আমার স্বরচিত কবিতা: "অতীতের কষ্টগুলো"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি ভিন্নধর্মী কবিতা নিয়ে আপনাদের মাঝে।কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।তো সেই ভালো লাগা থেকেই প্রতি সপ্তাহে আমি একটি করে কবিতা মন থেকে লেখার চেষ্টা করি।আসলে আমরা মানবজাতি খুবই আবেগপ্রবণ।অতীতে পাওয়া কোনো কষ্ট,দুঃখ ও যন্ত্রনার কথা সহজে ভুলতে পারি না।বরং কষ্টগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করি।ফলে জীবন থেকে অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায় কিন্তু দুঃখের বোঝা কম হয় না।তাই আমাদের সকলকেই বর্তমান ও ভবিষ্যৎকে নিয়েই সময় অতিবাহিত করা উচিত আর অতীতকে চিরবিদায় জানানো উচিত জীবন থেকে।যাইহোক সেই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন কবিতাটি শুরু করা যাক----

IMG_20230203_062813.jpg
সোর্স

অতীতের কষ্টগুলো

অতীতের কষ্টগুলোকে দিতে চাই চিরবিদায়
যেগুলো এতদিন খড়-কুটোর মতো
জড় ছিল মনের গভীরে তিক্ততায়।
অনেকটা সময় ফুরিয়ে গেছে
অতীতকে আকড়ে ধরার স্বপ্নে,
নতুন করে আর কষ্টের ঝুলিকে
স্বাগতম জানাতে চাই না হৃদয়কোণে,
চাই না ব্যথার কারণগুলিকে ঠাঁই দিতে।
আর মিথ্যে সান্ত্বনার নিঃশ্বাস ফেলতে
আমি বাঁচতে চাই স্বাধীনতার পথে
হাটতে চাই অচেনাদের শহরে
শ্বাস নিতে চাই মুক্ত বাতাসের বুকে।

অতীতের কষ্টগুলোকে দিতে চাই চিরবিদায়
বর্তমানকে জানাতে চাই সুস্বাগতম
তবে কষ্টের মানদন্ডে পরিমাপ করে নই
থাকবে আত্মবিশ্বাসে পরিপূর্ণ আর নতুন উদ্যম।
কালের কন্ঠ গেছে থেমে শতদলের মাঝে
তরুছায়ার শীতল বনে আমি বাঁধতে চাই,
নিবিড় একটি বর্তমানের বাসা
অতীতের কষ্টকে দিতে চাই মাটির গভীরে চাপা।।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 last year 

অনেক সুন্দর হয়েছে দিদি কবিতাটি। কবিতার বিষয়বস্তুও অনেক চমৎকার। আসলেই অতীত কে আকড়ে ধরে থাকা কোন কাজের কথা নয়।এতে শুধু কষ্টই পাওয়া যায়। তাই আমাদের উচিৎ বর্তমান সময় কে উপভোগ করা আর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া।ধন্যবাদ দিদি সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য।

 last year 

ঠিকই বলেছেন, অনেক ধন্যবাদ দাদা।আপনার সুমন্তব্যের জন্য।

 last year 

আপনার কবিতার লিখাগুলো দারুণ হয়েছে। অতীতে হয়তোবা অনেক দুঃখ রয়েছে, সেগুলোকে ভুলে বর্তমানকে আরো সুন্দর এবং ভবিষ্যতে কেও সুন্দর করার প্রচেষ্টা নিয়ে জীবন অতিবাহিত করা উচিত। কারণ অতীত কখনো আমাদের জন্য সুফল বয়ে আনবে না। কিন্তু বর্তমান সময় নষ্ট করলে ভবিষ্যৎও নষ্ট হয়ে যাবে। অনেক বেশি ভালো লাগলো আপনার কবিতাটি।

 last year 

একদমই তাই ভাইয়া, আমাদের সময় নষ্ট করা উচিত নয়।ধন্যবাদ আপনাকে।

 last year 

কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের সুন্দর একটি ফিডব্যাক দেওয়ার জন্য।

 last year 

😊

 last year 

অনেক সুন্দর করে গুছিয়ে আপনি অতীত কে ভুলে যাওয়ার বিষয়টি কবিতায় তুলে ধরেছেন। আসলে আমাদের কারওই অতীত কে নিয়ে পড়ে থাকলে চলবে না। আমাদের ভাবতে হবে অতীত হলো একটা মরিচিকা। আমাদের প্রত্যেকের উচিত বর্তমান আর ভবিষৎ কে নিয়ে আমাদের জীবন কে সুন্দর করে সাজিয়ে নেওয়া।

 last year 

সত্যিই অতীত মরীচিকার মতো।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

অতীতের কষ্টগুলোকে মাটির নিচে চাপা দিতে পারলেই সামনের দিনগুলো ভালো হবে! তবে দিদি আপনি কিন্তু খুব ভালো কবিতা লিখেন! কবিতার ছন্দে কি সুন্দর করে মনের কথা বলে দিলেন। দারুণ 🌼🦋

 last year 

ভাইয়া অনেক উৎসাহ পেলাম আপনার সুন্দর মন্তব্য পড়ে।ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিকই বলেছেন আপু, আমরা মানব জাতি খুবই আবেগপ্রবণ, অতীতের দুঃখ কষ্ট যন্ত্রণা আমরা সহজে ভুলে যেতে পারি না। তবে আমরা যদি অতীতকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে না পারি তবে আমাদের জীবন সেখানেই থেমে থাকবে। তাই আমাদের সকলের উচিত অতীতকে পিছনে ফেলে বর্তমান এবং ভবিষ্যতের কথা চিন্তা করে সামনের দিকে এগিয়ে চলা। আপনার আজকের কবিতাটি খুবই সুন্দর হয়েছে আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year (edited)

অতীতের কষ্ট নিয়ে চমৎকার কবিতা লিখেছেন দিদি। আসলে এই কষ্টগুলো সবাই ভুলতে চাই আমরা। এক একটি কষ্ট হৃদয়ে পাথরের মতো চাপা পরে আছে। তবে কিছুটা ভাগ করে নিতে পারলে একটু হালকা হওয়া যায়।
ভালো লিখেছেন দিদি।

 last year 

একদম ঠিক ভাইয়া, ভাগাভাগিতেই তো হালকা হওয়া যায়।ধন্যবাদ আপনাকে।

 last year 

অতীতের কষ্ট নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন এবং কবিতার প্রতিটি লাইন আমার অনেক ভালো লেগেছে।অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

 last year 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60122.55
ETH 3199.29
USDT 1.00
SBD 2.43