"আমার বাগানের গাঁদা ফুলের ফটোগ্রাফি"
নমস্কার
আমার বাগানের গাঁদা ফুলের ফটোগ্রাফি:
ফটোগ্রাফি করাটাও একটি আর্ট।প্রথমত ফটোগ্রাফি করাটা পছন্দসই না হলেও এখন বেশ ভালো লাগে আমার ফটোগ্রাফি করতে।ততটা পারদর্শী না হলেও ফটোগ্রাফির প্রতি আলাদা একটা টান কিন্তু কাজ করেই থাকে আমার।তাছাড়া চেষ্টা করছি প্রতিনিয়ত দক্ষতা বৃদ্ধির জন্য।তাইতো যখনই সুন্দর কিছু চোখে পড়ে তখনই ছুটে যাই প্রকৃতির কাছে ফটোগ্রাফি করতে।আজ শেয়ার করবো-"আমার বাগানের গাঁদা ফুলের ফটোগ্রাফি"।আশা করি ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----
আলোকচিত্র: 1
আমার বাগানের বড় গাঁদা ফুল এটা।আসলে যখন ছোট ছিলাম তখন খুবই গাঁদা ফুলের বাগান করতাম।তখন লক্ষ্য ছিল গ্রামের কোনো প্রতিবেশীর বাড়িতে গাঁদা ফুলের বাগান দেখতাম তখন ফুলের পাকা বীজ চেয়ে রাখতাম।তারপর পাকা বীজ সংগ্রহ করে পরের বছর বর্ষার সময় চারা ফুটিয়ে ফুল গাছ রোপন করতাম।তারপর তাতে একটি লাঠি পুঁতে ঠেস দিয়ে,জল দিয়ে, গাছের গোড়ায় মাটি দিয়ে পরিচর্যা করতাম।গাছে ফুল ফুটলে কতই না আনন্দ হতো।
আলোকচিত্র: 2
অনেকটা বছর শহুরে পার করার জন্য আর বাগান করা হয়নি।কারন মাটির সেখানে বড্ড অভাব।যাইহোক গ্রামে আবার বাড়ি করে ইচ্ছা হলো গাঁদা ফুল লাগানোর।আমাদের এখানে মাঠে প্রচুর পরিমাণ গাঁদা ফুলের চাষ হয়।তারপর ফুল বিক্রি করে অনেকেই লাভবান হয়ে থাকেন।বাজার থেকে কেনা গাঁদা ফুল কিনলে গাছগুলো কেমন ছোট ছোট হয়ে থাকে।সেটা আমার কাছে তেমসন ভালোও লাগে না।
আলোকচিত্র: 3
এই ফুলের বীজগুলো তাই পাশের এক প্রতিবেশীর কাছ থেকে সংগ্রহ করলাম।আসলে উনারা বাড়ি না থাকায় ভালো পেকে যাওয়া বীজগুলো একজন তুলে নিয়ে চলে গেছেন।এরপর শুরু হলো বৃষ্টির প্রভাব তারপর ধীরে ধীরে ফুলের বীজগুলি পাক ধরেছিলো।তাই সেগুলো খুব ভালো একটা বীজ ছিল না।তারপরও বীজ ফেলে কয়েকটি চারা গাছ বের হয়েছিলো।আর ধীরে ধীরে গাছগুলো আমি তুলে রোপন করেছিলাম।
আলোকচিত্র: 4
গাঁদা ফুলের আবার অনেক প্রজাতি রয়েছে।যেনন -কৃষ্ণগাঁদা,তারা গাঁদা এবং বড় গাঁদা।আমার বাগানের ছোট্ট গাছগুলোই হচ্ছে বড় গাঁদা ফুলের।আসলে গাছের ছায়াতে এই ফুল গাছগুলো লাগানো হয়েছিলো তেমন একটা বড় হয়নি।
আলোকচিত্র: 5
এটা হচ্ছে তারা গাঁদা।এই ফুল গাছটি রোদের মধ্যে লাগানো হয়েছে বলে গাছটি বড় হয়েছে।অনেক ডালপালা যুক্ত হয়েছে, যদিও এই গাছে খুবই পোকার আক্রমণ বেড়েছে।যাইহোক তারা গাঁদাগুলি এক পাপড়িবিশিষ্ট হয়ে থাকে।
আলোকচিত্র: 6
বড় গাঁদা ফুল গাছগুলো ছোট্ট হলেও তারা গাঁদা ফুল গাছটি আমার মতই বড় হয়েছে।একটি ফুল গাছে অসংখ্য ফুল ফুটে থাকে।যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টাস্ক প্রুফ:
বড় গাঁদা ফুলের গাছটি সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। অনেকগাঁদা ফুল ফুটেছে আপনার বাগানে। নিজের বাগানে এরকম ফুল ফুটলে সত্যিই মন ভালো হয়ে যায়। ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি দেখে। সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
