Diy-"আম পাতার ব্যাগ তৈরি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সামনে আবার ও diy নিয়ে হাজির হলাম।সেটি হলো-"আম পাতার ব্যাগ তৈরি"।

IMG_20220904_185808.jpg

অনেকদিন হলো diy করা হয় না,তাই ভাবলাম আজ একদম আলাদা বিষয় নিয়ে diy করবো।যেটি আমাদের
শৈশবকে মনে করতে সাহায্য করে।আর শৈশবের স্মৃতি মানেই অফুরন্ত আনন্দের।ছোটবেলায় গাছ থেকে পেড়ে নিয়ে কত পাতা নিয়ে খেলতাম,নানা কিছু তৈরি করতাম ।যেটি অনেক আনন্দের ছিল, তাই আজ আমি আম পাতার ব্যাগ তৈরি করবো।যেটি দেখতে সত্যিকারের মিনি ব্যাগের মতো লাগবে।
আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও।তো চলুন শুরু করা যাক---

IMG_20220904_182529.jpg

উপকরণ:

1.আম পাতা- 3 টি
2.কেচি

প্রস্তুত-প্রণালি:

ধাপঃ 1

IMG_20220904_182604.jpg
●প্রথমে আমি আম গাছের থেকে কিছু বড়ো সাইজের আম পাতা ছিড়ে নেব।

ধাপঃ 2

IMG_20220904_182448.jpg
●আম পাতা নেওয়ার পাশাপাশি একটি কেচি নিয়ে নিলাম।এবারে একটি পাতা নিয়ে পাতার বোঁটা কেচি দিয়ে কেটে সমান করে নেব।

ধাপঃ 3

IMG_20220904_182507.jpg
●এরপর পাতাটি মাঝবরাবর চিরে নেব।

ধাপঃ 4

IMG_20220904_182419.jpg
●পাতাটির একপাশ সমান করে নিয়ে কিছুটা ছিড়ে ফেলে দেব।

ধাপঃ 5

IMG_20220904_182804.jpg
●এবারে পাতাটির বোঁটা ঘুরিয়ে পাতার উপর আঙুল দিয়ে ধরে রাখবো।

ধাপঃ 6

IMG_20220904_182746.jpg
●চির করে রাখা পাতার অন্য পাশটি সমান করে কেচি দিয়ে কেটে নেব।

ধাপঃ 7

IMG_20220904_182831.jpg
●এরপর পাতাটি বোঁটার পাতার অংশে ঘুরিয়ে নেব সমান করে ।

ধাপঃ 8

IMG_20220904_182847.jpg
●এবারে বোঁটার পাতার নিচের বাড়তি অংশ ঘুরিয়ে নেব ছবির মতোই।

ধাপঃ 9

IMG_20220904_182903.jpg
●সবশেষে পাতাটির নিচের বাড়তি অংশ মুড়িয়ে ভাঁজ করে নিয়ে নীচের ফাঁকা অংশের মধ্যে ঢুকিয়ে দেব।

ধাপঃ 10

IMG_20220904_183056.jpg
●তো ব্যাগের প্রথম ও দ্বিতীয় পাশ তৈরি হয়ে গেল।

ধাপঃ 11

IMG_20220904_183420.jpg
●ব্যাগটি আমার পুরোপুরি তৈরি করা হয়ে গেল ।এখন বিভিন্নভাবে কিছু ছবি তুলে নিলাম।

ধাপঃ 12

IMG_20220904_183459.jpg
●ছোট্ট মিনি ব্যাগ হাতে নিয়ে।

ধাপঃ 13

IMG_20220904_183206.jpg
●এরপর মিনি ব্যাগটি বসিয়ে দিলাম একটি স্থানে।

ধাপঃ 14

IMG_20220904_183437.jpg
●একইভাবে আরো দুটি ছোট-বড়ো ব্যাগ তৈরি করে নিলাম আম পাতা দিয়ে।

ধাপঃ 15

IMG_20220904_183224.jpg
●তিনটি ব্যাগই একসঙ্গে বসিয়ে দেব।তিনটি ব্যাগ একসঙ্গে খুব সুন্দর লাগছিল দেখতে।

