"আঁধারে খুঁজে পাবে শুভ্রতা"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ সকাল থেকেই প্রচন্ড ঝড়ো হাওয়া বইছে আর আমার গায়ে এসে আলিঙ্গন করে যাচ্ছে।তাই আজ আমি আবারো আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন বিষয় নিয়ে।আজকে আমার অনুভূতির বিষয় হলো- "আঁধারে খুঁজে পাবে শুভ্রতা"।

"আঁধারে খুঁজে পাবে শুভ্রতা"

IMG_20220327_181728.jpg

"কালো জগতের আলো" এই কথাটি আমরা লোকমুখে সবসময় শুনে আসছি বা এখনো শুনি।এটি একটি প্রবাদ বাক্যের মতো।আসলে এই আঁধার বা কালোর গুরুত্ব অনেক ।কিন্তু আমরা এই বাক্যটি শুধুমাত্র মানুষের গায়ের রং দিয়ে বিচার করি।মেয়েদের ক্ষেত্রে কিংবা তাদের বিয়ের সময় এইরকম কিছু শুনতে পাই।আমার মনে হয় এগুলো ঘিরে অনেক কিছুই আছে কিন্তু মানুষ তার গভীরতা না বুঝে উপরি উপরি বলতে থাকে।আমরা এটিও জানি যে রাত না হলে দিনের কোনো অস্তিত্ব নেই।কিন্তু কখনো এই রাতের ভিতরের গুরুত্বটাকে খুঁজে দেখি না।আমার মনে হয় অন্ধকার ও আলো সমান অপরিহার্য কিন্তু মানুষ আলোর দিকেই বেশি ঝোঁকে।মানুষ সৃষ্টির সেরা জীব কিন্তু কিছু ক্ষেত্রে তাদের বিচার বুদ্ধি ঠুনকো ভাবে কাজ করে।যেমন তারা শুধুই গায়ের উপরের রংকে বিবেচনা করে কিন্তু অন্তরকে বিচার করে না।একটি শ্বেতকায় মানুষের মন কালো কয়লা অর্থাৎ অহংকার, দাম্ভিকতায় ভরা থাকতে পারে।কিন্তু একজন কালো মানুষের মন শুভ্রের ন্যায় সাদা ও সহজ-সরল হতে পারে।এটি কেউ মানতেই চান না।এখনো আধুনিক যুগে কোথাও কোথাও কালো-শুভ্র গায়ের রঙ নিয়ে মার-ডাঙ্গা হয়ে থাকে।দুধের শিশুদের মরতে হয় মিথ্যা গায়ের রংয়ের জন্য।কিন্তু তারা এটি বুঝতে চান না বা মেনে নিতে পারেন না গায়ের রঙ দিয়ে কিছু বিচার করা যায় না, বিচার হয় মানুষের মন।একজন শ্বেতকায় মানুষ একজন কালো রঙের মানুষের থেকে অনেক নিচে অবস্থান করে, যখন তার মন কালো ছায়ায় ঢাকা থাকে।এক্ষেত্রে প্রকৃতির অনেক জীব-জন্তুও কালো রঙের হয় কিন্তু তাদের গুন সাদা রঙের জীবের থেকে বেশি প্রাধান্য পায়।যেমন--

●অন্ধকারে ও সাদা রঙের ফুল ফোটে
●কাক ও কোকিল কালো
●মানুষের সৌন্দর্য্যের প্রধান অংশ কালো
এক্ষেত্রে আমি কয়েকটি উদাহরণ দিতে পারি----

