Diy-" বন্ধনের চিত্র"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন সবাই?
আশা করি ঈশ্বরের কৃপায় সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। প্রতি শুক্রবারের মতো আজও আমি আপনাদের সামনে আমার অঙ্কিত একটি চিত্ৰ নিয়ে হাজির হয়েছি।সেটি হলো-"হাত বন্ধনের চিত্র"।

IMG_20220408_100925.jpg

আজ আমি এঁকেছি একে অপরের প্রতি গভীর হাতবন্ধন বা সমঝোতাপূর্ন একটি চিত্র।যেখানে একে অপরের প্রতি বোঝাপড়া থাকবে,থাকবে না কোনো হিংসা বা শত্রুতা।সবকিছুই মুছে ফেলে শুধুই থাকবে হাতে হাত রেখে সমঝোতার বন্ধন।এককথায় যাকে আমরা করমর্দন করাকে বোঝায়।আমার নতুন কিছু আঁকতে খুবই ভালো লাগে।বিশেষ করে মোম রং ও পেন্সিল স্কেচ আমি বেশি ব্যবহার করি,যেটি আমার কাছে খুবই ভালো লাগে।আঁকার মধ্যে এক অদ্ভুত ভালোলাগা ও আত্মতৃপ্তি কাজ করে মনে,খুবই সুন্দর অনুভূতির সৃষ্টি হয়।কোনো শুন্যতাই ঘিরে ধরে না আমাকে,সেই জন্য একে ফেললাম একে অপরের হাতে হাত রেখে অটুট বন্ধনের একটি চিত্র পেনসিল স্কেচ দিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক--

IMG_20220408_100835.jpg

অঙ্কনের উপকরণ:

◆সাদা কাগজ
◆পেনসিল
◆রবার
◆পেনসিল রং(বাদামি ও নীল)
◆কালো রঙের বলপেন
◆কাঁটা কম্পাস

অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20220408_100232.jpg

●প্রথমে আমি অঙ্কনের উপকরণগুলি নিয়ে নিলুম।যেমন-পেনসিল, রবার ও কম্পাসসহ ইত্যাদি উপকরণ।

ধাপঃ 2

IMG_20220408_100401.jpg

●এরপর আমি কাঁটা কম্পাস ও পেনসিল দিয়ে একটা গোল বৃত্ত একে নেব।

ধাপঃ 3

IMG_20220408_100420.jpg

● এবারে বৃত্তের একপাশে একটি হাতের অঙ্কন করে নেব।

ধাপঃ 4

IMG_20220408_100438.jpg

●অপর পাশ থেকে আরেকটি হাতের অঙ্কন করে নেব।তাতে হাতের আঙুলগুলো স্পষ্ট করে একে নিলুম।

ধাপঃ 5

IMG_20220408_100501.jpg

●এরপর দুটি হাতের একসঙ্গে বন্ধনের চিত্র একে নেব পেনসিল দিয়ে।যাতে মনে হয় দুটি হাতের মুঠি একসঙ্গে বাঁধা।

ধাপঃ 6

IMG_20220408_100531.jpg

●বৃত্তের চারিপাশে কিছুটা অংশ ফাঁকা করে রেখে দুটি হাত একে নিলুম।

ধাপঃ 7

IMG_20220408_100550.jpg

●পেন্সিল দিয়ে অঙ্কনটি স্পষ্ট করে নিলুম।

ধাপঃ 8

IMG_20220408_100603.jpg

●এরপর হাতের চারপাশে ফাঁকা জায়গাগুলিতে ছোট ছোট বৃত্ত একে নিলুম।

ধাপঃ 9

IMG_20220408_100623.jpg

●এবারে হাতের একটি ছবি তুলে নিলুম।

ধাপঃ 10

IMG_20220408_100717.jpg

●হাতের চারিপাশে ছোট ছোট বৃত্তগুলি ছাড়া বাদামি রঙের পেনসিল দিয়ে একে সেট করে নেব।

ধাপঃ 11

IMG_20220408_100734.jpg

●এরপর ছোট ছোট বৃত্তগুলি নীল রঙের পেনসিল দিয়ে একে নিলুম।

ধাপঃ 12

IMG_20220408_100811.jpg

●তো সম্পূর্ণ চিত্রটি একে নেওয়া হয়ে গেল।

ধাপঃ 13

IMG_20220408_100858.jpg

●সবশেষে অঙ্কনের মাঝে আমার নাম লিখে দিলুম
কালো রঙের বলপেন দিয়ে।তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি বন্ধনের চিত্র"।

আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের চিত্র অঙ্কনটি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে একটি বন্ধন এর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বন্ধন এমন একটা শব্দ যে শব্দটা সঙ্গে আমরা সকলেই ওতপ্রোতভাবে জড়িত। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে বন্ধন এর অংকন শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য।

ওয়াও আপু বন্ধনের চিত্র অংকন টি দেখতে চমৎকার লাগছে। পেন্সিল দিয়ে দুটি হাতের বন্ধন চিত্র অংকন টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। একে ওপরের প্রতি অটুট বন্ধন জীবনে অনাবিল শান্তি ফিরে আনে।সবার মধ্যে শান্তি ও সমোঝোতায়ই চিহ্নিত করে আপনার এই পেন্সিল স্কেচ টি।সুন্দর একটি চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু👍.আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার বন্ধনের চিত্র অঙ্কণটি, সত্যি অনেক সুন্দর করে আপনি বন্ধনের চিত্র অঙ্কণ করেছেন, প্রতিটি ধাপ আমাদের মাঝে অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও আপু বন্ধনের চিত্র অংকন টি দেখতে চমৎকার লাগছে। আপনি ধাপে ধাপে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার আকা হাত বন্ধনের চিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের মাঝে। সত্যি খুব সুন্দর হয়েছে। আপনার প্রতিটি ধাপের উপস্থাপনা খুবই চমৎকার ছিলো।
শুভকামনা রইল আপনার জন্য প্রিয় আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া, আপনার খুব সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার চাওয়া আপনার মনস্কামনা পূর্ণ হোক। পৃথিবীর সব হিংসা বিদ্বেষ মুছে যাক একে অপরের হাতে হাত রেখে পাড়ি দেই জীবনের বাকিটা সময়। সত্যি বলতে আর্ট টি যেমনই হক আপনার কনসেপ্ট আর প্রচেষ্টা মুগ্ধ করেছে আমাকে

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

 2 years ago 

দিদি আপনি খুবই চমৎকার ভাবে একটি বন্ধন এর চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে খুবই ভালো লাগছে। এই চিত্রটি আপনি কিভাবে অঙ্কন করেছেন তার প্রত্যেকটি ধাপ খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য।

 2 years ago 

বাহ্ বন্ধনের চিত্র দারুন হয়েছে 👌
আপনি প্রতিনিয়ত ভালো অংকন করে যাচ্ছেন।
প্রতিটি অংকন সুন্দর।
আজকের অংকনের মূল থিমটা সুন্দর ছিল ♥️

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুচিন্তিত মতামত জানানোর জন্য।💝

 2 years ago 

আপনার অঙ্কিত বন্ধনের চিত্রটি অনেক অনেক সুন্দর হয়েছে আপু। হাতে হাত রেখে বন্ধনের চিত্রটি আপনি খুব যত্নসহকারে অঙ্কন করেছেন তা বেশ বুঝতে পারছি। আপনি খুব নিখুঁতভাবে বন্ধন এর চিত্র টি অঙ্কন করেছেন। এবং এই বন্ধন এর চিত্র কিভাবে অঙ্কন করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরেছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74