"কাগজ দিয়ে ফুল ও ওয়ালমেট তৈরি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?
আশা করি সকলেই ঈশ্বরের আশীর্বাদে ভালো এবং সুস্থ আছেন।আজ আমি আপনাদের সামনে একটি diy নিয়ে হাজির হলাম।

কয়েকটি দিন বেশ ব্যস্ততার মাঝে সময় কাটছে আমার।কারণ নতুন কলেজে ভর্তি হয়েছি।কিন্তু কলেজ এখন ও বন্ধ।তাই অনলাইনে ক্লাস হচ্ছে।সেটা ও আবার দিনের যখন খুশি তখন। কখনো সকাল,কখনো দুপুর কিংবা কখনো সন্ধ্যায়।ফলে বুঝে ওঠা খুবই কষ্টকর হয়ে পড়ছে ।নির্দিষ্ট সময় হলে এই সমস্যায় পড়তে হতো না।যাইহোক আজ রবিবার ছুটির দিন, ফলে একটু ক্লাসের ঝামেলা থেকে রেহাই পেয়েছি।তাই একটু কাগজ দিয়ে ফুল বানাতে বসে পড়লাম।তো চলুন শুরু করা যাক---

CollageMaker_20211031_135001577.jpg
আমার লোকেশন

উপকরণ:

1.গোলাপি রঙের কাগজ
2.কেচি
3.আঠা
4.কার্ডবোর্ড
5.সাদা রঙের কাগজ
6.বেগুনি ও লাল রঙের জেল পেন

পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20211031_133308.jpg

●প্রথমে ফুল বানানোর জন্য উপকরণগুলি নিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20211031_133327.jpg

●6 টি কাগজ 10 × 10 cm নেব।

ধাপঃ 3

CollageMaker_20211031_134341880.jpg

●এইবার একটি করে কাগজ নিয়ে 3টি ভাঁজ দিয়ে কেচি দিয়ে কেটে নেব।

ধাপঃ 4

CollageMaker_20211031_134413552.jpg

●এরপর কেটে নেওয়া কাগজ আরেকটু করে চিরে নেব।

ধাপঃ 5

IMG_20211031_133444.jpg

●এইভাবে একটি কাগজ দিয়ে তৈরি করে নিলাম।

ধাপঃ 6

IMG_20211031_133523.jpg

●তো সব কাগজগুলো একইভাবে কেটে নিলাম।

ধাপঃ 7

CollageMaker_20211031_134550837.jpg

●এরপর একটি কাগজ রেখে অন্য কাগজগুলো একটু একটু করে কেটে নেব।কোনোটির একটির একটু অংশ করে করে পরের কাগজটি তার থেকে আরেকটু বেশি করে কেটে নেব।একটুখানি কাগজ রেখে তাতে আঠা লাগিয়ে নেব।আঠা লাগিয়ে কাগজের একটি খন্ড অপর খণ্ডের সঙ্গে লাগিয়ে নেব।

ধাপঃ 8

IMG_20211031_133631.jpg

●তো আমার সব কাগজগুলো একে একে আটকে নেওয়া হয়ে গেছে।

ধাপঃ 9

CollageMaker_20211031_134624955.jpg

●এরপর বড়ো কাগজ থেকে সাজিয়ে একটির উপর একটি আঠা দিয়ে লাগিয়ে নেব।

ধাপঃ 10

IMG_20211031_133702.jpg

●শেষ 3 টি কাগজের নিচের অংশ কেটে ছোট করে নিয়ে বসিয়ে দেব।

ধাপঃ 11

IMG_20211031_133714.jpg

●তো আমার কাগজের ফুলটি সম্পূর্ণ তৈরি হয়ে গেল।

ধাপঃ 12

CollageMaker_20211031_134649924.jpg

●এবার একটি কার্ডবোর্ড নিয়ে কেচি দিয়ে লাভের মতো কেটে নেব।

ধাপঃ 13

IMG_20211031_133752.jpg

●তারপর আঠা দিয়ে কার্ডবোর্ডের গায়ে সাদা রঙের কাগজ আটকে নেব।

ধাপঃ 14

IMG_20211031_133805.jpg

●তো ওয়ালমেটটি তৈরি করে তার উপরে আঠা দিয়ে ফুলটি আটকে নেব।

ধাপঃ 15

IMG_20211031_133955.jpg

●একইভাবে আরেকটি ছোট ফুল তৈরি করে আটকে নেব ওয়ালমেটের উপর আঠা দিয়ে।

ধাপঃ 16

CollageMaker_20211031_134744089.jpg

IMG_20211031_134045.jpg

●সবশেষে ওয়ালমেটের গায়ে কমিউনিটি ও নিজের নামটি লিখে নিলাম।

ধাপঃ 17

CollageMaker_20211031_134854347.jpg

●তো আমার ওয়ালমেটটি পুরোপুরি তৈরি হয়ে গেল।

ধাপঃ 18

IMG_20211031_134147.jpg

●আমার তৈরি অন্যান্য জিনিসের সঙ্গে ওয়ালমেটটি রেখে দিলাম।

আশা করি ,আমার তৈরি ওয়ালমেটটি সকলের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সকলকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

