Diy- "কচুফুলের ভিতরের অংশ দিয়ে বক পাখি তৈরি"

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী diy পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

Diy- কচুফুলের ভিতরের অংশ দিয়ে বক পাখি তৈরি:

GridArt_20250804_230956051.jpg

বন্ধুরা, আজ একেবারে ভিন্ন ধরনের একটি diy তৈরি করবো।আমার ধারনায়, এই ধরনের কাজ আগে কেউ কখনোই হয়তো করিনি।তবে এটা আমার ক্ষেত্রেও নতুন একটি অভিজ্ঞতা।এগুলো হচ্ছে চাষ করা কচুর ফুল।আর এই ফুলগুলো রেসিপি তৈরি করার সময় ভিতরের কিছু অংশ বাদ দিতে হয় বা ফেলে দিতে হয়।আমি সেই ফেলে দেওয়া অংশ দিয়েই একটি বকপাখির চিত্র একে ফেললাম।তবে যেহেতু কচুর ফুলে অনেক দাগ থাকে তাই এটি মাটিতেই তৈরি করলাম।আর এখন অনেক বৃষ্টি হচ্ছে তাই মাটিও অনেক ভিজা ও স্যাঁতসেঁতে।তারপরও diy টি তৈরির পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।আশা করি এই diyটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250804_200719.jpg

উপকরণ:

1.কচুফুলের ভিতরের অংশ

IMG_20250804_200611.jpg

পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250804_200526.jpg
প্রথমে আমি একটি কচুর ফুল থেকে ভিতরের অংশ বের করে নিলাম।

ধাপঃ 2

IMG_20250804_200548.jpg
এবারে সবগুলো ফুলের ভিতরের অংশ বের করে একত্রে নিয়ে নিলাম।

ধাপঃ 3

IMG_20250804_200626.jpg
এরপর মাটির উপর পাখির পা ও বডির আকার তৈরি করে নিলাম।

ধাপঃ 4

IMG_20250804_200642.jpg
এখন পাখির বডির মধ্যে ফুলের ভিতরের অংশ সাজিয়ে নেব ও লেজের দিকে সরু আকৃতি করে নেব।

ধাপঃ 5

IMG_20250804_200659.jpg
এরপর পাখির মাথা ও লম্বা মুখের ঠোঁট তৈরি করে নিলাম সাদা অংশ ভেঙে ভেঙে।

শেষ ধাপঃ

IMG_20250804_200738.jpg
সবশেষে পাখির চোখ ও উড়ন্ত ডানা তৈরি করে নিলাম ফুলগুলির ভিতরের অংশ সাজিয়ে।

ছবি উপস্থাপনা:

IMG_20250804_200804.jpg

GridArt_20250804_201318395.jpg

IMG_20250804_200832.jpg
এটি তৈরির পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।আর পাখির রূপ স্পষ্ট ফুটে উঠেছিলো।


আশা করি আমার আজকের diyটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীdiy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 last month 

টাস্ক প্রুফ:

IMG_20250806_072521.jpg

GridArt_20250806_073330685.jpg

কমেন্টস লিংক---
https://x.com/green0156/status/1952911124338491473

https://x.com/green0156/status/1952912040575811660

 2 months ago 

অসাধারণ সৃষ্টি! প্রকৃতির উপাদান দিয়ে এমন সৃষ্টিশীল DIY সত্যিই প্রশংসনীয়। কচুর ফুলের ফেলে দেওয়া অংশ দিয়ে বকপাখির চিত্র আঁকার আইডিয়াটা একেবারেই নতুন এবং ব্যতিক্রমী! আপনার সৃজনশীলতা এবং মাটির সাথে এই অনন্য সংযোগ সত্যিই চোখে লাগার মতো। বৃষ্টির দিনে ভিজে মাটির উপরে এমন শিল্পকর্ম যেন প্রকৃতির সাথেই মিশে গেছে। এমন ভাবনার কাজ আমাদের ভাবতে শেখায়।

 2 months ago 

আপনার গঠনমূলক মতামত পড়ে অনেক অনুপ্রেরণা পেলাম ভাইয়া।আসলেই ব্যতিক্রম অনুভূতি ছিল এটি,ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

আপনার আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। কচুর ফুলের ভেতরের অংশ দিয়ে চমৎকার বক তৈরি করেছেন এই ধরনের কাজগুলো করতে এবং দেখতে বেশ ভালই লাগে। দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকে মুগ্ধতা দিতে পেরে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ক্রিয়েটিভ শিল্প।এটি একটি দারুন রকম ডাই পোস্ট। আপনার প্রতিভা দেখে মুগ্ধ হলাম। কচুর ফুল দিয়ে খুবই সুন্দর একটি বক তৈরি করেছেন। দেখতে ভালোই লাগছে। এরকম ক্রিয়েটিভ জিনিসটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

এত সুন্দর মতামত দ্বারা উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

কচুফুলের মতো সাধারণ জিনিস থেকে বক পাখি বানানো সত্যিই দুর্দান্ত আইডিয়া! আপনার কল্পনাশক্তিকে সাধুবাদ জানাই।আপনার এই পরিবেশবান্ধব আর্ট দেখে সত্যিই ভালো লাগল।কচুফুলের এই ব্যবহার একেবারেই নতুন লাগল। সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 last month 

আপনার গঠনমূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

আপু আপনার আইডিয়া সত্যি অসাধারণ। কচুফুলের ভিতরের অংশ দিয়ে বক পাখি তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়েছি। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে আপু।

 last month 

আপনারা মুগ্ধ হয়েছেন জেনে উৎসাহ পেলাম।ধন্যবাদ আপনাকে ও।

 last month 

আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আজকে আপনি কচুফুলের ভিতরে অংশ দিয়ে খুব সুন্দর বক পাখি তৈরি করেছেন। আর এই ধরনের কাজগুলো মানুষকে আকৃষ্ট করে। ধন্যবাদ কচুফুলের ভিতর অংশ দিয়ে বক পাখি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আসলেই মানুষকে আকৃষ্ট করতে পারলেই মন ভালো লাগে আপু,ধন্যবাদ আপনাকে।

 last month 

একেবারে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের চমৎকার পোস্ট পড়ে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্য দিয়ে একেবারে ইউনিক একটি বিষয়কে ফুটিয়ে তুলেছেন৷ আর এরকম কিছু আমি আগে কখনো দেখিনি৷ যেভাবে আপনি কচু ফুলের ভিতরে এত সুন্দর একটি বক পাখি তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এটিকে একেবারে বাস্তবের মনে হচ্ছে৷

 last month 

চেষ্টা করেছি বাস্তবের মতো ফুটিয়ে তোলার জন্য ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.033
BTC 115608.51
ETH 4476.14
SBD 0.87