"আমার বাগানের গাঁদা ফুলের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ13 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সকলেই ভালো আছেন।আমিও মোটামুটি ভালো আছি।আর আজ ভালো থাকারই একটি দিন।কারন আমাদের সকলের প্রিয় বড় দাদার জন্মদিন আজ।দাদাকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা💐🎂, অভিনন্দন ও ভালোবাসা।এই দিন দাদার জীবনে বারেবারে ফিরে আসুক আনন্দের সঙ্গে সেটাই প্রত্যাশা করি।যাইহোক আজ আমি সম্পূর্ণ ভিন্নধর্মী ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি ফটোগ্রাফিগুলি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

আমার বাগানের গাঁদা ফুলের ফটোগ্রাফি:

IMG_20241205_085713.jpg

ফটোগ্রাফি করাটাও একটি আর্ট।প্রথমত ফটোগ্রাফি করাটা পছন্দসই না হলেও এখন বেশ ভালো লাগে আমার ফটোগ্রাফি করতে।ততটা পারদর্শী না হলেও ফটোগ্রাফির প্রতি আলাদা একটা টান কিন্তু কাজ করেই থাকে আমার।তাছাড়া চেষ্টা করছি প্রতিনিয়ত দক্ষতা বৃদ্ধির জন্য।তাইতো যখনই সুন্দর কিছু চোখে পড়ে তখনই ছুটে যাই প্রকৃতির কাছে ফটোগ্রাফি করতে।আজ শেয়ার করবো-"আমার বাগানের গাঁদা ফুলের ফটোগ্রাফি"।আশা করি ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

আলোকচিত্র: 1

IMG_20241205_085723.jpg

আমার বাগানের বড় গাঁদা ফুল এটা।আসলে যখন ছোট ছিলাম তখন খুবই গাঁদা ফুলের বাগান করতাম।তখন লক্ষ্য ছিল গ্রামের কোনো প্রতিবেশীর বাড়িতে গাঁদা ফুলের বাগান দেখতাম তখন ফুলের পাকা বীজ চেয়ে রাখতাম।তারপর পাকা বীজ সংগ্রহ করে পরের বছর বর্ষার সময় চারা ফুটিয়ে ফুল গাছ রোপন করতাম।তারপর তাতে একটি লাঠি পুঁতে ঠেস দিয়ে,জল দিয়ে, গাছের গোড়ায় মাটি দিয়ে পরিচর্যা করতাম।গাছে ফুল ফুটলে কতই না আনন্দ হতো।

আলোকচিত্র: 2

IMG_20241205_085703.jpg

অনেকটা বছর শহুরে পার করার জন্য আর বাগান করা হয়নি।কারন মাটির সেখানে বড্ড অভাব।যাইহোক গ্রামে আবার বাড়ি করে ইচ্ছা হলো গাঁদা ফুল লাগানোর।আমাদের এখানে মাঠে প্রচুর পরিমাণ গাঁদা ফুলের চাষ হয়।তারপর ফুল বিক্রি করে অনেকেই লাভবান হয়ে থাকেন।বাজার থেকে কেনা গাঁদা ফুল কিনলে গাছগুলো কেমন ছোট ছোট হয়ে থাকে।সেটা আমার কাছে তেমসন ভালোও লাগে না।

আলোকচিত্র: 3

IMG_20241205_085651.jpg

এই ফুলের বীজগুলো তাই পাশের এক প্রতিবেশীর কাছ থেকে সংগ্রহ করলাম।আসলে উনারা বাড়ি না থাকায় ভালো পেকে যাওয়া বীজগুলো একজন তুলে নিয়ে চলে গেছেন।এরপর শুরু হলো বৃষ্টির প্রভাব তারপর ধীরে ধীরে ফুলের বীজগুলি পাক ধরেছিলো।তাই সেগুলো খুব ভালো একটা বীজ ছিল না।তারপরও বীজ ফেলে কয়েকটি চারা গাছ বের হয়েছিলো।আর ধীরে ধীরে গাছগুলো আমি তুলে রোপন করেছিলাম।

আলোকচিত্র: 4

IMG_20241205_090142.jpg

গাঁদা ফুলের আবার অনেক প্রজাতি রয়েছে।যেনন -কৃষ্ণগাঁদা,তারা গাঁদা এবং বড় গাঁদা।আমার বাগানের ছোট্ট গাছগুলোই হচ্ছে বড় গাঁদা ফুলের।আসলে গাছের ছায়াতে এই ফুল গাছগুলো লাগানো হয়েছিলো তেমন একটা বড় হয়নি।