রঙিন কাগজের ফুলটি আমার কাছে খুব সুন্দর লেগেছে। "আর লাভ ওয়ালমেট তৈরি"-ভিন্ন ধরনের অভিজ্ঞতা পেলাম।ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া, আমি নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে পছন্দ করি।আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল ওয়ালমেট তৈরি করেছেন ।জেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন ,সেটি দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে কিভাবে আপনি ওয়ালমেটটি তৈরি করেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল ওয়ালমেট তৈরি খুব সুন্দর লাগছ। আপনি এমনিতেই খুব সুন্দর করে সবকিছু তৈরি করেন।যা আমার কাছে খুব ভালো লাগে। প্রতিটা ধাপ সুন্দর করে ছবি তুলে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো থাকুন।

 3 years ago 

মাশাল্লাহ অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে ফেলেছেন আপনি ।সত্যিই আপনার প্রতিটা কাজের প্রশংসা করতেই হবে আপু আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে অনেক বড় হবেন একজন সফল ব্যক্তি হবেন এতে কোন সন্দেহ নেই।

 3 years ago 

চেষ্টা করে যাচ্ছি ভাইয়া ফলের আশা না করে ,আপনাদের আশীর্বাদে।অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

আপনার তৈরি ফুল দেখতে অনেক সুন্দর লাগছে। লাভের উপর ফুলট খুব সুন্দর ভাবে বসিয়েছেন।দেয়ালের সাথে ওয়ালমেটটি অনেক সুন্দর মানাবে।😍😍

 3 years ago 

ঠিক বলেছেন ,ওয়ালমেট দেওয়ালেই ভালো মানায়।অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল এবং ওয়ালমেট তৈরি করেছেন দেখতে খুবই ভালো লাগছে। এবং প্রতিটা ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন যে কোন মানুষ আপনার পোস্টটি পড়লে এবং দেখলে সে নিজেও বাসাতে তৈরি করতে পারবে সত্যিই অসাধারণ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে diy পোস্ট টি দুর্দান্ত হয়েছে। কাগজ দিয়ে ফুলটি দেখতে অনেক সুন্দর হয়েছে। শুভ কামনা।

 3 years ago 

ধন্যবাদ দাদা।

 3 years ago 

কাগজ দিয়ে ফুলের এই সুন্দর ওয়ালেট দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দর ভাবে এটি তৈরি করেছেন এবং আপনি ধাপে ধাপে উপস্থাপন করেছেন, যা দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।

 3 years ago 

আপু আমিও অপেক্ষায় ছিলাম আপনারা নতুন কাজ দেখব। অবশ্যই আপনি আমাদের মাঝে আবার হাজির হলেন। সুন্দর কাগজ দিয়ে ফুল এবং ওয়ালমেট তৈরি। এত সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপনা করলেন দেখে মনটা ভাল হয়ে গেল এবং অনেক ভাল ছিল আপু। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আমি খুবই আনন্দিত, আপনার মন ভালো করতে পেরে।হয়তো এটি আমার কাজের সার্থকতার প্রতিফলন।অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকুন সবসময়।

 3 years ago 

আপু আপনার কাজ নিয়ে কোন কিছু বলা অথবা কোন কিছু মন্তব্য করা আমি জানিনা ঠিক হবে কিনা! কারন আপনার প্রত্যেকটা কাজ আপনি যথেষ্ট নিখুঁতভাবে এবং অনেক বেশি সুন্দর ভাবে করার চেষ্টা করেন আর অনেক বেশি সুন্দর হয়। যেমন আজকের কাজটি, আজকের কাগজ দিয়ে ফুল ও ওয়ালমেট তৈরি টা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর আপনি তো সবসময়ই অনেক ইউনিক কাজই করেন যা আমার কাছে খুব ভালো লাগে। খুব ভালো থাকবেন আপু, আপনি সত্যিই খুব দারুণ একজন মানুষ।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য সবসময় আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা দেয়,ফলে আমি নতুন কিছু উপহার দিতে পারি আপনাদেরকে।আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুব খুশি আপু।আপনি ও খুবই মজার মানুষ, ভালো থাকবেন সবসময়💝।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 60700.74
ETH 2389.90
USDT 1.00
SBD 2.64