Diy-"রঙিন কাগজ দিয়ে রাখী তৈরি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সামনে আবার ও diy নিয়ে হাজির হলাম।সেটি হলো-"রঙিন কাগজ দিয়ে রাখী তৈরি"।

রাখীপূর্ণিমা ভারতের একটি উৎসব। এই উৎসব ভাই ও বোনের মধ্যে পবিত্র বন্ধনের উৎসব।এই উৎসব কোনো নির্দিষ্ট ধর্মের মধ্যে সীমাবদ্ধ নেই, বিভিন্ন ধর্মে এটি পালিত হয়। দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখীটি ভাইবোনের গভীর ভালবাসার বন্ধনের প্রতীক। ভাইয়ের মঙ্গলকামনা, দীর্ঘায়ু কামনা এবং বোনকে আজীবন রক্ষা করার দাদার শপথের প্রতীক এই পবিত্র রাখী।তাই আমি এই বছর নিজ হাতে আমার দাদার জন্য রাখী তৈরি করেছি।যদিও আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না তবুও স্বল্প সময়ে চেষ্টা করেছি।আশা করি রাখীটি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন শুরু করা যায়---

IMG_20220810_161629.jpg

■উপকরণসমূহ:

1.রঙীন কাগজ (সাদা,খয়েরি ও হলুদ)
2.কেচি
3.আঠা
4.উলের রঙিন সুতা
5.রঙিন মাইক্রোটিভ পেন(সবুজ ও লাল)
6.পুঁতি 2 টি
7.খালি দেশলাই বক্স

■প্রস্তুতিকরন:

IMG_20220810_160637.jpg

👉🏿প্রথমে আমি রাখী তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিলাম।যেমন-পেন,কাগজ,পুঁতি, আঠা ইত্যাদি।

IMG_20220810_160705.jpg

👉🏿এরপর আমি 3cm ×4cm খয়েরি রঙের কাগজ নিয়ে নিলাম।

IMG_20220810_161740.jpg

👉🏿এরপর তিন ভাঁজ করে কেচি দিয়ে কেটে নিলাম গোল করে।

IMG_20220810_161925.jpg

👉🏿এবারে ভাঁজ খুলে নিলাম ,এটি একটি কুচি কুচি ফুলের পাপড়ির মতো হবে।

IMG_20220810_161941.jpg

👉🏿এরপর একটি হলুদ রঙের কাগজ গোল করে কেটে নিয়ে নিলাম।দেশলাই বক্সের আকার গোল করে কেটে নিলাম দুটি।এবারে আঠা দিয়ে হলুদ কাগজের সঙ্গে আটকে নিলাম।

IMG_20220810_161428.jpg

👉🏿এবারে হলুদ রঙের কাগজটি আঠা দিয়ে আটকে দেব খয়েরি রঙের ডিজাইন করা কাগজের মাঝখানে।

CollageMaker_20220810_161156363.jpg

👉🏿এরপর সবুজ রঙের পেন দিয়ে একটি ফুল গাছ ও পাতা একে নেব হলুদ রঙের কাগজের উপর।

IMG_20220810_161506.jpg

👉🏿এবারে হলুদ রঙের কাগজের উপর লাল রঙের পেন দিয়ে ফুল একে নেব এবং পাশ দিয়ে ছোট ছোট দাগ কেটে নেব।

IMG_20220810_161546.jpg

👉🏿এরপর হলুদ রঙের কাগজের মাঝখানে লাল রঙের পেন দিয়ে দাদা শব্দটি লিখে নেব।রাখীটির মূল অংশ আমার তৈরি করা হয়ে গেছে।

IMG_20220810_162019.jpg

👉🏿আমি এখানে কমলা ও লাল রঙের সুতা কেটে নিয়েছি উলের ।এবারে রাখীর মূল অংশের নীচে আঠা দিয়ে আটকে নেব সুতাটি।রাখীতে সঙ্গে সুতার নীচে সাদা কাগজের টুকরো লাগিয়ে নিলাম।

IMG_20220810_161702.jpg
👉🏿 সবশেষে রাখীর সুতার দুইদিকে দুটো রঙিন বড়ো পুঁতি লাগিয়ে নিলাম।তো আমার "রঙিন কাগজ দিয়ে রাখী তৈরি" করা হয়ে গেছে।এটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছিল।

আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের diy টি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি রাখি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আপু। আপনি খুবই সুন্দর ভাবে এবং যত্ন সহকারে রঙিন কাগজ ব্যবহার করে রাখিটি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে এটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, যত্নসহকারে তৈরি করেছি।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি আপনার দাদার জন্য সত্যি খুব সুন্দর একটি রাখি তৈরি করেছেন আপনার দাদা নিশ্চয়ই খুব খুশি হবে। আমার কাছে আপনার রাখি তৈরি টি খুব ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু,আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি আপনার দাদার জন্য রাখি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার তৈরি করা রাখি দেখে অনেক ভালো লাগলো আপু। দারুন ভাবে রাখি তৈরি করে আপনার দাদার প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।

আসলে ভাই বোনের সম্পর্কটা মধুর সম্পর্ক ।আর আপনি দাদার জন্য সুন্দরভাবে রঙিন কাগজ-কলম সুতা দিয়ে রাখি তৈরি করেছেন ।দেখে বেশ ভালই লাগছে ধাপগুলো অসাধারণ ছিল ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

এটাই হলো একজন ভাই এর প্রতি বোনের ভালোবাসা।খুব সুন্দর হয়েছে আপু।দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য।🖤

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া☺️।

 2 years ago 

রাখি পুর্ণিমা উপলক্ষে খুব সুন্দর করে রঙিন কাগজ এবং সুতা দিয়ে রাখি বানিয়ে ফেলেছেন দেখি আপু । রঙ্গিন কাগজের উপর রঙ্গিন কলমের আর্ট এর সৌন্দর্য আরো খানিক্টা বাড়িয়ে দিয়েছে । এবারের রাখি উৎসব নিয়ে মনের ভিতরে যে আনন্দ অনুভুতি কাজ করছে তা পুর্ণতা পাক এই আশা করি ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি রাখি তৈরি করেছেন দিদি। এবার এই রাখি আমাকে পরিয়ে দেন।

 2 years ago 

হি হি,অবশ্যই পরিয়ে দেব ভাইয়া ।আজ রাতে হ্যাংআউটে থাকবেন।অনেক ধন্যবাদ আপনাকে।😊

 2 years ago 

ওয়াও আপনি কাগজ দিয়ে খুব সুন্দর একটি রাখি তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার রঙিন কাগজের তৈরি করা রাখি। আপনি খুবই দক্ষতা সহকারে এই রাখিটি তৈরি করেছেন এবং শেয়ার করেছেন আমাদের সকলের সাথে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

আপনি অনেক সুন্দর ভাবে আপনার দাদার জন্য রঙ্গিন কাগজ, কলম, সুতা দিয়ে সুন্দর একটি রাখি বানিয়েছেন। এটি দেখতে অনেক সুন্দর লাগছে। আশীর্বাদ করি যেন আপনার মনষ্কামনা পূর্ণ হোক ও ভাই বোনের সম্পর্ক ছিল অটুট হোক। আপনার জন্য শুভকামনা রইল।
 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর ও সাবলীল মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 57791.14
ETH 2962.27
USDT 1.00
SBD 3.67