"Diy"এসো নিজে করি-🐚"গেঁড়ি /গুগলির সিম্পল ম্যান্ডেলা আর্ট"🐚(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো -"একটি গুগলির সিম্পল ম্যান্ডেলা চিত্ৰ অঙ্কন"।🐚🐚

IMG_20220202_072440.jpg

🐚গেঁড়ি /গুগলি🐚

গেঁড়ি /গুগলি নামটি অনেকের কাছে নতুন মনে হতে পারে।কিন্তু এটিকে অনেকে শামুক বলে চিনে।মূলত এর আসল নাম গেঁড়ি /গুগলি।এটি শামুক প্রজাতির মধ্যে একটি।শামুকের অনেক অনেক প্রজাতি রয়েছে।বিভিন্ন আকারের সুন্দর দেখতে নানা ধরনের শামুক রয়েছে।আমি যে প্রজাতির শামুক অঙ্কন করেছি এটি পুকুর কিংবা খালে জন্মায়।অনেক বাঙালিরা আদিবাসীদের মতোই এটি রেসিপি হিসেবে রান্না করে খেয়ে ও থাকেন।যেটি ভেবেই আমার কেমন গা শিউরে ওঠে ও ঘৃনা ও লাগে বটে।যাইহোক এই গেঁড়ি /গুগলি প্রজাতির শামুক কিছুটা লম্বা সাইজের হয় ও আকারে ছোট হয়।শামুক প্রজাতির আকার বা গায়ের খোলস সবসময় পেঁচানো হয়।তো চলুন অঙ্কন দেখে নেওয়া যাক---

IMG_20220202_072424.jpg

■উপকরণ:

◆সাদা কাগজ
◆পেন্সিল
◆রবার
◆কালো রঙের বলপেন
◆নীল রঙের বলপেন
◆বাদামি রঙের পেন্সিল

■প্রস্তুত প্রণালী:

ধাপঃ 1

IMG_20220202_072059.jpg

●প্রথমে আমি অঙ্কনের উপকরণগুলি নিয়ে নেব।

ধাপঃ 2

IMG_20220202_072116.jpg

●পেন্সিলের সাহায্যে একটি বাঁকা বৃত্ত একে তার মধ্যে আবার একটি বৃত্ত একে নেব।

ধাপঃ 3

IMG_20220202_072139.jpg

●এরপর বৃত্তের সঙ্গে লাগোয়া করে বেকিয়ে আরেকটি ত্রিভুজের মতো গোল করে একে নেব।

ধাপঃ 4

IMG_20220202_072201.jpg

●এরপর পূর্বের বৃত্তের লাগোয়া করে আরেকটি বড়ো চৌকো বৃত্ত একে নেব।

ধাপঃ 5

IMG_20220202_072220.jpg

●এভাবে আমি একটি একটি করে বিভিন্ন আকৃতির বৃত্ত একে নেব।

ধাপঃ 6

IMG_20220202_072235.jpg

●তো আমি গেঁড়ি /গুগলি একে নিলাম ।এটি মুখের দিকে বড়ো ও পিছনের দিকে সরু হবে।

ধাপঃ 7

IMG_20220202_072249.jpg

●এরপর মুখের বড়ো বৃত্তের কিছু অংশ পেন্সিল সেপ করে আঁকিয়ে নেব।

ধাপঃ 8

IMG_20220202_072311.jpg

●তো আমার পেন্সিল সেপ করে আকানো হয়ে গেছে।

ধাপঃ 9

IMG_20220202_072327.jpg

IMG_20220202_072341.jpg

●এরপর আমি একটি নীল রঙের বলপেন দিয়ে দ্বিতীয় ও চতুর্থ ও একদম শেষ গেঁড়ি /গুগলির মুখে ও গাঁয়ে ম্যান্ডেলা আর্ট করে নেব (মনের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্কন)।এবারে কালো রঙের বলপেন দিয়ে গেঁড়ি /গুগলির গায়ে পেন্সিল দাগের উপর দিয়ে একে নেব।