সারাবছর গাধা ফুল পাওয়া গেলেও শীতকালের মতো সুন্দর ও আকর্ষণীয় তরতাজা ফুল পাওয়া যায় না অন্য সময়।আপনি দারুণ কালারের গাধা ফুলের গাছ লাগিয়েছে প্রতিবেশির কাছ থেকে বীজ এনে।আসলে গাঁদা ফুলের বেশ অনেক কয়েক প্রকারের প্রজাতি হয়ে থাকে।সব গুলো প্রজাতির ফুলেই চমৎকার সুন্দর হয়।ধন্যবাদ আপনাকে গাঁদা ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
দিদি গাধা ফুল নয়,গাঁদা ফুল।☺️☺️ধন্যবাদ আপনার মতামত তুলে ধরার জন্য।
ওয়াও আপুনি আজকে আমাদের মাঝে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। খুবই সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি গুলো ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে বর্ণনা দিয়ে তুলে ধরেছেন। এত সুন্দরভাবে পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বাহ্ আপনি খুব সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। বিশেষ করে গাঁদা ফুলের ঘ্রাণ টা আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু দাদার জীবনে বারবার এই জন্মদিন ফিরে আসুক সেই কামনা করি। যাই হোক আপনার আজকে বাগানের গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। শীতকালে গাঁদা ফুল দিয়ে চারপাশ ভরে যায়। দেখতেই ভালো লাগে। খুব সুন্দর ফুল ফুটেছে। ভালো লাগলো দেখে।
বেশ চমৎকার কিছু গাধা ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এত সুন্দর সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে খুব ভালো লাগলো। এক কথায় অসাধারণ হয়েছে ফুলগুলোর ফটোগ্রাফি।
আপনার বাগানের গাঁদা ফুল গুলো দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার বাগানে যে এত সুন্দর ফুল ফুটেছে সেটা দেখে খুবই ভালো লাগলো। আমিও আমাদের স্কুলের ফুলবাগান তৈরি করার জন্য অনেক প্রজাতির গাঁদা ফুল এনে লাগিয়েছি।
খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। বাগানের এই গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন আমার আপনার পোস্টটি তাই খুবি ভাল লেগেছে।
জাস্ট ওয়াও আপু আপনার অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে আপনার বাগানের গাদা ফুলের বেশ কিছু ফটোগ্রাফি মোবাইলে ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি একদম ঠিক বলেছেন আপু আগে আমারো ফটোগ্রাফি সম্পর্কে এতটা অভিজ্ঞতা ছিল না। কিন্তু এখন আমার বাংলা ব্লগে কাজ করার জন্য ফটোগ্রাফির প্রতি অন্যরকম একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। তবে আপনার কিন্তু ফটোগ্রাফি করার দক্ষতা আগের চাইতে অনেকটাই ভালো হয়েছে। যার ফলশ্রুতিতে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার বাগানের গাঁদা ফুলের ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আমার বাংলা ব্লগের দৌলতে অনেকেই অনেক কিছু শিখতে পারছে।ধন্যবাদ আপনাকে ।