(অতি পরিচিত কিছু জীবও পতঙ্গের ফটোগ্রাফি)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,আশা করি বৃষ্টির শীতল ও স্নিগ্ধ পরশে সবাই ভালো আছেন।
আজ আর অন্য কিছু নয় ,বরং কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম ।এগুলো আমাদের অতি পরিচিত জীবও কীটপতঙ্গ।তবে এদের অনাবিল সৌন্দর্য্য আমাকে প্রতিটা মুহূর্ত মুগ্ধ করে।এদের স্বাধীন জীবন আমাকে নতুনভাবে বাঁচার প্রয়াস জাগায়।আমি এই ছোট জীবেদের জীবন যুদ্ধ কাছ থেকে দেখে অনেক শিক্ষা নিই।আসলে প্রকৃতির প্রতিটি সম্ভার অপরূপ রূপে সুসজ্জিত থাকে যা সর্বদা আমাকে বিমোহিত করে।মনে হয় কোনো কল্পনার রাজ্যে বাস করছি।রূপকথার দেশের মতো রং তুলি দিয়ে কেউ আঁকিয়ে দিচ্ছে আমার এই সরল মনকে।যা শুধুই কল্পনার জগতে ভাসমান।

আমার তোলা কিছু ছবি ও তাঁর সম্পর্কে আমার ছোট ছোট মনের ভাব--

IMG_20210807_130051.jpg

(কাঠের মাথায় গিরগিটি)

[আমার লোকেশন]
(https://what3words.com/translated.windowpanes.outlandish)

আসলে আমাদের বাড়িতে অনেক গিরগিটির বাস।তারা নিজেদের অবস্থান নিজেরা খুঁজে নিয়েছে।যেমন কোনো গিরগিটি পেঁপে গাছের ডালে, কোনোটা ঘরের ছাউনীর মাঝে,আবার কোনোটা কুল গাছে।যাইহোক আমি যখনি উঠানে এসে দাড়িয়ে সবজি ক্ষেতে ওই ঠেস দেওয়া বাঁশের মাথার দিকে তাকায় তখনি ওই গিরগিটিকে দেখতে পাই।আর ও রোদ-ঝড় বৃষ্টির দিনে ও এভাবেই বসে থাকে বাঁশের মাথায়।

IMG_20210807_130525.jpg

IMG_20210807_130517.jpg

IMG_20210807_130504.jpg

(একটি হলুদ ফড়িং বাঁশের সরু কঞ্চির মাথায় বসে)

IMG_20210807_130449.jpg

IMG_20210807_130431.jpg

IMG_20210807_130407.jpg

(হলুদ ফড়িং)

একটি মজার বিষয় হলো আমি যতবার ফড়িংটির কাছ থেকে ছবি তোলার চেষ্টা করছি ততবার ফড়িংটি উড়ে কিছু দূর গিয়ে দুই সেকেন্ড পর পর ওই একই বাঁশের মাথায় বসছিল এবং আমাকে অনুধাবন করছিল।এইরকম বেশ কিছুবার হওয়ার পর থেকে আমার সঙ্গে ফড়িংটির একটি মনের ভাব হয়ে গেল।কারণ আমি যত ওর মুখের কাছে ক্যামেরা নিয়ে ছবি তুলেছিলাম ও আনন্দের সহিত বসেছিল।আর উড়েই যাচ্ছিল না বরং আমার দিকে তাকিয়ে দেখছিল নানান ভঙ্গিমায়।

IMG_20210807_130627.jpg

IMG_20210807_130702.jpg

(লাল ফড়িং)

IMG_20210807_130255.jpg

(সাদা কুনোব্যাঙ)

IMG_20210807_130242.jpg

(কালো কুনোব্যাঙ)

এই হলো আমাদের ঘরের মধ্যের সদস্য।সাদা কুনোব্যাঙ এবং কালো কুনোব্যাঙ।এরা ঘরের বিভিন্ন পোকামাকড় এবং পিঁপড়া খেয়ে জীবনধারণ করে।

IMG_20210807_130742.jpg

IMG_20210807_130838.jpg

IMG_20210807_130821.jpg

IMG_20210807_130904.jpg

(স্নানরত ভেজা কাকগুলো)

[আমার লোকেশন]
(https://what3words.com/translated.windowpanes.outlandish)

পাশের ছোট পুকুর থেকে স্নান সেরে আমাদের বাঁশের ঘেরার উপরে বসে কিছু কাক বিভিন্ন অঙ্গ- ভঙ্গিমায় গায়ের জল ঝেড়ে মুখ দিয়ে মোছার চেষ্টা করছে।
আশা করি এই অতি পরিচিত কিছু ছোট প্রাণীর ছবি আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।

ক্যামেরা: poco m2
অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

ফড়িং আমার খুব পছন্দের একটি পতঙ্গ। গিরগিটির ছবিটি অনেক সুন্দর হয়েছে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে কেপচার করেছেন। ধন্যবাদ

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ দাদা।সুন্দর মন্তব্যের জন্য।ফড়িং আমার ও খুব পছন্দের।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে দিদি।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

সুন্দর হয়েছে ছবি গুলো এবং ভালো ব্যাখা দিয়েছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অশেষ ধন্যবাদ ভাইয়া আপনাকে।যে অনেক ব্যস্ততার মাঝে ও আপনি আমার পোষ্ট দেখে সুন্দর মন্তব্য করেন।আমি আপনাদেরকে দেখে নতুন কিছু শিখে অনুপ্রাণিত হই ভাইয়া।

আপনার সকল পতঙ্গগুলো ছবি খুব সুন্দর হয়েছে। আপনে আমাদের আশে পাশের কিছু পতঙ্গগকে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার সুন্দর মন্তব্য শুনে অনুপ্রাণিত হলাম।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে ছবি গুলো।আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপু।সময় নিয়ে ছবিগুলো দেখার জন্য।

 3 years ago 

ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে আপনার সকল পতঙ্গগুলো ছবি খুব সুন্দর হয়েছে।। আপনার জন্য শুভেচ্ছা রইল।
ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্য শুনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67282.50
ETH 2627.94
USDT 1.00
SBD 2.68