আমার স্বরচিত কবিতা: "আঁধারে ঢাকা"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও বেশ ভালোই আছি।কবিতা লিখতে আমার বরাবরই খুবই ভালো লাগে।তাই নিজের অনুভূতি দ্বারা কবিতা লেখার চেষ্টা করি আমি।যদিও আমি কখনোই আমার কবিতাগুলোকে খুব বেশি দীর্ঘ করিনা।তাই আজো একটি কবিতা লিখে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম।



একটি কবিতা কয়েক লাইনের হলেও এর ব্যাখ্যা ব্যাপক হয়।আমি যখনই কবিতা লিখি তখনই তার মূলভাব কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করি।কারণ অনেকেই মন্তব্যে বলেন,কবিতার মূল বিষয় কিছুটা ব্যাখ্যা করলে তাদের বুঝতে সুবিধা হয়।তাই পাঠকের কথা চিন্তা করেই কবিতার গভীরতা তুলে ধরার চেষ্টা করি।এছাড়া একটি কবিতা দ্বারা পাঠকের হৃদয়ে নানান ভিন্ন ভিন্ন ধারনার সৃষ্টি হয়।একেক জনের ভাবনা বা চিন্তাধারা একেক রকমের।আজ আমি একটা কবিতা লিখেছি যেখানে কাল্পনিক ভাবনাকে প্রাধান্য দেওয়া হয়েছে।কল্পনাগুলি ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্নে বিভোর থাকে সারাক্ষণ।তো এই ভাবনায় লিখে ফেললাম কয়েক লাইন।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

pexels-photo-3633016.jpeg
সোর্স

আঁধারে ঢাকা

হাজারো মানুষের ভীড়ে
আমি ভুলে যাই নিজের অস্তিত্বকে
উড়ানো কালো ধোঁয়ায়
খুঁজে ফিরি অনুভবে তোমার ভাবনাকে।



যে ভাবনা হৃদয়ে মিশেছিল একদিন
দূরবর্তী পথ চলার শপথে
আমার অনুভবেরা ফিকে হয়ে যায়
অন্ধ বিশ্বাসের ঘূর্ণিপাকে।

এখনো একফোঁটা আশা বুকে নিয়ে
অশ্রুতে লিখি তোমার চিঠি
ডুবন্ত সূর্যের মতো আঁধারে মিলে
আবছা মায়ায় আঁকি প্রতিচ্ছবি।

সময়গুলো দ্রুত যায় বদলানোর ধারাতে
ভীতু হৃদয়ে কিছুটা সাহস সঞ্চার
অতীতগুলো হয়নি পুরোনো
শুধু বেড়ে গেছে পথের দূরত্বতার।

কিছু স্বপ্ন রঙিন,কিছু স্বপ্ন আঁধারে ঢাকা
কিছু স্বপ্ন ভাঙা কাঁচের টুকরো
যদি অতীতগুলো আবার পেতাম ফিরে
সব দ্বিধা কাটিয়ে দিতাম চিঠি উড়ো।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 last year 

আপু আপনার কবিতা আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে,আজ ও৷ তার ব্যতিক্রম হয়নি। আর সত্যি কল্পনাগুলি ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্নে বিভোর থাকে সারাক্ষণ।কবিতাটি ছন্দে ছন্দে দারুণ লিখেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 last year 

আপনার সাবলীল মন্তব্যের জন্য,অনেক ধন্যবাদ আপু।

 last year 

অসাধারণ কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে খুবি ভালো লেগেছে আমার।বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।

সময়গুলো দ্রুত যায় বদলানোর ধারাতে
ভীতু হৃদয়ে কিছুটা সাহস সঞ্চার
অতীতগুলো হয়নি পুরোনো
শুধু বেড়ে গেছে পথের দূরত্বতার।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই আমি লেখার প্রতি উৎসাহ পাই ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 last year 

হুম দিদিদ ঠিক বলেছেন যে কবিতার শেষে তার অর্থ যেগুলো পড়ে অনেক ভালো লাগে ৷ আপনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন ৷ কবিতার প্রতিটি লাইন ছিল অনেক সুন্দর ৷

