"একদিন তালবনে পাকা তাল কুড়াতে"[ফটোগ্রাফিসহ](10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।যাইহোক আজও আমি হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি অনুভূতির বিষয় নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।সেটি হলো-"একদিন তালবনে পাকা তাল কুড়াতে"।

IMG_20220903_180130.jpg
লোকেশন

ভাদ্র মাসে তাল পাকা গরম!
তবুও এই অস্বস্তি গরমে পাকা তালের নানান মজার মজার খাবার খেতে হয়, প্রকৃতির নিয়ম এটি।কিন্তু মানুষের অবস্থা কিছুটা বেতালও হয় বটে।যাইহোক আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে প্রায় 1 কিলোমিটার দূরে তালবন আছে অনেকেই জানেন।ভাদ্র মাসে প্রচুর পরিমানে তাল পাক ধরেছে।তাই তাল তো কুড়াতে যেতেই হবে, আমি ও পরশুদিন বাবা ও দাদার সঙ্গে তাল কুড়াতে গিয়েছিলাম।

IMG_20220903_175903.jpg

IMG_20220903_175813.jpg
লোকেশন

আসলে তালবনের দিকে আমি খুব কম যাই।মাঝে মাঝেই বাবা -দাদা,আবার কখনো সঙ্গে মাও যান।কারণ মাঠের মধ্যে তালবনে মেঠো রাস্তা দিয়ে যেতে হয়, আর মেঠো রাস্তার পাশে ক্যানেল ও ঝোপ ঝাড়যুক্ত।তাই সেখানে বিষাক্ত সাপ,ইঁদুর,বেজি শেয়ালের বসতি।যদিও দিনের বেলা অন্যান্য প্রাণী কম দেখা দিলেও বিষাক্ত সাপ কখনো কখনো বের হয় রাস্তায়।তাছাড়া রাস্তার দুইপাশে বেনাগাছ অর্থাৎ যাকে আমরা ছোট কাশফুল বলি সেই গাছে ঢেকে গেছে মাটির রাস্তা।তাই ভয়ে এদিকে তেমন আসি না।

IMG_20220903_180024.jpg

IMG_20220903_180049.jpg
লোকেশন

পাকাতাল কুড়ানোর প্রবল ইচ্ছা নিয়ে পরশুদিন বিকেলে তাল কুড়াতে গেলাম।সারি সারি তাল গাছে ঘেরা মেঠো রাস্তার দুইপাশ।মনে হয় এইবুঝি একটি পাকাতাল মাথায় ধপ করে পড়বে।সত্যিই একটি পাকা তাল আমরা যাওয়ার পর একটু দূরে ধপ করে মাটিতে পড়লো।কি যে ভালো লাগছিলো আবার মনে ভয়ও ছিল মাথায় না পড়ে আবার।এই তিনটি পাকা তালের মধ্যে ওই তালটিও ছিল। তালবন মানেই কিছুটা ঝুঁকিপূর্ণ বলে মনে হয় আমার কাছে।

IMG_20220903_180151.jpg
লোকেশন

IMG_20220903_180108.jpg

মূলত আমাদের বাড়ি থেকে যখন কেউ তালবনে যান তখন বাড়ি থেকে লাঠি,বস্তা বা ব্যাগ নিয়ে যাওয়া হয়।আমরাও পাকা তাল কুড়াতে একটি বস্তা,ব্যাগ ও একটি ছোট লাঠি হাতে করে নিয়ে গেলাম।তারপর কিছু আগে পড়ে থাকা পাকা তাল বস্তায় ভরে নিলাম।কারণ পাকা তাল জড়ো করে রেখে দিলে শাস খাওয়া যাবে আবার জ্বালানিও হবে।আর ভালো পাকা তাল তিনটি পেলাম তাই সেগুলো ব্যাগে ভরে নিলাম।এই পাকা তালগুলি বেশ বড় সাইজের ও বেশ মিষ্টি।তাছাড়া এই তালের গাছটি অনেক উঁচুতে তাই কেউ কাঁচা অবস্থায় খেতে পারে না।

