপতির নানানভাবে।

ধাপঃ 18

CollageMaker_20211010_153255302.jpg
আমার লোকেশন

◆তো আমি শেষমেশ "অঙ্কনের সঙ্গে সঙ্গে কাগজ দিয়ে প্রজাপতি এবং ওয়ালমেটটি বানিয়ে ফেললাম।

আশা করি বন্ধুরা, আপনাদের সকলের কাছে আমার আজকের diy টি ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো এবং সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

এই ওয়ালমেট আমার পছন্দ হয়েছে । মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা কোন ওয়ালমেট।
এটা দিয়ে ঘর সাজালে বেশ মানাবে মনে হচ্ছে।

 3 years ago 

ঠিক বলেছেন দাদা ,এটি ঘরের সৌন্দর্য্য বৃদ্ধি করবে।আপনার কাছে ভালো লেগেছে এতেই আমার কাজের সার্থকতা।অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা, আপনার মূল্যবান মন্তব্য দ্বারা আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

খুব ভাল আইডিয়া। প্রজাপতি গুলো সত্যিই চমৎকার হয়েছে। ক্রিয়েটিভিটির অসাধারণ পরিচয় দিয়েছেন আপনি

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভালো কাজের জন্য ভাল মন্তব্য। আর এটাই হওয়া স্বাভাবিক

 3 years ago 

একদম ঠিক বলেছেন।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর প্রজাতির তৈরি করেছেন আপু। খুবই সুন্দর লাগছে, এই প্রজাতির ছবি গুলো দেয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। শুভকামনা রইলো আপু

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ,এগুলো ঘরের সৌন্দর্য্য ফুটিয়ে তুলতে সাহায্য করে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুচিন্তিত মতামত জানানোর জন্য।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার রঙিন পেপার কেটে প্রজাপতি বানানো বিশেষ করে হলুদ প্রজাপতি টা একদম অরজিনাল প্রজাপতির মত দেখাচ্ছে

 3 years ago 

হ্যাঁ ভাইয়া, হলুদ রঙের প্রজাপতিটা আমার কাছে ও বেশ ভালো লেগেছে।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 3 years ago 

ওয়াও আপু!!
অনেক বেশি সুন্দর হয়ছে।আর কাগজ দিয়ে তৈরি অরিগামীর মধ্যে প্রজাপতি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। প্রজাপতির রঙ গুলাও খুবই দারুণ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার সুন্দর প্রশংসাভরা মন্তব্যের জন্য।সত্যিই আমি খুশি হলাম।

 3 years ago 

আপনার প্রজাপতির চিত্র অংকনটি দেখতে অনেক ভালো লাগছে। আপনি অনেক সুন্দর করে বানিয়েছেন । তাই আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 🦋🦋🦋

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপু আপনার প্রজাপতির ওয়ালমেট আমিও ভেবেছি এমন কিছু করবো আপনাদের কাছ থেকে এভাবে অনুপ্রাণিত হচ্ছি
আস্তে আস্তে।

 3 years ago 

আপনি ও একটা বানিয়ে ফেলুন আপু ওয়ালমেট ।তাহলে নতুন কিছু দেখতে পাবো।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুচিন্তিত মতামত প্রকাশের জন্য।

 3 years ago 

প্রজাপতি গুলো এতো সুন্দর হইছে কি বলব আপু। আমার প্রজাপতি অনেক ভালো লাগে। ধন্যবাদ এত কষ্ট করে মাঝে কালারফুল প্রজাপতি শেয়ার করা জন্য

 3 years ago 

আমার ও প্রজাপতি খুব ভালো লাগে একটি বাড়তি আকর্ষণ আছে বলতে পারেন।অসংখ্য ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্য ব্যাক্ত করার জন্য।

 3 years ago 

প্রজাপতির তৈরি ওয়ালমেট সত্যিই অসাধারণ হয়েছে। অনেক পরিশ্রম হয়েছে যদিও ভালে কিছু তৈরি করেছেন। উপস্থাপনাও চমৎকার ছিল আপু।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 3 years ago 

অঙ্কন ও রঙিন কাগজ দিয়ে প্রজাপতির ওয়ালমেট তৈরি" অনেক সুন্দর ছিল আপু। দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন আপনার জন্য শুভকামনা রইল আপু

 3 years ago 

আপনাদের কাছে ভালো লাগাই আমার পরম পাওয়া ।অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64623.67
ETH 3421.73
USDT 1.00
SBD 2.51