"চলছে টাইমকল বসানোর প্রস্তুতি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি ভিন্নধর্মী ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি ব্লগটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

চলছে টাইমকল বসানোর প্রস্তুতি:

IMG-20230503-WA0008.jpg

IMG-20230503-WA0007.jpg

বন্ধুরা,কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম এখন টাইমকল দেওয়ার কাজ চলছে বাড়ি বাড়ি।সেই অনুযায়ী আমাদের বাড়িতেও দিচ্ছে।তো আমি আগের একটি পোস্টেই বলে দিয়েছি টাইম কল আসলে কি?তবুও সকলের বোঝার জন্য আবার ও বলি আসলে এই কল প্রত্যেক বাড়ি বাড়ি দেওয়া হয় এবং স্বচ্ছ জলের ব্যবস্থা করা হয়।এটা দিনের তিনবার নির্দিষ্ট সময়ে দেওয়া হয় সরকারিভাবে।দূরের ওই ছোট্ট ব্রিজের ওখানে পিচের রাস্তা।সেখানে বাস,লরি,মালগাড়িসহ বিভিন্ন বড় যানবাহন চলাচল করে।কিন্তু ব্রিজের গা ঘেঁষে আমাদের বাড়ি আসতে হয় একটি মেঠো রাস্তা ধরে।সেই মেঠো রাস্তাতেই জিসিপি দিয়ে রাস্তা খননের কাজ চলছে।আসলে প্রথমেই কয়েকজন মানুষ চেষ্টা করেছিল হাত দিয়ে মাটি খোদাই করার জন্য।কিন্তু মাটি খুবই শক্ত তাই সম্ভব হয় নি তাদের পক্ষে।

IMG-20230503-WA0009.jpg

IMG-20230503-WA0013.jpg

মাটির রাস্তাটি ছোট ছিল তাই জিসিপি দিয়ে মাটি অনেক সাবধানে খোদাই করতে হয়েছে।তাছাড়া এই 10 ফুটের রাস্তার পাশেই একটি ক্যানেল রয়েছে।আমাদের প্রথমে বলা হয়েছিল সরকারি রাস্তা থেকে বাড়ির মধ্যে 30 ফুট অব্দি ফ্রি পাইপ দিয়ে টাইম কল বসিয়ে দেবে।আর বাড়তিটা নিজ খরচে নিতে হবে।কিন্তু আমাদের আশেপাশের বাড়িতে পাইপ বসানোর পর যতটা পাইপ লম্বা ছিল ততটাই দিয়ে দিয়েছে আমাদের বাড়িতে।কারন সবার শেষে আমাদের বাড়িতে পাইপ বসিয়ে দিয়েছিলেন তারা।আর এটি সম্পূর্ণ ফ্রিতে দিয়েছিল কারণ সামনে ভোট।তাই প্রত্যেকের বাড়ি বাড়ি এই সুবিধা ফ্রিতে দেওয়া হচ্ছে।

IMG-20230503-WA0014.jpg

IMG-20230503-WA0015.jpg

IMG-20230503-WA0012.jpg

এছাড়া রাস্তার কিছু মাটি হাত দিয়ে খোদাই করার কাজ ছিল।কিন্তু তারা খুবই কম খোদাই করে দিয়েছে।এমনকি বাড়ির ভিতরে 30 ফুট অব্দি তাদের মাটি খোদাই করার কাজ ছিল কিন্তু তারা সেটা করে দেয়নি।আমার বাবা পুরোটাই সম্পূর্ণ ড্রেন কেটে নিয়েছে।যদিও বাবার ঝটপট কাজ করতে বেশ পরিশ্রম করতে হয়েছে।(মজার বিষয় হচ্ছে পাইপ বসানোর সঙ্গে সঙ্গে কল সেট করার আগেই আমাদের পাইপে জল চলে এসেছিল।কিন্তু আশেপাশের বাড়িতে আগে পাইপ দেওয়া সত্ত্বেও জল আসেনি।তখন একজন কাজ করা লোক হঠাৎ বলে উঠলো- "যাদের মন ভালো তাদের জল আগে আসে।")

IMG-20230503-WA0010.jpg

IMG_20230508_070308.jpg

IMG_20230508_071154.jpg

কল সেট করা হয়ে গেল, যদিও মায়ের যে অব্দি ইচ্ছে ছিল সেই অব্দিই ভাগ্যচক্রে পাইপ ছিল।কিন্তু একটুখানির জন্য আমাদের কলতলা থেকে 1 হাত দূরে সরে গিয়েছে।ফলে জল উঠানে পড়ার সম্ভাবনা রয়েছে, যদিও এইটুকু কষ্ট আমাদের করতে হবে।পাইপ কম পড়ে যাওয়ার ফলে কারো কিছু করার ছিল না।কল সেট করার পর জল পড়তে শুরু করলো।ভালোই স্পিডে জল পড়তে লাগলো তাই কাজ করা সবাই মিষ্টি খেতে চাইলো আমাদের কাছে।আমাদের বাড়িতে গাছ পাকা কলা ছিল তাই সবাইকে 2 টি করে কলা খেতে দিলাম ।এছাড়া জলখাবার খাওয়ার জন্য 100 টাকা দিলাম।তারাও বেশ খুশি হয়ে চলে গেল।

