আমার স্বরচিত কবিতা "অনন্তকাল"(10% বেনিফেসিয়ারী প্রিয় লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।
আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি কবিতা নিয়ে আপনাদের মাঝে।সেটি হলো -"অনন্তকাল"।

IMG_20220419_190855.jpg
সোর্স

আমার অনুভূতি বলে-কবিতা হলো তাই যা হাজারো জমানো কথাগুলো গুচ্ছকারে কয়েকটি বাক্যে সাজিয়ে গণ্ডিবদ্ধ করা।ভাবুক মনের প্রতিফলন ঘটানো এবং যন্ত্রণাময় গল্পগুলোকে কয়েকটি লাইনের মাধ্যমে স্থান দেওয়া।মনের স্মৃতিগুলি, ভালোলাগার বিষয়গুলি ও যন্ত্রনাগুলিকে একটি জায়গায় স্থান দিয়ে ভাবুক মনের আত্মতৃপ্তি খুঁজে পাওয়ার নামই কবিতা।
অনেক দিন হল কবিতা লেখা হয় না।কারণ কবিতার সৃষ্টি হঠাৎ করেই হয় না সেটা কোনো ঘটনাকে কেন্দ্র করে হোক ,কোনো আবেগ জড়িত হোক কিংবা কোনো প্রেমময় স্মৃতির হোক।কিছু কিছু বিষয় যা মানুষের সৃষ্টি যেমন কোনো কিছুর নামকরণ কিংবা উৎসব পালন করা।এগুলো একটা রীতি বা প্রথা যেটি অনন্তকাল ধরে চলে আসছে আর ভবিষ্যতে ও চলবে।যেটির কোনো পরিবর্তন নেই।যেমনটা সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না তেমনি এই কালের প্রবাহ কারো জন্য থেমে থাকে না।সেই পরিপ্রেক্ষিতে কয়েক লাইন লিখে ফেললাম।যদিও আজকের কবিতাটি বেশ ছোট আমি এইরকম ছোট কবিতা এই প্রথম লিখলাম।
যাইহোক আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

অনন্তকাল

জানি তুমি আসবে
রঙিন বাতাবরণ সাজিয়ে
উৎসব মুখর হয়ে,
এখন তুমি নতুনের গন্ধ
বছর ঘুরে হবে পুরাতন
এরই মাঝে ঘটে যাবে
কতশত ঘটনা,হাজারো ছন্দপতন
তবুও তুমি প্রবাহমান
ধারাবাহিকতার ঐতিহ্য
তুমি অনন্তকাল ধরে চলতেই থাকবে....।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

আসলেই সুন্দর একটি কবিতা আপনি রচনা করেছেন। যথেষ্ট গভীরতা সম্পূর্ণ এই কবিতাটি। হয়তো কয়েকটি বাক্যের সমন্বয়ে তৈরি কবিতাটি কিন্তু এর মধ্যে যথেষ্ট রূপক ধর্মী বা বাস্তবিক কথা রয়েছে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, আমি সবসময় বাস্তব ও প্রকৃতি নিয়ে লেখার চেষ্টা করি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

অনন্ত কাল এই কবিতা টি আমার খুবই ভালো লেগেছে। কবিতা টি ছোট হলেও বেশ সুন্দর হয়েছে। আপনার এই কবিতা টি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দরভাবে প্রতিটি লাইন লিখেছেন।এটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দিদি কবিতাটা ছোট হলেও এর প্রতিটা লাইনের মধ্যে অনেক আছে ৷
সত্যি তো পৃথিবী চলবে প্রবহ মান এবং আমাদের মাঝে একেক রুপ নিয়ে হাজির হবে ৷
আবার কখনো পুরাতন হবে তবুও চলবে প্রবহ মান ৷অনেক ধন্যবাদ দিদি এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য

 2 years ago 

পৃথিবী তার নিজের গতিতে চলতেই থাকবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর উপলব্ধি করার জন্য।

