আমার অঙ্কিত চিত্ৰ: "কিউট বালক কৃষ্ণ"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সব্বাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি অঙ্কন নিয়ে।সেটি হলো "কিউট বালক কৃষ্ণ"।

জয় শ্রী কৃষ্ণ!
মহাভারত ও পুরাণে অনেক কৃষ্ণকাহিনী রয়েছে।যা একদিনে শেষ করা কখনোই সম্ভব না।এছাড়া কৃষ্ণের বাচ্চাবেলা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত অনেক লীলাকাহিনী রয়েছে।যা সত্যিই আমাদের অন্তরে একটা জায়গা করে নেয় এবং আত্মশুদ্ধি দেয় মনকে।মনকে শিক্ষার সাথে সাথে আনন্দ ও পবিত্রতাও দান করে।তো চলুন কৃষ্ণের লীলাকাহিনীর কথা বাদ দিয়ে অঙ্কন শুরু করা যাক----

IMG_20211122_142716.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.কালো বলপেন
3.পেনসিল
4.ও রবার

অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20211122_143914.jpg

●প্রথমে আমি অঙ্কনের জন্য উপকরণগুলি নিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20211122_142223.jpg

●তারপর সাদা কাগজে পেনসিলের সাহায্যে একটি বৃত্ত একে নিলাম হাত দিয়ে।

ধাপঃ 3

IMG_20211122_142232.jpg

●এরপর একটি হাত অঙ্কন করলাম।

ধাপঃ 4

IMG_20211122_142240.jpg

●বৃত্তের মধ্যে দুটি লম্বা দাগ মাঝবরাবর দিয়ে অন্য হাতটিও একে নিলাম ।

ধাপঃ 5

IMG_20211122_142329.jpg

●বৃত্তের মধ্যে অনেক গুলো দাগ দিয়ে নিলাম আড়াআড়ি ভাবে এবং কৃষ্ণের কপালে তিলক একে দিলাম।

ধাপঃ 6

IMG_20211122_142340.jpg

●এরপর ভ্রু ,নাক ও চোখ দুটি একে নিলাম।

ধাপঃ 7

IMG_20211122_142356.jpg

●ঠোঁট,কান,চুলগুলি একে নিলাম এক এক করে।

ধাপঃ 8

IMG_20211122_142426.jpg

●এরপর কৃষ্ণের মাথার কেশ ,ময়ূরের পালক ও কানের দুল একে নিলাম।

ধাপঃ 9

IMG_20211122_142443.jpg

●এবার কৃষ্ণের দুটি হাত ও হাতের বাঁশি একে নিলাম পেনসিল দিয়ে।

ধাপঃ 10

IMG_20211122_142503.jpg

IMG_20211122_142513.jpg

●এরপর কালো রঙের বলপেন দিয়ে কৃষ্ণের কপালে টিপ একে নিলাম।

ধাপঃ 11

IMG_20211122_142525.jpg

●এবার এক এক করে কৃষ্ণের চোখ ,তিলক ও ভ্রু পেন দিয়ে একে নিলাম পেনসিল দাগের উপর দিয়ে।

ধাপঃ 12

IMG_20211122_142537.jpg

●এরপর ঠোঁট ,নাক, মুখ ও বাঁশি একে নিলাম পেন দিয়ে।

ধাপঃ 13

IMG_20211122_142613.jpg

●এরপর কৃষ্ণের চুলের কেশ, ময়ূরের পালক ,গলার মালা,মাথার মুকুট ইত্যাদি একে নিলাম পেন দিয়ে।

ধাপঃ 14

IMG_20211122_142625.jpg

●এবার পেনসিল দাগগুলি মুছে নেব রবারের সাহায্যে।

ধাপঃ 15

IMG_20211122_142639.jpg

IMG_20211122_142704.jpg

●সবশেষে নিজের নামটি লিখে দিলাম অঙ্কনের নীচে।তো একে ফেললাম "কিউট বালক কৃষ্ণ"।

আশা করি আপনাদের সকলের কাছে আমার অঙ্কনটি খুবই ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

এটি একটি খুব আকর্ষণীয় পেইন্টিং যে আপনি আমার বন্ধু দেখান.

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 3 years ago 

আপু অসাধারণ একটি আর্ট করেছেন সত্যি মনে হচ্ছে বালক শ্রী কৃষ্ণ বাঁশি হাতে দাঁড়িয়ে আছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপনার আর্টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,এত সুন্দর মন্তব্য দ্বারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

কিউট বালক কৃষ্ণর চিত্র অংকন অসাধারণ হয়েছে। আপনার চিত্র অঙ্কনের দক্ষতা অনেক বেশি। আর একটু একটু করে অঙ্কন এবং বর্ণনা অসাধারণ হয়েছে।

 3 years ago 

আপু,দক্ষতা বেশি নেই,তবে নিজে চেষ্টা করি।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুমতামত জানানোর জন্য।

 3 years ago 

আপু আপনি বালক কৃষ্ণের ছবিটি খুব সুন্দর এঁকেছেন। তাছাড়া আপনি আর্টটি করার সময় কিছু পদ্ধতি আমাদের দেখিয়েছেন যা দেখে অনেক উপকৃত হলাম। আমাকে পরবর্তী আর্ট এর ক্ষেত্রে অনেক উপকার করবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বালক কৃষ্ণের আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার আর্টটির মাধ্যমে আপনার যদি কোনো উপকার হয় তাতেই আমার অঙ্কনের সার্থকতা আপু।অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

আপনি আসলেই অনেক ট্যালেন্ট আপু। আমি তো আর্ট জানি,তাই আপনার আর্ট দেখেই বুঝতে পারলাম আপনি আসলেই অনেক ট্যালেন্ট। আপনার অঙ্কন দেখে মনে হয় একদম প্রফেশনাল আর্টিস্ট আপনি। অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য। এভাবেই এগিয়ে যেতে থাকুন ...

 3 years ago 

আপনার অঙ্কন দেখে মনে হয় একদম প্রফেশনাল আর্টিস্ট আপনি।

না ভাইয়া, আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, এমনকী আমি কখনো কারো কাছে অঙ্কন ও শিখি নি।আমার নিজের সল্প প্রচেষ্টা মাত্র।আপনার কাছে ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এটি সত্যিই দুর্দান্ত একটি অঙ্কন কিউট বালক কৃষ্ণর ছবি আপনি অঙ্কন করেছেন। খুব দারুণ ভাবে প্রতিটি ধাপ ও প্রয়োজনীয় উপকরণ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। খুব দক্ষতার সহিত্আ পনি অঙ্কন করেছেন। অনেক ভালো লাগলো আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনুপ্রাণিত হলাম আপনার সুন্দর মন্তব্য শুনে।

 3 years ago 

আপনার আঁকা ছবিটি অনেক সুন্দর হয়েছে। বাঁশি হাতে কিউট বালক কৃষ্ণের ছবিটি বেশ ভালোই মানিয়েছ।প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 3 years ago 

বালক কৃষ্ণের চিত্র টি খুবই সুন্দর অঙ্কন করেছো। অনেক নিপণতার সাথে এঁকেছো। বেশ ভালো হয়েছে বোন। শুভেচ্ছা রইলো

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59926.69
ETH 2622.88
USDT 1.00
SBD 2.38