"দক্ষিনেশ্বর গঙ্গা ঘাটের কিছু আলোকচিত্র"
নমস্কার
কিছু স্মৃতি জমিয়ে রাখার চেষ্টা করি আমরা সবাই নিজের আলব্যামে।তেমনি এই ছবিগুলো ও আমার স্মৃতির পাতা থেকে নেওয়া।যখন পুরোনো ছবিগুলো ঘেঁটে দেখছিলাম তখনই খুঁজে পেলাম এই ছবিগুলো।আসলে কয়েক মাস আগে দক্ষিনেশ্বর গিয়েছিলাম পূজা দিতে।তখনই দক্ষিনেশ্বর ঘাট থেকে ছবিগুলো ক্যাপচার করেছিলাম।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----
দক্ষিনেশ্বর গঙ্গা ঘাটের কিছু আলোকচিত্র:
দক্ষিনেশ্বর গঙ্গা ঘাটের সাঁঝ সকালে তোলা এই ছবিটি।এখান থেকে ধোঁয়াশায় আচ্ছাদিত বালির ব্রিজ দেখা যাচ্ছে।এই ব্রিজটি অনেক পুরোনো ও ঐতিহ্যবাহী একটি ব্রিজ।
এখান থেকে কলকাতা শহরটি যেন সকালে নতুনভাবে সেজে উঠেছিল।দক্ষিনেশ্বর গঙ্গার ঘাটে অনেক মানুষ স্নান করছিল।গঙ্গা নদীর এই পবিত্র জলে আমরাও স্নান করেছিলাম।
যেহেতু অনেক সকাল তার উপরে আবার শীতের সময়।তাই জলে অনেক ঠান্ডাও ছিল।এছাড়া ঘাটে ভিড় জমেছিল অনেক।গঙ্গার ঘাটে সবসময়ই মানুষের গমগম একটা ভাব থাকে।
এই ছবিতে আমরা যখন হেটে যাচ্ছিলাম গঙ্গা ঘাটের দিকে।তখন দেখলাম কেউ কেউ প্লাস্টিকের ছোট ছোট টপ বিক্রি করছিল।অনেক মানুষ টপ কিনে নিচ্ছে গঙ্গা নদীর পবিত্র জল ভরে বাড়ি নিয়ে যাওয়ার জন্য।
এটি বারাসাতের একটি রেস্টুরেন্টের দৃশ্য।এই রেস্টুরেন্টে গিয়ে বসতেই দেখলাম মাথার উপর টপের মধ্যে কমলা রঙের ফল ঝুলছে।যেগুলো দেখতে একদম সত্যিকারের কমলা লেবুর মতো মনে হচ্ছিল।
রেস্টুরেন্টের আলোকসজ্জা ও গাছের ডেকোরেশনটি মোটামুটি আমার ভালোই লেগেছিল।তারপর ডাবল ওমলেটের মোগলাই পরোটা, চিকেন স্যুপ ইত্যাদি খেয়ে বের হয়ে গিয়েছিলাম শপিংমলে শপিং করার জন্য।
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের গঙ্গা ঘাটের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
💐💐ধন্যবাদ সকলকে💐💐
পোস্ট বিবরণ:
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | poco m2 |
ফটোগ্রাফার | @green015 |
লোকেশন | কলকাতা,বারাসাত |
টুইটার লিংক
ঠিক বলেছেন আপু আমরা সবাই কিছু স্মৃতি জমিয়ে রাখার চেষ্টা করি। পুরনো অ্যালবামে অতীতের সেই স্মৃতিগুলো দেখে অনেক ভালো লাগে। আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
স্মৃতিগুলো আসলেই ভালো লাগার,ধন্যবাদ আপনাকে।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you so much💝.
দক্ষিনেশ্বর গঙ্গা ঘাটের বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। যেখানে যায় সেখানেই ফটোগ্রাফি করে থাকি। গঙ্গা ঘাটের সাঁঝ সকালে ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে আপু। রেস্টুরেন্টের পরিবেশে বেশ সুন্দর। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
মানুষ সৃতির পুজারি সৃতি জমা করতে খুবই ভাল বাসি আমরা।আপনার আলোকচিত্র গুলো খুবই সুন্দর হয়েছে দারুন ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।
ঠিকই বলেছেন, ধন্যবাদ।