■অন্ধকারে ও সাদা রঙের ফুল ফোটে

প্রকৃতির সবথেকে সুন্দর বস্তু ফুল।যেটি সকলের পছন্দের।কিন্তু এই ফুলের বিভিন্ন রঙের ও বিভিন্ন প্রজাতির রয়েছে।কিন্তু সাদা পবিত্রতার প্রতীক,সুন্দরের প্রতীক ও শুভ্রতার প্রতীক।তাই সাদা রঙের ফুল সকল শুভ কাজে ব্যবহার করা হয়।কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে এই সুন্দর সাদা রঙের ফুল কখন ফোটে।আমার জানা মতে,অধিকাংশ সাদা রঙের ফুল রাতের অন্ধকারে ফোটে।আর সেই ফুলের সুগন্ধ খুবই তীব্র হয়, যেটি বহুদূর অব্দি ছড়িয়ে যায়।অর্থাৎ দিনের আলোয় ফোঁটা ফুলের থেকে আঁধারে ফোঁটা ফুলের সুগন্ধকে মানুষ বেশি ভালোবাসে।যেমন-বেলি ফুল, গন্ধরাজ ফুল, বকুল ফুল ও শিউলি ফুলসহ ইত্যাদি।সবগুলোই সাদা রঙের ফুল কিন্তু এই ফুলগুলি সবসময় সন্ধ্যাবেলা কিংবা রাতের অন্ধকারে ফোটে।আর সুন্দর সুগন্ধ দ্বারা ভরিয়ে তোলে প্রকৃতিকে।

IMG_20220403_211145.jpg

■কাক ও কোকিল কালো

পাখিদের মধ্যে কাক কালো বলেই অনেকেই কুৎসিত পাখি বলে গণ্য করে থাকেন।কিন্তু কাক হলো খুবই উপকারী একটি পাখি,যে নোংরা বস্তুকে খেয়ে পরিবেশকে দূষণ মুক্ত রাখে।এছাড়া এটি হিন্দুধর্মে শনিঠাকুরের বাহন।তাই সবসময় কাক মানুষের শুভ ও অশুভ সকল সংকেত আগে থেকেই বহন করে।ধর্মগ্রন্থগুলিতে কাক চরিতের সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে।কোকিল যে নিজের বাসা বাঁধতে পারে না অন্যের বাসায় ডিম পাড়ে।কিন্তু কোকিল কালো হলেও এর বিশেষ গুন আছে।যেটি তার সমধুর কন্ঠ।তার কণ্ঠে মোহিত করে মানুষকে গোটা বসন্তকাল জুড়ে।কালো হয়েও এই পাখিদের মধ্যে বিশেষ বিশেষ গুন বিদ্যমান।

■মানুষের সৌন্দর্য্যের প্রধান অংশ কালো

মানুষের গায়ের রঙ ফর্সা হোক কিংবা কালো তার প্রধান সৌন্দর্যের অংশগুলো কিন্তু কালোয় ঢাকা।অর্থাৎ কালোর কম্বিনেশনই কোনো জীবকুল,পক্ষীকুলকে এত সুন্দরতা দান করে।মানুষের যদি সুন্দর দুটি চোখের কালো মনি না থাকতো কখনোই তার সুন্দর রূপ ফুটে উঠতো না,মাথার চুল যদি কালো না হয়ে সাদা হতো তাহলে কখনোই সৌন্দর্য্যের পরিমাপ করা যেত না।মানুষের দুটি ভ্রু যদি কালো না হতো তাহলে সেটি ছিল মুখশ্রীর জন্য বেমানান।তাই ঈশ্বর তার সৃষ্টির সবথেকে সুন্দরকে ফুটিয়ে তুলতে কালো রঙের ব্যবহার করেছেন।যেটির জন্যই সকল সৌন্দর্য্য।তাই কালো রঙের গুরুত্ব অধিক।মনের চোখ দিয়ে দেখলে সকল আধারের মধ্যেই শুভ্রতা খুঁজে পাওয়া যায়।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের অনুভূতিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা:poco m2 এবং redmi note 10 pro max

অভিবাদন্তে: @green015

Sort:  

কালোই জগতের আলো এই কথাটি আপনি অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন। আর কাক ও কোকিলের উদাহরণ কি অসাধারণ ছিল। আর আমাদের দেহের সৌন্দর্য এর প্রধান অংশ এই কালো চোখ আগে জানতাম না। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আর আমাদের দেহের সৌন্দর্য এর প্রধান অংশ এই কালো চোখ আগে জানতাম না।

আমার কাছে চোখের জন্যই মানুষ বেশি সুন্দর তাই মনে হয়, অন্যের চিন্তাধারা ব্যতিক্রম হতে পারে ভাইয়া।আমার অনুভূতি প্রকাশ করলাম মাত্র,অসংখ্য ধন্যবাদ আপনাকে।আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

