ইলিশ মাছের ফুলকো দিয়ে কচুর লতি তারকারী

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা, আশা করি সবাই বর্ষণমুখর দিনে মেঘলা আকাশের মাঝে ফিকে সূর্যের মিষ্টি রোদে ভালো আছেন।এখন বর্ষাকাল ।তাই কচুশাকেরা নতুনভাবে সতেজ হয়ে উঠেছে।আর কচু শাকের গোড়ায় প্রচুর লতি ও দেখা দিয়েছে।তাই আজ আমি চলে আসলাম কচুশাকের লতি এবং ইলিশ মাছের ফুলকো দিয়ে রেসিপি নিয়ে।

IMG_20210704_131158.jpg

ইলিশ মাছের ফুলকো দিয়ে কচুর লতি তারকারীর উপকরণ সামগ্রী:-

1.কচু শাকের লতি - 600 গ্রাম
2.ইলিশ মাছের ফুলকো- 400 গ্রাম
3.লবণ-2 .5 টেবিল চামচ
4.হলুদ- 1.5 টেবিল চামচ
5.সরষের তেল- 200 গ্রাম
6.কাঁচালঙ্কা-6 টি
7.পেঁয়াজকুঁচি- 2 টি

  1. জিরা- 1 টেবিল চামচ
  2. সরিষা- 1 টেবিল চামচ
    10.রসুন- 5 কোয়া
    11.পাঁচফোড়ন- 1টেবিল স্পুন
    12.গরম মসলা গুঁড়ো- 1 টেবিল স্পুন
    13.শুকনো লঙ্কা গুঁড়ো- 1 টেবিল চামচ
    14.জল - 2.5 কাপ

তো চলুন রান্না প্রস্তুত করা যাক---

প্রথম পর্যায়

IMG_20210626_155941.jpg

IMG_20210626_160031.jpg

প্রথমে আমি ইলিশ মাছের আশগুলি ছাড়িয়ে নেব।

IMG_20210626_160059.jpg

IMG_20210626_160345.jpg

তারপর ইলিশ মাছগুলি পিচ পিচ করে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব।এরপর কেটে নেওয়া ইলিশ মাছ থেকে আমি মাছের ফুলকো এবং কানকোগুলি আলাদা করে নিয়ে নেব।

দ্বিতীয় পর্যায়

IMG-20210702-WA0006.jpg

এবার পরিস্কার জল দিয়ে ধুয়ে 1 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ হলুদ মিশিয়ে দেব।

IMG_20210704_131301.jpg

IMG-20210702-WA0008.jpg

এরপর কড়ায় ধুয়ে চুলায় বসিয়ে দেব এবং 100 গ্রাম তেল গরম করে নেব।এরপর মিডিয়াম আঁচে মাছের ফুলকোগুলি ভেঁজে নেব।

তৃতীয় পর্যায়

IMG-20210702-WA0001.jpg

আমি এখানে 600 গ্রাম কচুর লতি নিয়েছি।

IMG-20210702-WA0005.jpg

এগুলো পরিষ্কার করে আশ ছাড়িয়ে নেব।

IMG-20210702-WA0000.jpg

এরপর লতিগুলি মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নেব 2 বার।

চতুর্থ পর্যায়

IMG_20210618_094012.jpg

আমি রান্নার সব মসলাগুলি এখানে নিয়ে নিয়েছি।

IMG_20210618_100144.jpg

এরপর আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি।একই সঙ্গে লঙ্কাগুলি কেটে নেব।এরপর জিরা , রসুন এবং সরষেগুলি শিল-নোরা দিয়ে বেঁটে নেব।

পঞ্চম পর্যায়

IMG_20210704_131140.jpg

আমি এবার চুলায় কড়াইটি বসিয়ে দিয়ে 100 গ্রাম সরষের তেল দেব।এরপর পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে হালকা ভেজে তার মধ্যে লতিগুলি দিয়ে দেব। এরপর এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে 2.5 কাপ জল দেব লতি সেদ্ধ করার জন্য এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট।লতিতে হলুদের পরিমাণ সবসময় কম দিতে হবে না হলে তেঁতো হওয়ার সম্ভাবনা থাকে। 10 মিনিট পর লঙ্কা এবং ভেঁজে রাখা মাছের ফুলকোগুলি দিয়ে দেব।আর ও 5 মিনিট পর বাকি উপকরণ যেমন-জিরে বাটা, সরিষা বাটা,লঙ্কা গুঁড়ো এবং গরম মসলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব খুন্তির সাহায্যে।এরপর আর ও 10 মিনিট ঢেকে রেখে জ্বাল করে নেব।

IMG_20210704_131207.jpg

10 মিনিট পর আমার ইলিশ মাছের ফুলকো দিয়ে কচুর লতি তারকারীটি পুরোপুরি হয়ে যাবে।এবার একটি পাত্রে কড়াই থেকে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

আমি এখানে 5 টি পর্যায়ে রান্নাটি সমাপ্ত করেছি।
ধন্যবাদ সকলকে।

ক্যামেরা: poco m2 এবং redmi note 10 pro max

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

দেশী লতি দিয়ে ইলিশ মাছের ফুলকি, উফ সেই স্বাদের হয়। লতির তরকারী সবচেয়ে বেশী মজা হয় ইলিশ মাছ দিয়ে রান্না করলে। ধন্যবাদ

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া।এটি খেতে অনেক স্বাদের।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ভালো হয়েছে আপনার রেসিপিটি। আমার বরাবরই ইলিশ মাছ খেতে ভালো লাগে। যাইহোক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

উফ কি দেখালেন 😋 খিদেয় পেট চোঁ চোঁ করছে রিতিমত। আমার খুব ‌‌প্রিয় একটি তরকারি এটি।



panda-1454629_640.png

 3 years ago 

এটি আমার ও খুব প্রিয় ।ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল 🥀

 3 years ago 

ইলিশ মাছ আমার খুব প্রিয়। একদিন দাওয়াত দিয়েন আপু।

 3 years ago 

আপনাদের দাওয়াত দিয়ে ইলিশ মাছ খাওয়াতে পারলে আমার ও খুব ভালো লাগতো।সম্ভব হলে অবশ্যই দেব। ধন্যবাদ আপনাকেভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 60745.98
ETH 2342.23
USDT 1.00
SBD 2.52