Diy-"রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সামনে আবার ও diy নিয়ে হাজির হলাম।সেটি হলো-"রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি"।

আজ সকাল থেকেই একটু করে বৃষ্টি পড়ছে আবার থেমে যাচ্ছে আবার গুড়িগুড়ি এক পশলা দেখা দিয়ে উধাও!তবুও গরমের কমতি নেই, যাইহোক অনেকদিন কোনো diy করা হয় না।সময় হয়ে ওঠেনি আরকি।যাইহোক আজ মনে হলো একটি ভিন্ন আঙ্গিকে প্রজাপতি তৈরি করার আর করেও ফেললাম।প্রজাপতির আবার দুটি ডানায় সুন্দর দুটি চোখের মতো ডিজাইন করে দিয়েছি।এইরকম বড়ো একটি সত্যিকারের প্রজাপতি আমি কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারই আঙ্গিকে তৈরি করলাম।মাঝে মাঝেই মনে হয় রূপকথার রাজ্যে চলে যায়, পরি হতে নতুবা সুন্দর প্রজাপতি হয়ে উড়ে উড়ে বেড়াতে।কিন্তু সেটা নিতান্তই আমার মনের অলীক কল্পনা।☺️ ফলে এটি খুব সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিল।তো চলুন শুরু করা যাক---

IMG_20220718_101901.jpg

■উপকরণসমূহ:

1.রঙীন কাগজ (গোলাপি ও হলুদ)
2.মার্কার পেন
3.কেচি
4.বলপেন(কালো)
5.আঠা

■প্রস্তুতিকরন:

ধাপঃ 1

IMG_20220718_095410.jpg

প্রথমে আমি রঙ্গিন কাগজ,পেনসিল, কেচি ইত্যাদি উপকরণ নিয়ে নেব।

ধাপঃ 2

IMG_20220718_095432.jpg

এরপর গোলাপি রঙের কাগজ দুই ভাঁজ করে নিয়ে কাগজের উপর বলপেন দিয়ে প্রজাপতি একে নেব।

ধাপঃ 3

IMG_20220718_095447.jpg

দাগের উপর দিয়ে কেচি দ্বারা কেটে নেব প্রজাপতিটি।

ধাপঃ 4

IMG_20220718_095458.jpg

প্রজাপতির ভাঁজ খুলে পাখনা মেলে দেব।

ধাপঃ 5

IMG_20220718_101411.jpg

আরেকটি আলাদা ছোট প্রজাপতির ডানার সেপ তৈরি করে নিলাম।

ধাপঃ 6

IMG_20220718_101429.jpg

এরপর হলুদ রঙের কাগজ ছোট দুটি বৃত্তে কেটে নিয়ে তার মাঝে কালো বলপেন দিয়ে একে নিলাম।

ধাপঃ 7

IMG_20220718_100406.jpg

এরপর আঠা দিয়ে বড়ো প্রজাপতির উপর ছোট প্রজাপতির ডানা বসিয়ে দিলাম।হলুদ রঙের কাগজ দুটিও দুই ডানার উপর আঠা দিয়ে আটকে নেব।

ধাপঃ 8

IMG_20220718_100421.jpg

এবারে মার্কার পেন ও কালো রঙের বলপেন দিয়ে ডিজাইন করে একে নেব।

ধাপঃ 9

IMG_20220718_100543.jpg

তো তৈরি করা হয়ে গেল আমার "রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি"।এটি দেখতে খুবই সুন্দর লাগছিল।

আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের diy টি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

আপনি তো দেখছি রঙিন কাগজ ব্যবহার করে দারুন একটি প্রজাপতির অরিগামি তৈরি করেছেন। আপনার প্রজাপতির অরিগামি তৈরি দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমাদের সাথে এত সুন্দর একটি প্রজাপতির অরিগামি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার উৎসাহমুলক মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসম্ভব সৌন্দর্যময় এই প্রজাপতি তৈরি করেছেন। সত্যি আপু আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, অসাধারণ হয়েছে।

 2 years ago 

অনুপ্রাণিত হলাম, অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে অসাধারণ প্রজাপতি তৈরি করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং দেখতেও সুন্দর লাগছে। আসলে এরকম ইউনিক পোস্ট সবার কাছেই ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার কাছে প্রজাপতিটি ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ আপু রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর প্রজাপতি তৈরি করেছেন। আমি তো প্রথমে দেখে সত্যিকারের প্রজাপতি ভেবেছিলাম। চমৎকার ভাবে প্রজাপতি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর পর্যাপতির অরিগামি প্রস্তুত করেছেন প্রথমে তো দেখে ভেবেছিলাম এটি কোন ফটোগ্রাফি হবে। ধন্যবাদ আপনাকে আপনার সৃজনশীলতা আমাদের মাঝে প্রকাশ করার জন্য

 2 years ago (edited)

সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রজাপতি 🦋 অনেক সুন্দর লাগছে দেখতে। এটার উপর আবার কি নিখুঁত কারুকাজ করেছেন। দেখতে সত্যিকারের প্রজাপতির মতো লাগছে।
শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সত্যিকারের প্রজাপতি দেখেই এটি তৈরি করেছি ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে, শুভকামনা অবিরাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রজাপতি বানিয়ে মুগ্ধ করে দিলেন। খুবই ইউনিক এবং দেখে মনে হচ্ছে অরজিনাল একটি প্রজাপতি। এত সুন্দর ভাবে প্রজাপতি বানিয়ে আমাদের সাথে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া,আপনার প্রশংসামূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর প্রজাপতি তৈরি করেছেন আর আপনার তৈরি করা প্রজাপতি একদম অরিজিনাল প্রজাপতির মত লাগছে।

এরপর হলুদ রঙের কাগজ ছোট দুটি বৃত্তে কেটে নিয়ে তার মাঝে কালো বলপেন দিয়ে একে নিলাম।

সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দিদি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও অসাধারণ আপনি রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন। সত্যি আমার কাছে খুবই ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু,এত সুন্দর মন্তব্য দ্বারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61378.39
ETH 3380.07
USDT 1.00
SBD 2.48