Diy- "রঙিন কাগজ দিয়ে পদ্মফুল তৈরি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সামনে আবার ও diy নিয়ে হাজির হলাম।সেটি হলো- "রঙিন কাগজ দিয়ে পদ্মফুল তৈরি"।

IMG_20220602_112435.jpg

অনেকদিন হলো কোনো diy তৈরি করা হয়না কাগজ দিয়ে। সময় সল্পতার কারনে কিছু বানানো হয়ে ওঠে না।তাই আজ আমি পদ্মফুল তৈরি করেছি,এটি ছোটবেলায় স্কুলে আমরা প্রায় তৈরি করতাম।আর মজার ব্যাপার হলো এই ফুলটি তৈরির সময় মুখে ফু দিয়ে বেলুনের মতো ফুলাতে হতো।ফুলগুলি দেখতে খুবই সুন্দর লাগে।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।তো চলুন শুরু করা যাক----

উপকরণ:

1.রঙিন কাগজ
2.আঠা
3.কেচি
4.স্কেল
5.পেন

প্রস্তুতীকরণ:

ধাপঃ 1

IMG_20220602_103723.jpg

◆প্রথমে আমি প্রয়োজনীয় উপকরণগুলি নিয়ে নেব।

ধাপঃ 2

IMG_20220602_103736.jpg

◆এরপর একটি গোলাপি রঙের কাগজ চারকোনা করে কেটে নেব মিডিয়াম সাইজে।

ধাপঃ 3

IMG_20220602_103750.jpg

◆এবারে কাগজটি মাঝবরাবর ভাঁজ করে চারপাশভেঁজে ত্রিভুজের মতো করে নেব।

ধাপঃ 4

IMG_20220602_112039.jpg

◆এরপর এভাবে কাগজের উপর ও নীচে ভেঁজে নেব দুইপাশ।

ধাপঃ 5

IMG_20220602_112056.jpg

◆এবারে আবার একপাশের কাগজ ভেঁজে নিলে ডাবল ভাঁজ দেখা যাবে ।সেখানে অন্য পাশের কাগজটি ভেঁজে আটকে নেব।এভাবে দুইপাশ আটকে নিলাম।

ধাপঃ 6

IMG_20220602_112113.jpg

◆পদ্মফুলের সেপ তৈরি করা হয়ে গেলে পিছন দিকে একটু কেটে নেব কেচি দিয়ে।এরপর মুখ দিয়ে ফু দিয়ে ফুলিয়ে নেব বেলুনের মতো করে।

ধাপঃ 7

IMG_20220602_112128.jpg

◆ফুলিয়ে নেওয়ার পর পদ্মফুলের পাপড়ি চারটি মেলে দেব।

ধাপঃ 8

IMG_20220602_112251.jpg

◆তো ফুটন্ত পদ্মফুলটি আমার তৈরি করা হয়ে গেছে।

ধাপঃ 9

IMG_20220602_112144.jpg

◆এবারে এক ফালি কাগজ স্কেল দিয়ে কেটে গুটিয়ে রোল করে নেব।তারপর আঠা দিয়ে আটকে নেব।

ধাপঃ 10

IMG_20220602_112209.jpg

◆একইভাবে আরেকটি ছোট্ট কাগজ দিয়ে পদ্মফুলের সেপ বানিয়ে নেব।

ধাপঃ 11

IMG_20220602_112305.jpg

◆এরপর রোল করা কাগজটি পদ্মফুলের পিছনের ফাঁকা জায়গায় আটকে নেব।যেটির উপর ফুল ভর করে থাকবে ফুলটি।তো ফুলের ডাটা তৈরি করে নিলাম।

ধাপঃ 12

IMG_20220602_112325.jpg

◆তো আমার ফুলের ছোট্ট কুঁড়ি তৈরি করা হয়ে গেছে।এই ফুলের ও ডাটা তৈরি করে নেব।

ধাপঃ 13

IMG_20220602_112235.jpg

◆এরপর নীল রঙের পাতার সেপটি গোল করে কেটে নেব কেচি দিয়ে এবং একটি সবুজ রঙের পেন দিয়ে শিরা একে নেব পাতার মধ্যে।

ধাপঃ 14

IMG_20220602_112402.jpg

◆বড়ো পদ্মফুলের ডাটায় আটকে নেব আঠা দিয়ে পাতা ও পদ্মফুলের কুঁড়ির ডাটা।

সর্বশেষ ধাপঃ

IMG_20220602_112418.jpg

◆এভাবে পদ্মফুল ,কুঁড়ি ও পাতা তৈরি করে একসঙ্গে আটকে নিলাম।তো আমার তৈরি করা হয়ে গেল "রঙিন কাগজ দিয়ে পদ্মফুল"।

আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার তৈরি diy টি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুল তৈরি করেছেন দেখে খুব ভালো লেগেছে আপু। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ও শুভেচ্ছা অবিরাম ভাইয়া ।

 2 years ago 

ক্লাস ২ তে যখন পড়তাম,আমার এক ম্যাডাম ছিলেন সম্পা।বাংলা ক্লাস নিতেন।
ক্লাসে যার লেখা আগে শেষ হতো তাকেই ম্যাডাম কাগজ দিয়ে হয় শাপলা/নৌকা বা পদ্ম বানিয়ে দিতেন।প্রায় প্রায়ই আমি পেতাম।স্মৃতিগুলো চারিত হয়ে উঠলো আজকে😊।

অনেক সুন্দর বানিয়েছেন দিভাই💙উপস্থাপনাও ভালো ছিল।শুভ কামনা রইলো ❤️

 2 years ago 

আপনার অনুভূতি জেনে ভালো লাগলো ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কালারফুল কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর পদ্ম ফুল তৈরি করেছেন আপু। এরকম পদ্মফুল আমরা যখন স্কুল লাইফের পড়তাম তখন সবাই একসাথে বসে বানাতাম। তবে অনেকদিন হয়েছে এরকম ভাবে আর বানানো হয় না। আজ আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেরে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ধন্যবাদ আপু

 2 years ago 

হ্যাঁ আপু,আমরাও স্কুলে প্রায় এটি বানাতাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে ও।

 2 years ago 

দিদি ছোটবেলায় এভাবে কাগজ দিয়ে পদ্মফুল আমিও বানাতে পারতাম কিন্তু কখন যে ভুলে গিয়েছি সেই পদ্ধতি তা নিজেই জানি না। আজ অনেকদিন পর আপনার পোষ্টটি দেখে ভালো লাগলো। দারুন হয়েছে আপনার পদ্মফুল।

 2 years ago 

ভাইয়া, আজ আবার ভুলে যাওয়া জিনিস মনে পড়ে গেল।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন পেপার দিয়ে খুবই সুন্দরভাবে পদ্মফুলের অরিগামি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে ধাপগুলোকে সুন্দর ভাবে আলোচনা করেছেন শুভকামনা রইল দিদি আপনার জন্য

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার অনুপ্রেরণা ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছোটবেলায় বিল থেকে পদ্ম ফুন আনতাম নৌকা দিয়ে। খুব ভালো লাগতো তখন। আপনার পদ্মফুল বানানো দেখে সেই কথা মনে পড়ে গেল। মুখের ফু দিয়ে বানাতে হয় এজন্য ভিতরটাই ফুলে আছে আর দেখতেও সুন্দর লাগছে দিদি।

 2 years ago 

ওটাই তো মজার ভাইয়া, মুখে ফু দেওয়ার বিষয়টি।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

বাহ্ দারুন তো কুড়ি সহ ফুল । পদ্ম ফুল তো পূজোতে লাগে। মাঝে মাঝে খুজে পাওয়া বড়ই মুশকিল হয়ে যায়। তাছাড়া পদ্ম ফুল এদিকে খুব একটা চোখেও পরে না। যা হোক বোন সুন্দর তৈরী হয়েছে কাগজের পদ্ম ফুলটি। এটা কিন্তু অনেকটা আকন্দ ফুলের মতও দেখাচ্ছে। । ভাল থাকবেন বোন শুভেচ্ছা রইল।

 2 years ago 

হ্যাঁ দাদা ঠিক বলেছেন, আকন্দ ফুলের মতো কুঁড়ি ।আমাদের এখানে পদ্মপুকুর আছে,অবশ্য বেশ কিছুটা দূরে।তবে কলেজ যাওয়ার পথে চোখে পড়ে, অসংখ্য ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

ফুলটি তৈরির সময় মুখে ফু দিয়ে বেলুনের মতো ফুলাতে হতো।ফুলগুলি দেখতে খুবই সুন্দর লাগে।

আসলে রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুল তৈরি করার এই পদ্ধতিটা আমার কাছে অনেক ভালো লাগে। ফুলগুলো তৈরি করার পড়ে ফু দিলে তৈরি হয়ে যায় সুন্দর একটি পদ্মফুল। আপনি খুবই চমৎকার ধাপে ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন সুন্দর একটি পদ্ম ফুল তৈরি করতে হয়।

 2 years ago 

ফুলগুলো তৈরি করার পড়ে ফু দিলে তৈরি হয়ে যায় সুন্দর একটি পদ্মফুল।

পদ্মফুল তৈরি করতে ওটাই মজার বিষয় ভাইয়া,অসংখ্য ধন্যবাদ আপনাকেও।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you.💝

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 68526.92
ETH 3726.80
USDT 1.00
SBD 3.73