 2 years ago 

আমার অনুভূতি বলে-কবিতা হলো তাই যা হাজারো জমানো কথাগুলো গুচ্ছকারে কয়েকটি বাক্যে সাজিয়ে গণ্ডিবদ্ধ করা।ভাবুক মনের প্রতিফলন ঘটানো এবং যন্ত্রণাময় গল্পগুলোকে কয়েকটি লাইনের মাধ্যমে স্থান দেওয়া।মনের স্মৃতিগুলি, ভালোলাগার বিষয়গুলি ও যন্ত্রনাগুলিকে একটি জায়গায় স্থান দিয়ে ভাবুক মনের আত্মতৃপ্তি খুঁজে পাওয়ার নামই কবিতা।

বাহ! দিদি কবিতা নিয়ে তো আপনি খুবই চমৎকার ভাবে ব্যাখ্যা তুলে ধরেছেন। তবে আপনার আজকের এই কবিতাটি ছোট হলেও কিন্তু কবিতার মানে এত চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন সত্যি মুগ্ধ হয়ে গেলাম। কবিতাটির ছোট হলেও এর লাইন গুলো অনেক অর্থবহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ভাইয়া কিছু বাক্যকে সাজিয়ে অর্থবহ করে তোলার জন্য।অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার চমৎকার মন্তব্যের জন্য।

 2 years ago 

অল্প লাইনের কবিতা হলেও এর গভীরতা অনেক। অনেক সুন্দর কবিতা লিখেছেন। কবিতার নামটাও একদম কবিতার মূলভাবের সাথে মিলে গিয়েছে। অনন্তকাল কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ আপু,কবিতাটির মূলভাব কিছুটা ব্যক্ত করেছি।আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার লেখার পরম সার্থকতা। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার স্বরচিত কবিতা অনন্তকাল পড়ে খুবই ভালো লাগলো আপু। খুব সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। অসাধারণ সুন্দর এই কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগার জন্যই আমার ক্ষুদ্র প্রচেষ্টা ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এখন তুমি নতুনের গন্ধ
বছর ঘুরে হবে পুরাতন
এরই মাঝে ঘটে যাবে
কতশত ঘটনা,হাজারো ছন্দপতন

অল্প লাইনের কবিতা হলেও সুন্দর হয়েছে কবিতাটি। কবিতা পড়তে ও লিখতে আমি খুব পছন্দ করি।কবিতা মানুষের মনের অজানাকে জানাতে সাহায্য করে।সব কিছু নতুন থেকে পুরাতনে যোগ দেয় এটাই জগতের নিয়ম। আপনার কবিতায় তাই প্রকাশ পেয়েছে। ধন্যবাদ আপু

 2 years ago 

কবিতা মানুষের মনের অজানাকে জানাতে সাহায্য করে।

ঠিক বলেছেন আপু,কবিতা মানুষের মনের খোরাক মিটায়, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি সত্যি অনেক ভালো কবিতা লিখেন। আপনার কবিতা ছোট হলেও বুঝার মতো অনেক কিছু আছে।

জানি তুমি আসবে
রঙিন বাতাবরণ সাজিয়ে
উৎসব মুখর হয়ে,

আপনাকে অনেক ধন্যবাদ দিদি, আপনার কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক উৎসাহ পেলাম, ধন্যবাদ ভাইয়া এভাবে পাশে থাকার জন্য।

 2 years ago 

এখন তুমি নতুনের গন্ধ
বছর ঘুরে হবে পুরাতন
এরই মাঝে ঘটে যাবে
কতশত ঘটনা,হাজারো ছন্দপতন

আপনি দারুন লিখেছেন কবিতার চরণ গুলো। এই কবিতাটির মধ্যে গভীর ভাবার্থ রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু খুবই অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

দিদি অসাধারণ লাগছে আপনার কবিতাটি।পড়তে অনেক সুন্দর ছিলে।অনেক শুভ কামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 68518.46
ETH 3760.02
USDT 1.00
SBD 3.66