"কয়েকটি প্রকৃতির আলোকচিত্র"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম একটি ভিন্নধর্মী ফটোগ্রাফী ব্লগ নিয়ে আপনাদের মাঝে। অনেকদিন হলো কোনো ফটোগ্রাফি পোষ্ট করা হয়নি।তাই আজ আমি শেয়ার করবো প্রকৃতির কিছু ফটোগ্রাফি।আর প্রকৃতির ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে।যদিও ফটোগ্রাফিতে আমি মোটেও দক্ষ নয়,তবুও ক্ষুদ্র চেষ্টা করি।যাইহোক তো চলুন দেখে নেওয়া যাক----

আলোকচিত্র: ০১

IMG-20230605-WA0006.jpg

সবুজ প্রকৃতির মাঝে ছোট্ট একটি টিনের ঘর।দূর থেকে দেখে বেশ মুগ্ধ হয়েছিলাম।আসলে বিকেলে এইরকম প্রকৃতির মাঝে ঘুরতে যেতে ভালোই লাগে বিকেলে।নরম ঘাসের উপর দিয়ে হেঁটে চলার অনুভূতিটাই আলাদা।তবে এই ঘরের ঠিক পিছনে হোগলা বাগান ছিল।

আলোকচিত্র: ০২

IMG-20230605-WA0008.jpg

এটা একটা ফাঁকা জায়গা।যেখানে বিভিন্ন বিয়ে বাড়ির প্যান্ডেল তৈরি করা হয়।এই জায়গার চারপাশে বিভিন্ন গাছগাছালিতে ভরে রয়েছে।কলাগাছ, আমগাছ,লেবুগাছসহ বিভিন্ন গাছের সমাহার রয়েছে।জায়গাটিতে গেলে দারুণ সময় উপভোগ করা যায়।

আলোকচিত্র: ০৩

IMG_20230605_091527.jpg

গতদিন দূরের গ্রাম থেকে তিনজন ব্যক্তি মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছিল।একজনের কাছে ঢোল ছিল আর বাকি দুইজন কাঁধে করে পালকি নিয়ে যাচ্ছিল।অনেকদিন পর পালকি দেখে খুবই ভালো লাগলো।কারন পালকি এখন বিলুপ্তির পথে।এরা ছিলেন ডোম সম্প্রদায়ের।এই সময়ে তাদের রীতি অনুযায়ী এক ধরনের পূজা হয়, তার জন্যই এই ব্যবস্থা।

আলোকচিত্র: ০৪

IMG-20230605-WA0002.jpg

এটা সুপারি বাগান।মাঠের মাঝে একটি ভিটায় মানুষ বসবাস না করলেও বিভিন্ন রকম ছোট বড় গাছের সমাহার রয়েছে।যেখানে গাছের মাঝে সুপারি গাছ লাগানো হয়েছে সারি সারি।সুপারি গাছগুলো এখনো ছোট ও মাঝারি।

আলোকচিত্র: ০৫

IMG_20230605_092359.jpg

এটা জামরুলের আলোকচিত্র। গরমকালের বেশ পরিচিত একটি ফল জামরুল।জামরুল দিয়ে বিভিন্ন রকম রেসিপিও তৈরি করা যায়।এইবছর আমাদের গাছে প্রচুর জামরুল ধরেছিল এবং সেগুলো বেশ বড়ও হয়েছিল।কিন্তু দুইদিনের বড় ঝড়ে সবই ফেলে দিয়েছে।তাই আমরা কিছু খেয়েছিলাম এবং কিছু প্রতিবেশীদেরকে দিয়েছিলাম।

আলোকচিত্র: ০৬

IMG_20230605_141252.jpg

এটা একটি পেঁপে ফুলের ছবি।আসলে পেঁপে গাছে চোখ পড়তেই অবাক হলাম, কখনো এমনভাবে খুঁটিয়ে দেখা হয়নি।পেঁপে গাছে সবে ফুল ধরেছে,আর পেঁপেফল সহ ফুলটি ফুটে রয়েছে।পেঁপে ফলের মুখে তারার মতো দেখতে একটি অংশ রয়েছে যেটা আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের প্রকৃতির ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

💐💐ধন্যবাদ সকলকে💐💐

পোস্ট বিবরণ:

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনপালসিট,বর্ধমান।
Sort:  
 last year 

এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় অতিবাহিত করার মজাটাই অন্যরকমের। বিশেষ করে গ্রামের মেঠোফোন দিয়ে হাঁটার মজাটাই অন্যরকমের। জামরুলের চিত্রটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 last year 

আপু আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। তবে এভাবে সুপারির বাগান কখনো দেখিনি,আপনার ছবিতে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আমাদের ও এভার অনেক জামরুল ধরেছিল। আর এখন পালকি তো দেখাই যায় না। ধন্যবাদ আপু বেশকিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

প্রকৃতির এ ধরনের সৌন্দর্য গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনি প্রকৃতির খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যের ফটোকপি করেছেন। আপনার এই প্রকৃতির সৌন্দর্য দৃশ্য গুলো দেখতে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি অসাধারণ ছিলো।

 last year 

সুন্দর হল প্রকৃতির ফটোগ্রাফি গুলো। যদিও অনেকদিন গ্যাপ দেওয়ার পরে আপনি আলোচিত্র গুলো শেয়ার করলেন আজকে। আপনার প্রতিটি শেয়ার করা আলোকচিত্র গুলো আমার অনেক ভালো লেগেছে। জামরুল ফলের ফটোগ্রাফি দেখে তো বেশ লোভ লেগে গেল। এছাড়া পেঁপের ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।

 last year 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। প্রকৃতির এত দুর্দান্ত সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। আসলে প্রকৃতির ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লাগে। পেঁপে ফুলের ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

কে বলেছে আপনি ফটোগ্রাফি করতে পারেন না আপু। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। আজকে আপনি খুব দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সুন্দরভাবে বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

অনেক সুন্দর আলোচিত্র আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই সুন্দর সুন্দর আলোকচিত্র গুলো দেখে অনেক খুশি হয়েছি আমি। প্রাকৃতিক অনেক সুন্দর দৃশ্য আজ ফুটে উঠেছে আপনার এই পোষ্টের মধ্যে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 87260.43
ETH 3288.09
USDT 1.00
SBD 2.95