আমার স্বরচিত কবিতা: "ধূলার তটে"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও বেশ ভালোই আছি।এখন বর্ষাকাল,অনেকেরই পছন্দের কাল এটি।তাই সকাল থেকেই থেকে থেকে বৃষ্টি হচ্ছে আবার রোদ্রুজ্জ্বল আবহাওয়া দেখা যাচ্ছে আমাদের এখানে।যদিও গরম আগের মতোই অস্বস্তিকর।



কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।তাই বরাবরের মতোই আজকেও একটি কবিতা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রত্যেক সপ্তাহে নিজের অনুভূতি দ্বারা একটি করে কবিতা লিখে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি।যাইহোক আজ একটি আলাদা অনুভূতির কবিতা লিখেছি।যেখানে ভালোবাসা থাকবে, কিছু কষ্ট ও যন্ত্রণার কথা থাকবে আবার কিছু অতীতের স্মৃতি লেখা থাকবে।একজন মানুষকে বারবার চাইলেও জোর করে অপর জনের অবস্থান/পরিস্থিতি বোঝানো সম্ভব নয়।যদি না সে কখনো সেই পরিস্থিতির সম্মুখীন হয় বা তার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে।তো এই ভাবনায় লিখে ফেললাম কয়েক লাইন।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আজকের কবিতাটি।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

free-photo-of-people-on-dunes-on-desert-at-sunset.jpeg
সোর্স

ধূলার তটে

তোমার জন্য ছিল যত ভালোবাসা
সময়ের জোয়ারে সেসব মিথ্যা আশা
হঠাৎ একদিন মাঝপথে দাঁড়িয়ে
আবারো সেই নির্বাক দৃষ্টি নিয়ে
চোখে হাজার প্রশ্ন থাকলেও
মনে তা অপরিমেয়।
তোমার ব্যস্ততা এখন অনেক
কথাগুলো মূল্যে বিক্রি হয়
সে কথায় প্রতিনিয়ত দেখি
আমার তীব্র অপমান ও মৃত্যুখনি
ভরসাগুলি সব মিশে গেছে অকপটে
কিন্তু তুমি মিশেছো শহরের ধূলার তটে।
তুমি এক হাত বাড়িয়ে দিলে
আমিও দিয়েছি অন্য হাত বাড়িয়ে
কখনো মূল্যের পরিমাপে নয়
অদ্ভুত আনন্দে, পরম মিত্রতায়
অনুভূতিতে তা আজ স্পষ্ট
নিজের প্রয়োজনে তুমি সদা ব্যস্ত।
একদিন নির্মল হাসিগুলো মিশে যেত
বিকেলে আমাদের পথ চলার বাঁকে
কখনো উজ্জ্বল,চঞ্চলতা-উচ্ছ্বাসে
আজ তা শুষ্ক,মরুভূমির তটে
জীবনের অর্থ খুঁজতে খুঁজতে
আমার ক্লান্ত শরীর অতীতে ভাসে।।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 last year 

আমাদের এই কমিউনিটিতে সবাই খুব ভালো ভালো কবিতা লিখে থাকেন। আপনিও তার ব্যতিক্রম নয়। আজকে আপনি ধূলার তটে নিয়ে খুবই দারুণ একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছেন ভাইয়া, এখন সবাই বেশ ভালোই লিখছে।আমি অবশ্য কমিউনিটির প্রথম থেকেই কবিতা লিখি,ধন্যবাদ আপনাকে।

 last year 

কবিতার নামকরণ এবং কবিতার অর্থের গভীরতা খুবই ভালো হয়েছে আপু। অনেক বেশি ভালো লেগেছে আপনার কবিতাটি পড়ে। অনেক অনেক ধন্যবাদ আপু চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন সর্বদায়।

 last year 

আপনার মন্তব্য পড়ে আমিও অনুপ্রাণিত হলাম, ভালো থাকবেন ভাইয়া।

 last year 

জি আপনিও।।

 last year 

😊

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

Thank you💝..

 last year 

আপু আপনি অনেক সুন্দর কবিতা লিখেন আজ ও তার ব্যতিক্রম নয়। সত্যি আপু আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটি লাইন ছন্দে ছন্দে দারুণ মিলিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 last year 

আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়ে অনুপ্রেরণা পাই, ধন্যবাদ আপু।

 last year 

আমাদের সবার জীবনটাই এমনই যেখানে ভালোবাসা থাকবে কষ্ট থাকবে সুখ দুঃখ সব কিছু মিলিয়ে তো মানুষের জীবন। আপনি খুব ধূলার তটে কবিতাটি লিখেছেন পড়ে অনেক ভালো লেগেছে। দুর্দান্ত কবিতা লিখেছেন বেশ ভালোই হলো।

 last year 

অনেক সুন্দর মন্তব্য করেছেন, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56085.77
ETH 2369.58
USDT 1.00
SBD 2.31