"জীবনটা বড্ড ঝামেলাপূর্ণ"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম ভিন্নধর্মী অনুভূতি নিয়ে আপনাদের মাঝে।যেকোনো বিষয় নিয়ে ভাবতে ও লিখতে আমার খুবই ভালো লাগে।সেই ভালো লাগা থেকেই আমি মনের ভাবনাগুলোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি লেখার মাধ্যমে।

IMG_20221115_074009.jpg

জীবনটা বড্ড ঝামেলাপূর্ণ

মানুষের জীবন মানেই হাজারো ঝামেলায় পরিপূর্ণ।আসলে আমার মনে হয় মানুষ সৃষ্টির সেরা জীব বলেই ঝামেলাটাও অন্যান্য জীবের থেকে বহুগুণ বেশি।আবার মানুষ সমাজবদ্ধ জীব।সেই সমাজে হাজারো নিয়ম-কানুন রয়েছে আবার কর্মজীবনে ও একগাদা নিয়মে আবদ্ধ।সবমিলিয়ে মানুষের জীবন মাঝে মাঝেই রসকসহীন হয়ে ওঠে।মানসিক ও শারীরিক চাপ ও অস্বাভাবিক যন্ত্রণা ঘিরে ধরে আষ্টেপৃষ্ঠে।ফলে ছোট্ট মস্তিকে মানুষ একসময় অবসাদগ্রস্থ 😔হয়ে পড়ে এবং মুক্তি চায় এই সমাজ থেকে ,কর্মজীবনের বন্ধন থেকে ও সবশেষে প্রিয় পরিবারের মায়া থেকে।আবার এই মানুষ সবথেকে ধৈর্য্যশক্তির অধিকারী কিন্তু যখন জীবন তিক্ততায় পরিপূর্ণ হয় তখন সবথেকে ভয়ঙ্কর ও অধৈর্য্য হয়ে পড়ে।ঠিক এই সময় মানুষের মাথায় কি চিন্তা আসে!🤔

একেক জনের চিন্তাধারা একেক রকমের হতে পারে।কেউ নিজের জীবন নিয়ে অতিষ্ট হয়ে ভাবেন এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে বহুদূরে চলে যাবেন আবার কেউ ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েন নতুনের সন্ধানে।আবার কেউবা বসে বসে শুধুই ভাবেন যদি আমি পাখি🕊️মুক্ত আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়াতে পারতাম ,যদি গরু🐄 হতাম শুধুই সারাদিন ঘাস খেতে পারতাম,যদি মাছ🐋 হতাম সারাদিন সাঁতার কাটতে পারতাম নদীতে স্বাধীনভাবে।কথাগুলো শুনে অনেকের হাস্যকর মনে হতে পারে।কিন্তু অনেকেই এই কাল্পনিক ভাবনাগুলো ভেবে থাকেন নিজের জীবন নিয়ে বিরক্ত হয়ে একটুখানি স্বাধীনতা পাওয়ার আশায় আর নিয়মের বেড়াজাল থেকে বের হয়ে আসার জন্য।কিছু ভাবনা বাস্তবতায় সম্পূর্ণ রূপ পায় যেমন-আগের বলা দুটো ভাবনা আর কিছু ভাবনা কল্পনায় থেকে যায়।তবে এবার প্রশ্ন হলো বেশি স্বাধীন কারা?🤔

আমার ধারনায় বেশি স্বাধীন তারা যারা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েন নতুনের সন্ধানে।কারন যারা মৃত্যুর পথকে বেছে নিয়েছেন তারা সুন্দর কিছু উপভোগ না করেই একেবারেই নিয়ম থেকে মুক্তি নিয়েছেন।আবার শেষের ভাবনাগুলি শুধুই কাল্পনিক যা বাস্তবে কখনো সম্ভব নয়।কারন কল্পনার মাঝখানে পড়ে থাকলে সমাজ ও কর্মজীবন থেকে কখনো মুক্তি মিলবে না।কিন্তু সব বাঁধা পেরিয়ে যদি নিজের একটুখানি ভালোলাগাকে প্রাধান্য দেওয়া যায় সেটাই মানসিক চাপ ও অবসাদ থেকে মুক্তি দিতে পারে।এতে অনেকখানি জীবন ঝামেলামুক্ত হবে বলে আশা করা যায়। সামনেই শীত আসছে ,তো আপনারাও দেরি না করে বেরিয়ে পড়ুন নতুনের সন্ধানে।🤗

(জীবনে বেঁচে থাকার জন্য শুধুই কাজ করা বা নিয়মের মধ্যে বন্দী থাকা আবশ্যক নয়।সব নিয়ম পেছনে ফেলে নিজেকে সময় দিয়ে নিজের একটুখানি ইচ্ছে পূরণ করার মাধ্যমে মানসিক ও শারীরিক শান্তি দেওয়ার নামই সুন্দরভাবে বেঁচে থাকা।)

আজ আমি আমার মনের এলোমেলো অনুভূতিগুলি শেয়ার করলাম।কারন মাঝে মাঝেই মন কি বলে বা বলতে চায়,মনের কথাগুলো ও শুনতে বেশ ভালোই লাগে আমার।হোক না সেটা এলোমেলো!সবাই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