ধাপঃ 10

IMG_20220202_072409.jpg

●সবশেষে একটি বাদামি রঙের পেন্সিল দিয়ে গেঁড়ি /গুগলির গায়ের সাদা অংশ হালকা সেপ করে একে নেব।তো আমার অঙ্কন করা হয়ে গেল"গেঁড়ি /গুগলির সিম্পল ম্যান্ডেলা চিত্ৰ"।🐚🐚

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের অঙ্কনটি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

আপনার তৈরি করা ম্যান্ডেলা টি দেখতে অনেক সুন্দর লাগতেছে । ম্যান্ডেলা ই আপনার দক্ষতা ও হাতের কারিগরি নিপুণতার মাধ্যমে সম্পন্ন করেছেন । তাছাড়া ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, উৎসাহ পেলাম।

গেঁড়ি /গুগলির সিম্পল ম্যান্ডেলা আর্টটি অনেক সুন্দর লাগছে। এক কথায় অসাধারন একটি করেছেন দিদি। আপনার আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে কেননা আপনি নতুন কিছু নিয়ে হাজির হন। যাইহোক গেঁড়ি /গুগলির সিম্পল ম্যান্ডেলা আর্ট টি সম্পর্কে ভালো উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

এগুলোকে আমরা শামুক বলি। নামগুলোর সাথে পরিচিত ছিলাম না। আমার ধারণা যদি ভুল না হয় তবে ছোটবেলায় এগুলো ফাটিয়ে হাসঁকে খেতে দিতাম। চিত্রটি দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ বোন।

 2 years ago 

আপনার ধারণা ঠিক দাদা। আমরাও ছোটবেলা থেকেই এটিকে শামুক বলি,কিন্তু এখানের স্থানীয় লোকজন এগুলো গুগলি/গেড়ি বলে।ইউটিউব দেখে ও সেটি দেখতে পেলাম।অনেক ধন্যবাদ দাদা।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you,💝

 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

এটির নাম জানতাম না। আজকে আপনার মাধ্যমে জানলাম। দারুন ছিল আর্ট টি। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং আপনার জন্য শুভকামনা রইল আপু


IMG_20220106_113311.png

 2 years ago 

আসলে ভাইয়া ছোটবেলা থেকেই এটিকে আমরা শামুক বলি,কিন্তু এখানের স্থানীয় লোকজন এগুলো গুগলি/গেড়ি বলে।ইউটিউব দেখে ও সেটি দেখতে পেলাম।অনেক ধন্যবাদ ভাইয়া।

খুব সুন্দর হয়েছে আপু গুগলির ম্যান্ডেলা আর্ট টি। নীল রং টি ব্যবহারের কারণে এটি দেখতে আরও বেশি ভালো লাগছে । শুভেচ্ছা রইল আপনার জন্য আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া😊

 2 years ago 

আপনার গুড়ির সিম্পল মান্ডালা আর্ট বেশ দারুন লাগছে। অনেক সুন্দর করে আপনি আপনার গুড়ির আর্ট সম্পন্ন করেছেন। এবং প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন এত সুন্দর গুড়ি মান্ডালা আর্ট শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 2 years ago 

ভাইয়া, গুড়ি নয়,গেড়ি /গুগলি ।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago (edited)

আমাদের আঞ্চলিক ভাষায় গুড়ি শামুক বলে আপু। অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আচ্ছা, জেনে ভালো লাগলো ভাইয়া😊।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গুগলির সিম্পল ম্যান্ডেলা আর্ট করছেন দেখতে অনেক সুন্দর হয়েছে ইউনিক আইডিয়া ছিলো দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।😊

 2 years ago 

গেঁড়ি /গুগলির সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন।আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপের অনেক সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি খুবই সুন্দর ভাবে গুগলির সিম্পল ম্যান্ডেলা আর্ট করেছেন। আমার কাছে আপনার আর্টটি অসম্ভব ভালো লেগেছে।আপনি খবই সুন্দর ভাবে প্রতিটি স্টেপ আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59190.13
ETH 3187.58
USDT 1.00
SBD 2.45