"শরতে চারাগাছ লাগানোর অনুভূতি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি লেখা নিয়ে আপনাদের মাঝে।সেটি হলো-"শরতে চারাগাছ লাগানোর অনুভূতি"।

আমের চারা

IMG-20220913-WA0008.jpg
লোকেশন

বন্ধুরা, শরৎকাল তো কি হয়েছে!
গাছ তো আমরা সারাবছরই লাগাতে পারি তাইনা,তাছাড়া আমরা জানি ঋতুগুলি আগের মতো নির্দিষ্ট সময়ে নেই।জলবায়ু পরিবর্তন হচ্ছে প্রতিমুহূর্তে যার ফলে এ বছর বর্ষাকালে তেমন বৃষ্টি ও হয়নি প্রায় সব জায়গায়।আবার দুইএকটি জায়গায় বৃষ্টির পরিমাণ এতটাই যে বন্যা হয়ে গিয়েছে।সবমিলিয়ে এক বিভ্রান্তিকর অবস্থা।যাইহোক আমি আপনাদের সঙ্গে গতদিন শেয়ার করেছিলাম নার্সারীতে গাছের চারার কিছু ফটোগ্রাফি এবং আমার গাছ কেনার অনুভূতি।তো সেই গাছ লাগানোর অনুভূতি এখন শেয়ার করবো।তো চলুন দেখে নেওয়া যাক---

IMG-20220913-WA0002.jpg

CollageMaker_20220913_184722007.jpg
লোকেশন

প্রথমে যে আমের চারাটি দেখতে পাচ্ছেন সেটি এই পুকুর পাড়ে ঘরের সামনের উঠান পেরিয়ে লাগানো হয়েছে।আর প্রত্যেকটি গাছের জন্য আলাদাভাবে বাবা শাবল দিয়ে সেই অনুযায়ী গর্ত খুঁড়ছিলেন।কারণ এই আম বছরে দুইবার ফলন দেবে অর্থাৎ বারোমাসি আমের জাত।নামটা ঠিক মনে নেই।শেষের আমের চারাটি সিজনাল তাই একবার ফলন দেবে বছরে ।এই আমের জাত হলো আম্রপালি।এটি পুকুরের ছোট একটি পাড়ে লাগানো হয়েছে।

নারিকেল চারা রোপনের গর্ত

IMG-20220913-WA0001.jpg
লোকেশন

IMG_20220913_184914.jpg

নারিকেল চারা রোপনের জন্য প্রথমে শাবল দিয়ে গর্ত খুঁড়ে নিতে হবে একটু বড় করে।তো এখানে আমার বাবা মাটিতে গর্ত খুঁড়ে দেন ।যাইহোক গর্ত খুঁড়ে নেওয়া হয়ে গেলে 500 গ্রাম খাওয়ার লবণ ও 500 গ্রাম পটাশ সার ছড়িয়ে দিলাম গর্তের ভিতরে।নারিকেল গাছ ছাড়া প্রত্যেকটি গাছের আশ্রয় হিসেবে একটি করে বাঁশের চটা কিংবা লাঠি অবলম্বন হিসেবে দেওয়া হয়েছে।

নারিকেল চারা

IMG-20220913-WA0005.jpg

IMG-20220913-WA0006.jpg
লোকেশন

CollageMaker_20220913_184516354.jpg

এবারে সার মিশ্রিত গর্তে নারিকেল গাছের চারা বসিয়ে দিলাম এবং গাছের গোড়ায় মাটি দিয়ে দিলাম।একইভাবে দ্বিতীয় নারিকেল গাছের চারাটিও লাগিয়ে নিলাম।আসলে যারা চাষ করেন তারা নারিকেল গাছে অনেক সার দেন দ্রুত ও বেশি ফলনের জন্য। কিন্তু আমরা যেহেতু এটি নিজেদের প্রয়োজনটুকু মেটানোর জন্য লাগিয়েছি তাই কম সার দিয়েছি।নারিকেল গাছদুটি পথের দিকের পুকুর পাড়ে লাগানো হয়েছে।