IMG_20230508_071123.jpg

IMG-20230503-WA0006.jpg

জিসিপি পুনরায় যাওয়ার সময় কিছু মাটি চেপে সমান করে দিল।কিছু মাটি পড়ে গেল ক্যানেল পাড়ে।যদিও পরের দিন আমার মা আমাদের বাড়ির সামনে মাটি সমান করে দিয়েছিল।তো এটাই ছিল আমাদের টাইম কল বসানোর অভিজ্ঞতা।

লোকেশন

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের অনুভূতিটি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

💐💐ধন্যবাদ সকলকে💐💐

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 last year 

টাইমকল বসানোর কাজ চলছে দেখে ভালো লাগলো দিদি। রাস্তা ছোট হওয়ার কারণে হয়তো সমস্যা হচ্ছিল। তাই তো রাস্তাটা একটু ভালো করা হচ্ছে। আশা করছি এবার থেকে সবার পানির সমস্যা দূর হবে। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন পানি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

 last year 

বেশ জোড়ে সোড়েই তো চলছে টাইম কল বসানোর কাজ। আর টাইম কল বসানোর জন্যই আগে রাস্তা গুলো ঠিক ঠাক করে নেওয়া হচেছ। পরিস্কার পরিচ্ছন্ন পানির জন্য টাইম কলের কোন বিকল্প নেই। তাই শেষ মেষ আপনাদের টাইম কলটা বসানো হয়েই গেল। আর টাইম কল বসানোর ফলে সবাই মিষ্টি খেতে চাইলো। আমার মিষ্টির ভাগটা যেন বাদ না পড়ে যায় দিদি।

 last year 

আপনার এর আগের পোস্টে পড়েছিলাম আপনাদের গ্রামের সবাইকে স্বচ্ছ আর পরিষ্কার পানি পান করার জন্য টাইম কল দেওয়া হবে। আজ আপনাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে দেখে খুব ভালো লাগলো। আপনাদের টাইম কলের পানি দেখে খুব খেতে ইচ্ছে করছে। এই পানি খুবই ঠান্ডা হয়। আমাদের ঢাকায়ও এমন টাইম কল রয়েছে আর যেই বাড়িতে এই কল বসানো রয়েছে সারাদিন সেই বাড়িতে মানুষের ভিড় লেগেই থাকে। তাহলে তো এখন থেকে আর আপনাদের পানির কষ্ট হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন পানি স্বাস্থ্যের জন্য ভালো।

 last year 

আপনার টাইম কল বসানো অভিজ্ঞতা নিয়ে যে পোস্ট করেছেন পড়ে বেশ ভালই লাগলো। আসলে দিদি আমার বাংলা ব্লগে অনেক দিন থেকেই আপনাকে দেখছি আপনাদের মন অনেক অনেক ভালো সেটা ওই লোকগুলো বললে বলে নয়, আপনার আচার-আচরণ কথাবার্তায় বোঝা যায়। যাইহোক অবশেষে আপনাদের পানির সমস্যার সমাধান হয়েছে এবং আপনারা সব সময় পরিষ্কার পানি পাবেন নিরাপদে থাকবেন এটাই কামনা করি। কারণ নিরাপদ পানি আমাদের সকলের অধিকার।

 last year 

আসলে স্বচ্ছ পানি পান করা আমাদের সবারই উচিত। আশা করি আপনাদের বাড়িতে টাইম কল বসানোর মাধ্যমে এখন থেকে পানি সমস্যাটা দূর হয়ে যাবে। আর সব সময় পরিষ্কার স্বচ্ছ পানি পান করতে পারবেন। যাইহোক ধন্যবাদ আপনাকে টাইম কল বসানো নিয়ে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

দিদি আমি প্রথমে টাইম কলটা চিনতে পারিনি। বাংলাদেশে এমন ব্যবস্থা আছে কি না সিউর না। তবে ওয়াসার মাধ্যমে শহরে পানি দেয়া হয়। তবে গ্রামে টাইম কল বসানোর ব্যাপারটা দারুণ লাগলো। আপনার মায়ের ইচ্ছেটাও যে পূর্ণ হয়ে গেল। আর দিদি আপনাদের মন ভালো দেখেই সবার আগে আপনাদের কলে পানি এসেছে 🥰

টাইম কল বসানো নিয়ে আপনি খুবই সুন্দর একটি বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন যেটা দেখে খুব ভালো লাগলো আসলে আমাদের বাংলাদেশে এই টাইম কল আমি কখনো দেখেছি বলে আমার মনে হয় না আপনার পোষ্টের মাধ্যমে এত সুন্দর একটি তথ্য দেখে খুবই ভালো লাগলো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ও স্বাগতম আপনাকে ভাইয়া💐.

 last year 

এভাবেই গ্রামগঞ্জ উন্নতির দিকে ধাবিত হবে এবং মানুষের চাহিদা পূরণ হবে। বিশুদ্ধ পানি পান করতে পারবেন জেনে খুশি হলাম খুব সুন্দর একটি প্রকল্প হাতে নিয়েছে এবং তা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে এই সুন্দর বিষয়টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো আমার।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61766.31
ETH 2428.16
USDT 1.00
SBD 2.64