Diy-"কাল্পনিক চিত্র অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

হে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমি সপ্তাহে একটি করে অঙ্কন পোষ্ট করার চেষ্টা করি।তাই আজও চলে আসলাম নতুন একটি অঙ্কন নিয়ে।সেটি হলো-"কাল্পনিক চিত্র অঙ্কন"।

IMG_20220708_091040.jpg

আমি অনেকদিন আগে এইরকম কিছু দেখেছিলাম ইউটিউব ঘাটতে ঘাটতে হলিউডের কোনো কার্টুন ছবিতে।তবে আজ যখন ছবি আঁকতে বসি তখন ফুল,পাখি, প্রজাপতি এই সব আঁকতে মন চাইছিল না।তাই এক পলক দেখা অস্পষ্ট ছবিটিই মনের কল্পনা দিয়ে একে ফেললাম।যেখানে একটি সুন্দর মেয়ের মুখশ্রী থাকবে আর সঙ্গে থাকবে হালকা সবুজ রঙের পাতায় ঢাকা চারিপাশ। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে চিত্রটি।তো চলুন অঙ্কনটি শুরু করা যাক---

IMG_20220708_091054.jpg

■উপকরণ:

1.সাদা কাগজ
2.পেন্সিল
3.রবার
4.রং পেন্সিল
5.হাইলাইট পেন (হালকা সবুজ)

■অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1


IMG_20220708_090809.jpg

প্রথমে আমি অঙ্কনের জন্য কিছু উপকরণ নিয়ে নিলাম।যেমন-পেনসিল, রবার ,কাগজসহ ইত্যাদি।

ধাপঃ 2


IMG_20220708_090818.jpg

এরপর সাদা কাগজের উপর পেনসিল দিয়ে আমি বাঁকা করে একটি লম্ব-বৃত্ত একে নেব তার মধ্যে দাগ কেটে নেব।

ধাপঃ 3


IMG_20220708_090830.jpg

এবারে বৃত্তের মধ্যে চোখ, নাক ও ঠোঁট দাগ অনুযায়ী একে নেব।

ধাপঃ 4


IMG_20220708_090845.jpg

মেয়েটির মুখের নিচে পাতার সেপ দিয়ে একে নেব পেনসিল দিয়ে।

ধাপঃ 5


IMG_20220708_090859.jpg

এরপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম।

ধাপঃ 6


IMG_20220708_090912.jpg

এবারে হালকা সবুজ রঙের হাইলাইট পেন দিয়ে মেয়েটির মাথায় রং করে নিলাম।

ধাপঃ 7


IMG_20220708_090926.jpg

এরপর পেনসিল ও চোখ ও ঠোঁট একে নিলাম।আর চোখের মধ্যে নীল ও ঠোঁটে বাদামি রঙের পেনসিল দিয়ে একে নেব।

ধাপঃ 8


IMG_20220708_090942.jpg

এবারে মেয়ের মুখ সংলগ্ন পাতাগুলোও সবুজ রঙের করে একে নেব।

ধাপঃ 9


IMG_20220708_090957.jpg

এরপর মেয়েটির মাথার একপাশ দিয়ে একগুচ্ছ পাতা ও ডাল একে নেব পেনসিল দিয়ে।

ধাপঃ 10


IMG_20220708_091011.jpg

এরপর আবারো হাইলাইট পেন দিয়ে হালকা সবুজ রঙের করে একে নিলাম ডাল ও পাতার গুচ্ছগুলি।

ধাপঃ 11


IMG_20220708_091026.jpg

এবারে মেয়েটির মুখের অপর পাশে পেনসিল সেট করে একে নেব।

ধাপঃ 12


IMG_20220708_091111.jpg

সবশেষে আমার নাম লিখে দিলাম অঙ্কনের নিচে।তো অঙ্কন করা হয়ে গেল আমার "কাল্পনিক চিত্রটি"। যেটি দেখতে খুব সুন্দর ও কিউট লাগছিল।

আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

একদম ব্যতিক্রম একটি চিত্রাংকন করেছেন এবং এটি কাল্পনিক হলেও বাস্তবিক রূপটি খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময় এই কামনা করি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, উৎসাহ দেওয়ার জন্য।আপনিও ভালো থাকবেন😊.

 2 years ago 

কাল্পনিক চিত্র অঙ্কন করছে যেহেতু দেখছি আপনি একটি ভূতের ছবি অঙ্কন করে বসে রয়েছে আপু। বেশ ভালো লেগেছে আপনার এত সুন্দর হাস্যকর একটি দৃশ্য আঙ্কন করা দেখে।

 2 years ago 

আপু আপনার পূর্বে দেখা হলিউড ছবির একটি সুন্দরী নায়িকার কাল্পনিক মুখের ছবি অংকন খুব সুন্দর হয়েছে। বিশেষ করে এই পোস্ট আমার জন্য অনেক শিক্ষনীয় ছিল। আপনি এত চমৎকার ভাবে কনের ধাপগুলো উপস্থাপন করেছেন। যেখানে আমি অনেক লাভবান হয়েছি। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে ধাপে ধাপ ে ড্রয়িং টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের উৎসাহেই আমার ছোট্ট প্রচেষ্টা ভাইয়া।আপনি উপকৃত হয়েছেন জেনে খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনি খুব সুন্দর করে কাল্পনিক একটি ভিন্ন রকম চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে অনেক ইউনিক লেগেছে চিত্রটি। সাথে খুব সুন্দর করে বর্ণনা করেছেন আমাদের মাঝে। আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর প্রশংসাভরা মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি কাল্পনিক চিত্র অঙ্কন করেছেন। সত্যিই অসাধারণ বিশেষ করে কাল্পনিক ছিদ্রের চোখ গুলো আমার কাছে খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু,আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।😊

 2 years ago 

আপনার কাল্পনিক মেয়েকে আর্ট এর মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন । মুখটি খুব সুন্দর দেখাচ্ছে দিদি ।রং করাতে আরো ফুটে উঠেছে । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60935.93
ETH 2645.60
USDT 1.00
SBD 2.56