এটা অনেকেই বলে থাকে আমি যদি পাখি হতাম তাহলে মুক্ত আকাশে উড়তে পারতাম আরও বিভিন্ন কথা বলে থাকে। আপনার কথাগুলো একদম সত্যি। অনেকের এগুলো হাস্যকর মনে হবে কিন্তু এটাই সত্যি। আমাদের জীবনটা হলো ঝামেলা পূর্ণ। সব সমাজে এরকম অনেক নিয়মকানুন রয়েছে যেগুলো মানতে মানতে আমাদের জীবনটাই শেষ হয়ে যায়। খুবই ভালো ছিল আপনার আজকের এই পোস্ট।

 2 years ago 

আপনার সুন্দর মতামত জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলেই আপু সৃষ্টির সেরা জীব হওয়ার কারণে আমাদের ঝামেলাটা বেশি ফেস করতে হয়।আমাদের জীবনটা স্বাধীন না সবকিছুতেই বাঁধাধরা কিছু নিয়ম কানুন থাকে।এটা একদম ঠিক বলেছেন আমাদের সব ভাবনাগুলো বাস্তবের সাথে মিল পাইনা।কিছুটা কাল্পনিক হয়।আর কল্পনার মাঝে পড়ে থাকলে কখনো মুক্তি মিলবেনা।তাই কখনো নিজের ভালো লাগা গুলোকে প্রাধান্য দিয়ে ভালো থাকাটা জরুরি আমাদের জন্য।বেশ ভালো লিখেছেন ।ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু,আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপনি জীবনটা খুবই ঝামেলা পূর্ণ।। একথা ঠিক যে আমরা পৃথিবীর সেরা জীবের জন্য আমাদের মাঝে ঝামেলাটাও একটু বেশি। পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অনেক নিয়ম কানুনের মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে হয়।।
যার কারণে আমরা চাইলেই ইচ্ছামত কোন কিছু করতে পারি না।। তবে নিজের ইচ্ছার স্বাধীনতা দেওয়াটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া মনে হয়।।
ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা পেশ করার জন্য।।

 2 years ago 

একদম নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে হবে।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

প্রিয় দিদি জীবন মানেই হলো একটা ইয়া বড় ঝামেলা ৷ কারন মানব জীবনে অনেক রকম নিয়ম কানুন মেনে চলতে হয় ৷ এটাই মানব জীবনে থাকবে এটাই স্বাভাবিক ৷
তবে চাইলে নিজেকে একটু নতুন করেও সাজানো গোছানো যায় ৷

 2 years ago 

আপনার সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু চাইলেই কি সব কিছু মুক্তি পাওয়া যায়। আমরা যত সব ঝামেলা থেকে বেড়িয়ে আসতে চাইবো ততই আমাদের আস্টেপিস্টে চেপে ধরে। এগুলো থেকে বের হওয়া সম্ভব নয়।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আপু জীবনটা খুবই অদ্ভুত রকমের। আপনি ভিতরে যে কথাগুলো বলেছেন এগুলো হয়তো হাস্যকর হতে পারে ।কিন্তু আমিও মাঝে মাঝে ভাবি যদি আমি পাখি হতাম তাহলে মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়াতাম। তাহলে আর এই মানুষের জঞ্জাটের মধ্যে বেঁচে থাকতে হতো না। যাই হোক তবুও মেনে নিতেই হবে কারণ এটাই জীবন।

 2 years ago 

এটাই জীবন ও এটাকে মেনে নিতে হবে ঠিক বলেছেন।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু, সৃষ্টির সেরা জীব যখন একটুতো জামেলা সহ্য করতেই হবে আপু। চাইলেই কোন কিছু থেকে মুক্তি পাওয়া সম্ভব না। আমরা যদি মুক্তি চাই তাহলে তো পৃথিবীটা আর থাকবে না। সত্যি সমাজ জীবন আর সমাজের নিয়ম কানুন মানতে মানতেই আমাদের জীবনটা শেষ হয়ে যায়। তবে হ্যাঁ ঠিক বলেছেন সবকিছুকে পিছনে ফেলে নিজেকেও একটু ইচ্ছে পূরণের সুযোগ দিতে হবে।

 2 years ago 

আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রতিদিন ভাবি আজ বেশি চিন্তা করবো না, যা হবে দেখা যাবে। কিন্তু বিশ্বাস করুন প্রতিদিন কোন না কোন ঝামেলা লেগেই থাকে জীবনে। চাইলেও শিকল ছিঁড়ে বেরিয়ে পরতে পারছিনা। এক এক অদ্ভুত বাঁধা জীবন।
ভালো লিখনী ছিল দিদি।

 2 years ago 

সত্যিই ভাইয়া, ঝামেলা পিছু লেগেই থাকে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি আপু মানুষ স্রষ্টির সেরা জীব বিধায় মানুষকে অনেক ঝামেলা পোহাতে হয়।আমরা নিয়মের মধ্যে বাধা, এই নিয়ম মেনে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।। ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,নিয়ম মেনে চলতে হবে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64041.25
ETH 2762.17
USDT 1.00
SBD 2.66