সর্বশেষ ধাপঃ

IMG_20220904_183141.jpg
●তো আমার "আম পাতার ব্যাগ তৈরি" করা হয়ে গেছে।এটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছিল।

আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের diy টি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

দিদি নমস্কার
আপনি আমের পাতা দিয়ে কাচি দিয়ে কেটে কি সুন্দর ব্যাগ বানিয়েছেন ৷আসলে গ্রামে কমবেশি সবাই পারে আমের পাতা দিয়ে ব্যাগ বা বাশি ৷যাই হোক ভালো ছিল দিদি

 3 years ago 

আপনিও পারেন দাদা?
অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আম পাতা দিয়ে চমৎকার একটি ব্যাগ তৈরি করেছেন আপনি‌। ব্যাগটি দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে। আম পাতা দিয়ে যে এত সুন্দর ব্যাগ তৈরি করা যায় তা আমার জানা ছিল না। আপনার পোস্ট দেখে শিখে নিলাম। আপনার আইডিয়াটা দারুন ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ব্যাগ তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু,একটি নয়,তিনটি ব্যাগ তৈরি করেছি।অসংখ্য ধন্যবাদ আপনাকে,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ছোটবেলায় আম পাতা দিয়ে এভাবে ব্যাগ তৈরি করতাম। আপু আপনার এই পোস্ট দেখে ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। আপনি অনেক সুন্দর ভাবে ব্যাগ তৈরির পদ্ধতি তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আপু ছোটবেলার স্মৃতি তুলে ধরতেই তৈরি করলাম, অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি তো দেখছি খুব সুন্দর করে আম পাতা দিয়ে ব্যাগ তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ দেখিয়েছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ আপনাকে ও আপু।

ছোটবেলায় পাতা দিয়ে এই ধরনের জিনিসপত্র খুব বানাতাম। বলছি আপনার ব্যাগের ভিতর কি ২০০০ টাকার নোট রাখা যাবে দুই একটা। তাহলে আমিও কয়েকটা বানাবো।

 3 years ago 

আপনার ব্যাগের ভিতর কি ২০০০ টাকার নোট রাখা যাবে দুই একটা। তাহলে আমিও কয়েকটা বানাবো।

দাদা,2000 টাকার নোট তো রাখা যাবে না তবে 5000 টাকার নোট ঠিক রাখা যাবে,আপনিও বানিয়ে ফেলুন কয়েকটি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আম পাতার ব্যাগ অসাধারণ হয়েছে। আপনার আম পাতার ব্যাগ দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আসলে ছোটবেলা আমরা এভাবে পাতা থেকে কত কিছু তৈরি করতাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু,আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য।

 3 years ago 

ছোটবেলায় এভাবে আম পাতা দিয়ে ব্যাগ বানিয়ে খেলতাম। আপনার তৈরি আম পাতা দিয়ে ব্যাগ বানানো দেখে আমার সেই ছোট বেলার কথা গুলো মনে পরে গেলো। যাইহোক আপনি খুবই সুন্দর ভাবে আম পাতা দিয়ে ছোট ছোট ব্যাগ তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে আম পাতা দিয়ে ছোট ছোট ব্যাগ তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

 3 years ago 

ছোটবেলায় এরকম বিভিন্ন রকম পাতা দিয়ে কখনো ব্যাগ কখনো কাপ বানাতাম।আপনারা আম পাতা দিয়ে ব্যাগ বানানো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। খুব সুন্দর হয়েছে আপনার ব্যাগটি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ছোটবেলার স্মৃতি স্মরণ করেই তৈরি করলাম আপু,অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ছোটবেলায় এভাবে আমরাও পাতা দিয়ে অনেক কিছু তৈরি করতাম। ঘড়ি পাখা ইত্যাদি। আপনার এই ডাই প্রজেক্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনি অনেক সুন্দর হয়েছে আপু।

 3 years ago 

হ্যাঁ আপু,ঘড়ি ও পাখা আমরা নারিকেল পাতা দিয়ে তৈরি করতাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 112203.77
ETH 4318.55
SBD 0.85