IMG_20220903_180240.jpg
লোকেশন

তাল কুড়াতে কুড়াতে সন্ধ্যা প্রায় হতে চললো তাই তাড়াতাড়ি বাড়ির পথে রওয়ানা দিলাম মেঠো পথ ধরে।দূরের ধানক্ষেত থেকে তখন শেয়ালের ডাক শোনা যাচ্ছে।কিছুদিন আগে ধান রোপন করা হয়েছে তাই দেখতে দেখতে বাড়ি এলাম।এটাই ছিল আমার তালবনে পাকা তাল কুড়ানোর অনুভূতি।

আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা:redmi note 10 pro max

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

তাল কুড়াতে গিয়ে আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন সেই সাথে সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার।। কিন্তু কতটা তাল নিয়ে বাড়িতে ফিরলেন সেটা জানতে পারলাম না। আমাদের কুষ্টিয়াতেও এমন একটি জায়গা আছে অনেকটা পথ যার দুপাশ দিয়ে সারি সারি তালের গাছ রোপন করা কয়েকবার গিয়েছি আমি খুবই ভালো লাগে জায়গাটি আমার কাছে।।

 2 years ago 

কিন্তু কতটা তাল নিয়ে বাড়িতে ফিরলেন সেটা জানতে পারলাম না।

ভাইয়া আমার মনে হয় ,আপনি ভিতরে ঠিকভাবে পড়েন নি।আমি তো আমার লেখায় উল্লেখ করেছি।যাইহোক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু খুব সুন্দর একটি অনুভূতি আমাদের সাথে সেয়ার করেছেন। তাল কুড়ানো খুব মজার একটি অনুভূতি। আমিও ছোট সময় তাল কুড়াতাম। তবে আপনাদের মত আমাদের দিকে এত তাল গাছ নাই। আপনার বাবা ও দাদার সাথে গেছেন। খুব ভাল করেছেন।। ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, তাল কুড়াতে খুবই মজা।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার অনুভূতি প্রকাশ করার জন্য।

 2 years ago 

হুম দিদি ভাদ্র মাসে তাল পাকার ধুম ৷আর তাল দিয়ে কত কিছু খায় মানুষ বিশেষ করে তালের পিঠা কি যে স্বাদ ৷আর আপনি আপনার বাবার সাথে তাল বাগানে তাল কুড়াতে দিয়ে খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন দিদি ৷

 2 years ago 

তালের পিঠা খুবই মজার খেতে।অনেক ধন্যবাদ আপনাকে দাদা।

 2 years ago 

তালবাগানে তাল কুড়ানো গল্পটি পড়ে সেই পুরনো কথা মনে পড়ে গেল। যখন ছোট ছিলাম তখন আমরাও দল বেঁধে তাল কুড়ানোর জন্য গেছিলাম। তাছাড়া আপনি আপনার গল্পটি অনেক সুন্দর ভাবে শেয়ার করার পাশাপাশি ফটোগ্রাফির অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার তাল বনে তাল কুড়ানোর গল্প শুনে আমার নিজেরও খুব ইচ্ছে করছে তাল কুড়াতে যাওয়ার জন্য। আপু আপনি কথাটা ঠিক বলেছেন এভাবে তালতলায় তাল কুড়ানো ঝুঁকিপূর্ণ বলে আমারও মনে হয়। কারণ কখন কার মাথায় পড়ে তা ঠিক নেই। এভাবে সারি সারি তাল গাছ দেখতে সত্যি খুব ভালো লাগে। আপনার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো।

 2 years ago 

সত্যিই আপু,সারি সারি তালবন খুব সুন্দর দেখতে।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ভাদ্র মাস তালপাতার উপযুক্ত সময়। তাল বনে গিয়ে তাল কুড়ানোর মজাই আলাদা। তবে ঝোপঝাড় যুক্ত জায়গায় তাল কুড়াতে না যাওয়াই ভালো। কেননা গরমের সময় ঝোপঝাড়ের মধ্যে সাপের প্রভাব সবচাইতে বেশি থাকে। যদিও আপনি একটি লাঠি সাথে করে নিয়ে গিয়েছিলেন। তবে আপনার তাল কুড়ানোর অনুভূতির কথা গুলো জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, ওই জন্যই তো লাঠি নিয়ে যাওয়া।কিন্তু আমরা সাপ মারি না।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার পোষ্টে দেওয়া ছবি দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরাও এক সময় এমন তাল কুড়োতে যেতাম।

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ ও স্বাগতম আপনাকে💐.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90