আগে বিচার-বিশ্লেষণ করে, মানুষ আগে চিন্তা করে যে আমি যে কথা বললে বেঁচে যাব সেটা দিয়েই চালিয়ে নেব। তবে আপনি রাত এবং দিনের খুব সুন্দর পার্থক্য বুঝিয়েছেন। তবে কালোর মাঝে যে আলো থাকে সে আলোটা অনেকেই দেখতে পায় না। তাই কাল নিয়ে এত হট্টগোল। কাক ও কোকিল অনেক কিছু দিয়ে আপনি দিন এবং রাতের পার্থক্যটা বুঝিয়েছেন। অসাধারণ লিখেছেন, আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

হয়তো বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো আপনার পোস্টের মধ্যে যথেষ্ট জ্ঞান সম্পন্ন ও দক্ষতার পরিচয় মিলে, যা বিশেষ শিক্ষার প্রকাশ পেয়েছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনুপ্রাণিত হলাম।

 2 years ago 

রঙ আর রুপ দেখে করিস নে বিচার ও মন। আসলে মানুষে গায়ের রঙ আর রুপ দেখে বিচার করতে আমরা সব সময় ভুল করি। কারন মন আর মানুষের সৌন্দর্য্যের এক জিনিস নয়। আপনি অনেক সুন্দর একটি পোষ্ট শেয়ার করেছেন। আমার মনে কথা গুলো লিখছেন বলে মনে হচ্ছে। শুভকামনা রইল

 2 years ago 

মন আর মানুষের সৌন্দর্য্যের এক জিনিস নয়।

ঠিক বলেছেন ভাইয়া👍.অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর মতামত জানানোর জন্য।

 2 years ago 

সাদা এবং কালো । কাক পাখিটিকে আমি পছন্দ করি একটা কারনে সেটা হল কাক পাখির দল খুবি একাতাবদ্ধ। কোন সমস্যায় ওরা খুবি দলবদ্ধ ভাবে থাকে। সত্যি কালো ছাড়া সাদার অস্তিত্ব খুজে পাওয়া যাবে না। দিন ও রাত এটা হছে চিরন্তন সত্য। এটা হবেই। রাত ছাড়া দিন এবং দিন ছাড়া রাতের কোন মূল্য নেই। আপনার লেখায় সুন্দর একটি বিষয় ফুটিয়ে তুলেছেন। ভাল থাকবেন। ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা,সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

একদম বাস্তবসম্মত কথাগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কালোই জগতের আলো। আসলে সৌন্দর্য তা মানুষের মন মানসিকতা এবং দৃষ্টিভঙ্গির উপর প্রকাশ পায়। আপনি আপনার দৃষ্টিতে মানুষকে যেভাবে দেখবেন আন্দাজ করবেন ঠিক তেমনটাই অনুভব করবেন। এই জগতে সবাই সুন্দর কেউ অসুন্দর নয়। খুব সুন্দর একটি উপস্থাপনা ছিল আপু মনটা ভরে গেল লেখাগুলো পড়ে।

 2 years ago 

এই জগতে সবাই সুন্দর কেউ অসুন্দর নয়।

ভাইয়া আমার মনে হয়, সবাই সুন্দর হলে ও সবার মন সুন্দর নয়।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 2 years ago 

একটা কথা আছে কালোই জগতের ভালো। আপনার পুরো লেখা পড়ে আপনার লেখার ভক্ত হয়ে গেলাম। আপনি যে ভাবে সুন্দর ভাবে প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন তা সত্যি প্রশংসা পাওয়ার মতো।

 2 years ago 

আপনার পুরো লেখা পড়ে আপনার লেখার ভক্ত হয়ে গেলাম।

এইজন্য আমি খুবই আনন্দিত ভাইয়া।😊😊অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ অসাধারন আপনার লেখার ধরন। অনেক সুন্দর লেখেন আপনি। কালো চোখের মাধ্যমেই আমরা এই সুন্দর পৃথিবী দেখি। অনেক সুন্দর উদাহরন টেনেছেন। লেখাগুলো মার্ক আপ ইউজ করে লেখলে আরও সুন্দর দেখাতো। যাইহোক অনেক ভালো ছিল পোস্টটি।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.026
BTC 54691.22
ETH 2323.26
USDT 1.00
SBD 2.12