পাতিলেবুর চারা

IMG-20220913-WA0007.jpg

IMG-20220913-WA0012.jpg
লোকেশন

লেবুর অনেক জাত রয়েছে।কিন্তু মানুষের দৈনন্দিন খাদ্য তালিকায় এই পাতিলেবুর ব্যবহারই বেশি করা হয়।আর লেবুর চারা গাছে কয়েকটি লেবু ধরা অবস্থায় ও ছিল।লেবু গাছের গোড়ায় জল বাধলে লেবু গাছ মারা যায়।তাই বাবা এটি একটু উঁচু স্থানে লাগিয়ে দিয়েছেন।লেবু গাছ আমার খুবই প্রিয় ।

কামরাঙ্গার চারা

IMG-20220913-WA0017.jpg

IMG-20220913-WA0018.jpg
লোকেশন

এরপর আসি কামরাঙ্গা গাছ লাগানোর কথায়।কামরাঙ্গা গাছে ও অনেক ফুল ধরেছিল সঙ্গে একটি বড় কামরাঙ্গা ছিল।কামরাঙ্গা সারাবছরই ফলন দেয় ,যদিও এটি আমার অতটা পছন্দ না হলে ও গাছ ভর্তি ফল ধরে থাকলে খুবই ভালো লাগে দেখতে।তাছাড়া পাতা খুব কম হয় এবং এটি ভালো চাটনি করে ও খাওয়া যায়।কামরাঙ্গার চাহিদা ব্যাপক বাজারগুলোতে।এটি ও ঘরের সামনেই লাগানো হলো।

আমড়ার চারা

IMG-20220913-WA0013.jpg
লোকেশন

আমড়া ফল আমার খুবই প্রিয়।আমড়া দিয়ে ও দারুণ দারুণ রেসিপি তৈরি করা যায়।তাই বাড়িতে একটি আমড়া গাছ লাগালাম। এটি বেশ কাঁচা অবস্থায় ও পাকা অবস্থায় দুইভাবেই খাওয়া যায়।আমড়া গাছটি দুটি নারিকেল গাছের মাঝামাঝি স্থানে পুকুর পাড়ে লাগানো হয়েছে।

লিচুর চারা

IMG-20220913-WA0016.jpg

IMG-20220913-WA0019.jpg

IMG-20220913-WA0020.jpg
লোকেশন

লিচু খেতে কে না ভালোবাসে।আমার পছন্দের ফলের মধ্যে আরেকটি হলো লিচু।এটি হলো হাইব্রিড জাতের লিচু।তাই লিচু গাছটি একেবারে ঘরের সামনে লাগিয়েছি।যদিও নারিকেল গাছ ছাড়া অন্য কোনো চারা গাছ লাগাতে সার ব্যবহার করা হয় নি। লিচু ফলের উপর বাদুড়ের উপদ্রব বেশি থাকে।যাইহোক আমার যেকোনো গাছ লাগাতে খুবই ভালো লাগে।তাই বাবার সঙ্গে এভাবেই সবগুলো গাছ একে একে লাগানো সম্পন্ন করলাম।

আশা করি আপনাদের সকলের কাছে আমার গাছ লাগানোর অনুভূতিভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা:redmi note 10 pro max

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

গাছ লাগানো সত্যি অনেক ভালো একটি কাজ ৷ গাছ আমাদের পরম বন্ধু ৷ শরৎকালে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন জেনে অনেক ভালো লাগলো দিদি ৷ ধন্যবাদ আপনাকে দিদি গাছ লাগানোর সুন্দর মূহুর্ত গুলো শেয়ার করার জন্য ৷