হাজারো মানুষের ভীড়ে
আমি ভুলে যাই নিজের অস্তিত্বকে
উড়ানো কালো ধোঁয়ায়
খুঁজে ফিরি অনুভবে তোমার ভাবনাকে।

 last year 

অর্থ ব্যতিত কখনো কোনো কবিতা হয় না দাদা।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।

 last year 

এখনো একফোঁটা আশা বুকে নিয়ে
অশ্রুতে লিখি তোমার চিঠি
ডুবন্ত সূর্যের মতো আঁধারে মিলে
আবছা মায়ায় আঁকি প্রতিচ্ছবি।

আপনার আঁধারে ঢাকা কবিতাটা পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনি খুবই সুন্দর একটা কবিতা লিখেছেন। এরকম কথা গুলো আমার অনেক বেশি পছন্দের। এই ধরনের কবিতা গুলো পড়তে আমি খুবই পছন্দ করি। খুবই সুন্দর একটা টপিক তুলে ধরেছেন কবিতাটি লেখার জন্য। কবিতার মূলভাবটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। কবিতা লিখতে এবং পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। সব মিলিয়ে জাস্ট অসাধারণ একটা কবিতা লিখেছেন।

 last year 

আপনার কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে জেনে খুশি হলাম আপু,ধন্যবাদ আপনাকে।

 last year 

সময়গুলো দ্রুত যায় বদলানোর ধারাতে
ভীতু হৃদয়ে কিছুটা সাহস সঞ্চার
অতীতগুলো হয়নি পুরোনো
শুধু বেড়ে গেছে পথের দূরত্বতার।

ঠিকই বলেছেন আপু মনের আবেগ অনুভূতি এবং কাল্পনিক বিষয় নিয়ে গড়ে ওঠে কবিতার লাইনগুলো।।
আজকের কবিতাটি আপনি অনেক সুন্দর ভাবে রচনা করেছেন ছন্দ গুলো খুব সুন্দরভাবে মিলিয়েছেন।।
কবিতাটি অনেক ভাব গম্ভীর এবং অর্থ বহন করে।।।

 last year 

আপনার সুন্দর মতামত জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আরে বাহ্ আপনি তো দেখছি খুবই চমৎকার কবিতা নিয়ে হাজির হলেন আমাদের মাঝে। কবিতা আমার অনেক বেশি পছন্দের, পড়তে এবং লিখতে অনেক খুবই পছন্দ করি। এটা কিন্তু একেবারেই সত্যি, মনের আবেগ অনুভূতি ও কল্পনার বিষয় নিয়ে গড়ে ওঠে এরকম কবিতা গুলোর প্রত্যেকটা লাইন। সত্যি এরকম টপিক নিয়ে লেখা কবিতা গুলো আমার অনেক বেশি পছন্দের। এরকম কবিতা আপনার কাছ থেকে পরবর্তীতে পাওয়ার জন্য তাহলে অপেক্ষায় আছি।

 last year 

ভাইয়া ,কবিতার টপিক আপনার কাছে পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

 last year 

আজকে আপনি খুব চমৎকার একটি আঁধারে ঢাকা কবিতা লিখেছেন। আপনার কবিতাগুলো পড়েতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনার কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আসলে কবিতার মধ্যে অনেক কিছু বোঝা যায়। আপনি অনেক সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার মতো পাঠক পেয়ে আমি সত্যিই অনেক হ্যাপী।ধন্যবাদ আপু,ভালো থাকবেন।

 last year 

ওয়াও অসাধারন আপনি খুব চমৎকার ভাবে আঁধারে ঢাকা কবিতাটি লিখেছেন। কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়। যদিও কবিতা লিখতে অনেক চিন্তা ভাবনা করে লিখতে হয়। তবে আপনি অনেক চিন্তা ভাবনা করে খুব চমৎকার কবিতা লিখেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া, কবিতা লিখতে একটু ভাবনার প্রয়োজন।তবে অনেক জড়ো কথা কম শব্দে প্রকাশ করা যায় এতে, ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি অনেক সুন্দর ভাবে কবিতা লিখতে পারেন আপু। আপনার কবিতার প্রত্যেকটা লাইন আমার কাছে অনেক ভালো লেগেছে এত সুন্দর করে আপনি কবিতা লিখেছেন এবং ছন্দ মিলিয়েছেন তা পড়ে আমার খুব ভালো লেগেছে। কবিতার মধ্যে অনেক অনুভূতি প্রকাশ পেয়েছে। খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর একটি কবিতা পড়ে।

 last year 

আপনার অনুভূতি জেনে আমিও বেশ উৎসাহ পেলাম, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 89142.81
ETH 3374.76
USDT 1.00
SBD 3.04