আলোকচিত্র: 5

IMG_20241205_085736.jpg

এটা হচ্ছে তারা গাঁদা।এই ফুল গাছটি রোদের মধ্যে লাগানো হয়েছে বলে গাছটি বড় হয়েছে।অনেক ডালপালা যুক্ত হয়েছে, যদিও এই গাছে খুবই পোকার আক্রমণ বেড়েছে।যাইহোক তারা গাঁদাগুলি এক পাপড়িবিশিষ্ট হয়ে থাকে।

আলোকচিত্র: 6

IMG_20241205_085751.jpg

বড় গাঁদা ফুল গাছগুলো ছোট্ট হলেও তারা গাঁদা ফুল গাছটি আমার মতই বড় হয়েছে।একটি ফুল গাছে অসংখ্য ফুল ফুটে থাকে।যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো।।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 11 days ago 

টাস্ক প্রুফ:

GridArt_20241207_115440285.jpg

 12 days ago 

বড় গাঁদা ফুলের গাছটি সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। অনেকগাঁদা ফুল ফুটেছে আপনার বাগানে। নিজের বাগানে এরকম ফুল ফুটলে সত্যিই মন ভালো হয়ে যায়। ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি দেখে। সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 12 days ago 

সারাবছর গাধা ফুল পাওয়া গেলেও শীতকালের মতো সুন্দর ও আকর্ষণীয় তরতাজা ফুল পাওয়া যায় না অন্য সময়।আপনি দারুণ কালারের গাধা ফুলের গাছ লাগিয়েছে প্রতিবেশির কাছ থেকে বীজ এনে।আসলে গাঁদা ফুলের বেশ অনেক কয়েক প্রকারের প্রজাতি হয়ে থাকে।সব গুলো প্রজাতির ফুলেই চমৎকার সুন্দর হয়।ধন্যবাদ আপনাকে গাঁদা ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 12 days ago 

সারাবছর গাধা ফুল পাওয়া গেলেও শীতকালের মতো সুন্দর ও আকর্ষণীয় তরতাজা ফুল পাওয়া যায় না অন্য সময়।আপনি দারুণ কালারের গাধা

দিদি গাধা ফুল নয়,গাঁদা ফুল।☺️☺️ধন্যবাদ আপনার মতামত তুলে ধরার জন্য।

 12 days ago 

ওয়াও আপুনি আজকে আমাদের মাঝে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। খুবই সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি গুলো ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে বর্ণনা দিয়ে তুলে ধরেছেন। এত সুন্দরভাবে পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 12 days ago 

বাহ্ আপনি খুব সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। বিশেষ করে গাঁদা ফুলের ঘ্রাণ টা আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 12 days ago 

ঠিক বলেছেন আপু দাদার জীবনে বারবার এই জন্মদিন ফিরে আসুক সেই কামনা করি। যাই হোক আপনার আজকে বাগানের গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। শীতকালে গাঁদা ফুল দিয়ে চারপাশ ভরে যায়। দেখতেই ভালো লাগে। খুব সুন্দর ফুল ফুটেছে। ভালো লাগলো দেখে।

 12 days ago 

বেশ চমৎকার কিছু গাধা ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এত সুন্দর সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে খুব ভালো লাগলো। এক কথায় অসাধারণ হয়েছে ফুলগুলোর ফটোগ্রাফি।

 12 days ago 

আপনার বাগানের গাঁদা ফুল গুলো দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার বাগানে যে এত সুন্দর ফুল ফুটেছে সেটা দেখে খুবই ভালো লাগলো। আমিও আমাদের স্কুলের ফুলবাগান তৈরি করার জন্য অনেক প্রজাতির গাঁদা ফুল এনে লাগিয়েছি।

 12 days ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। বাগানের এই গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন আমার আপনার পোস্টটি তাই খুবি ভাল লেগেছে।

 12 days ago 

জাস্ট ওয়াও আপু আপনার অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে আপনার বাগানের গাদা ফুলের বেশ কিছু ফটোগ্রাফি মোবাইলে ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি একদম ঠিক বলেছেন আপু আগে আমারো ফটোগ্রাফি সম্পর্কে এতটা অভিজ্ঞতা ছিল না। কিন্তু এখন আমার বাংলা ব্লগে কাজ করার জন্য ফটোগ্রাফির প্রতি অন্যরকম একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। তবে আপনার কিন্তু ফটোগ্রাফি করার দক্ষতা আগের চাইতে অনেকটাই ভালো হয়েছে। যার ফলশ্রুতিতে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার বাগানের গাঁদা ফুলের ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 12 days ago 

ঠিক বলেছেন আমার বাংলা ব্লগের দৌলতে অনেকেই অনেক কিছু শিখতে পারছে।ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104060.88
ETH 3871.70
SBD 3.28