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার মতামত জানানোর জন্য।

 2 years ago 

গাছ আমাদের বন্ধু। তাই সারা বছরই গাছ লাগানো উচিত। বারোমাসি আম গাছ লাগিয়েছেন জেনে ভালো লাগলো। এর ফলে বছরে দুইবার আম পাবেন। এছাড়া নারকেল গাছের জন্য করা গর্তে লবণ দিয়েছেন এই বিষয়টি আমার কাছে অবাক লাগলো। আমি কখনো দেখিনি লবন দিতে। তবে নতুন কিছু শিখলাম আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু নারিকেল গাছের গর্তে অনেক রকম সার দিতে হয়।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি আপু আপনি ঠিক বলেছেন এই বছর বৃষ্টির এক বিভ্রান্ত অবস্থা। কোথাও খুব বৃষ্টি নেই অথবা কোথাও বেশ বন্যাও হয়ে যাচ্ছে। যাই হোক এত গুলো চারা গাছ লাগিয়েছেন দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে। আমার কাছেও গাছ লাগাতে বেশ ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার অনুভূতি জানানোর জন্য।

 2 years ago 

গাছ লাগান পরিবেশ বাঁচান।
আর আপনার গাছ লাগানো অনুভূতিটি উপরে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর সময় কাটানো পাশাপাশি ফটো গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

চারা গাছ লাগানোর অনুভূতি আসলেই অনন্য। আমাদের চারপাশের পরিবেশকে আরো সুন্দর এবং প্রকৃতিময় করে তুলতে গাছ লাগানোর প্রয়োজনীয়তা অপরিসীম। আপনার গান লাগানো প্রত্যেকটি চারা গাছ বেশ চমৎকার ছিল। গাছ থেকে আমরা ফল পাই সেটা বড় কথা না বড় কথা হলো গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এবং আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। "আমার বাংলা ব্লগে" আপনার ব্লগিং জার্নি শুভ হোক।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।স্বাগতম আপনাকে💐.

 2 years ago 

জানিনা মন্তব্যটা কেমন হয়েছে। তবে গাছ লাগাতে আমিও খুব পছন্দ করি। আপনাকেও ধন্যবাদ।

 2 years ago 

"আমার বাংলা ব্লগে" আপনার ব্লগিং জার্নিও শুভ হোক।শুভকামনা রইলো।

 2 years ago 

আপনার প্রতিও শুভকামনা রইল।

 2 years ago 

😊

 2 years ago 

🙏

 2 years ago 

আমিও আপু মাঝে মাঝে দুই একটা গাছ লাগাই। গাছ লাগাতে ভালো লাগে। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। এছাড়াও গাছ থেকে আমরা ছায়া পাই। আর আপনার নারিকেল গাছের নিচে লবণ দিয়েছেন লবন দিলে গাছ ভালো হয়। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you.💝

 2 years ago 

বাহ্ আপু আপনি তো দেখছি অনেক ধরনের চারা গাছ লাগিয়েছেন। খুবই ভালো লাগলো আপনার এই উদ্যোগ দেখে। আপনি ঠিক বলেছেন গাছ লাগানোর জন্য কোন সময়ের প্রয়োজন হয় না। সবচেয়ে ভালো লেগেছে নারিকেল গাছের চারা লাগানোর নিয়ম। এত বড় গর্ত পড়ে সেখানে এত লবণ এবং পটাশ সার দিয়েছেন। আমি আগে কখনোই জানতাম না যে এভাবে নারকেল গাছের চারা লাগানো হয়। পোস্টটি খুবই ভালো লাগলো। আশা করছি অনেকেই এই পোস্টটি দেখে গাছ লাগানোর প্রতি অনুপ্রাণিত হবে।

 2 years ago 

আপু, নারিকেল গাছের গর্তে অনেক রকম সার দিতে হয়।আমরা তো কম দিয়েছি,অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু গাছ আমাদের সবচাইতে বড় বন্ধু। তাই আমাদের প্রত্যেকের উচিত বছরে একটি করে হলেও গাছ লাগানো। নারিকেলের চারা গাছ লাগানোর ক্ষেত্রে লবণ দেয়ার বিষয়টি আমার জানা ছিল না আজকে আপনার পোস্টটি পড়ে বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। বারোমাসি আম গাছের চারা লাগানোর ফলে আপনি বছরে দুইবার আম খেতে পারবেন। সত্যি এটা খুবই আনন্দের বিষয়।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, অসময়ে আম খেতে ভালোই লাগে।ধন্যবাদ আপনাকে আপনার সুমন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41